আম্পায়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
[[চিত্র:Cricket Umpire.jpg|thumb|250px|ক্রিকেট খেলা পরিচালনারত দুইজন আম্পায়ারের একজন]]
'''আম্পায়ার''' ({{lang-en|Umpire}}) একজন বিচারক ও কর্তৃপক্ষ হিসেবে ক্রিকেটের নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগপূর্বক খেলা পরিচালনা করে থাকেন। [[ম্যাচ রেফারি]] মাঠের বাইরে অবস্থানকারী কর্মকর্তা হিসেবে থাকেন। তিনি বিচারকরূপে [[ক্রিকেট]] খেলায় যাবতীয় নিয়ম-কানুনের যথাযথ প্রয়োগ এবং [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আইসিসি]] প্রণীত আচরণবিধি অপব্যবহারে [[জরিমানা]] নির্ধারণ করেন। কিন্তু মাঠে অবস্থানকারী দুই জন আম্পায়ারই ক্রিকেট খেলা পরিচালনায় প্রধান ভূমিকা রাখেন। তবে, প্রয়োজনীয় ও নিখুঁত সিদ্ধান্ত প্রদানের জন্যে মাঠের বাইরে [[তৃতীয় আম্পায়ার|থার্ড আম্পায়ার]] অবস্থান করে তাঁকেতাকে কিংবা তাঁদেরকেতাদেরকে সহায়তা করেন।
 
== সহযোগীবৃন্দ ==
{{মূল|ক্রিকেট#আম্পায়ার}}
[[চিত্র:Cricket Umpire dismissal.jpg|thumb|250px|আম্পায়ারের হাত উঁচু ও অঙ্গুলী নির্দেশনার মাধ্যমে ব্যাটসম্যানকে আউটের সঙ্কেত প্রদান]]
খেলা চলাকালীন মাঠে দুইজন আম্পায়ার অবস্থান করে খেলা পরিচালনা করে থাকেন। বোলিংপ্রান্তে অবস্থানরত আম্পায়ার পরিচিতি পান ''ফিল্ড আম্পায়ার'' হিসেবে এবং [[বল (ক্রিকেট)|বল]] মোকাবেলায় নিয়োজিত ব্যাটসম্যানের সমান্তরালে থাকেন ''স্কয়ার লেগ আম্পায়ার''। সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতাজনিত কারণে কিংবা বিতর্কিত সিদ্ধান্ত যাঁচাইকল্পে সর্বোপরি এ দু'জন আম্পায়ারকে সহযোগীতার লক্ষ্যে মাঠের বাইরে একজন অতিরিক্ত আম্পায়ার থাকেন। তিনি তৃতীয় আম্পায়ার বা ''থার্ড আম্পায়ার'' নামে পরিচিত। এছাড়াও, খেলায় বল সংরক্ষণ, সরবরাহ, পরিবর্তন, মাঠে দায়িত্বপালনরত আম্পায়ারদ্বয়ের জন্য কোমল পানীয়, তাঁদেরতাদের [[ভ্রমণ|ভ্রমণের]] বন্দোবস্তসহ আহার-ভোজনের দায়িত্বে রয়েছেন [[চতুর্থ আম্পায়ার]] বা ''ফোর্থ আম্পায়ার''।
 
খেলা সঠিক ও সুচারুরূপে পরিচালনা সংক্রান্ত বিষয়াদি বিশেষতঃ আম্পায়ারগণের ভূমিকা নিয়ে বিশ্লেষণাত্মক প্রতিবেদন প্রণয়নের দায়িত্বে থাকেন [[আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল|আইসিসি]] কর্তৃক মনোনীত একজন ''ম্যাচ রেফারি''। অবশ্য তারা সকলেই আইসিসি'র সেরা আম্পায়ারের তালিকা থেকে মনোনীত হয়েই খেলা পরিচালনা করেন।
১১ নং লাইন:
== ভূমিকা ==
[[চিত্র:Alf-proto.png|thumb|250px|[[লিভার কাউন্টার|লিভার কাউন্টারের]] সাহায্যে আম্পায়ার ওভারের বল সংখ্যা গণনা করে থাকেন]]
বোলিং প্রান্তে আম্পায়ারদ্বয়ের মধ্যে একজন দণ্ডায়মান থেকে [[বোলিং (ক্রিকেট)|বোলারের]] হাতের কনুই বাঁকানো, [[নো-বল]], [[ওয়াইড বল]], আচার-আচরণ, আবেদন, ব্যাটসম্যানের কর্মকাণ্ড, [[ফিল্ডার|ফিল্ডারদের]] অবস্থানসহ বহুবিধ বিষয় পর্যবেক্ষণ করে থাকেন। এছাড়াও, ফিল্ডিং-ব্যাটিং সাইড নির্ধারণে টস, আবহাওয়ার গতিবিধি লক্ষ্য করা, ব্যাটসম্যানকে আউটের সিদ্ধান্ত প্রদান, চার, ছয়, লেগ-বাই, ডেড-বল, নতুন বল মাঠে নামানো, পাওয়ার প্লে ইত্যাদি বহুবিধ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয়। অনেক সময় [[খেলোয়াড়|খেলোয়াড়দের]] [[টুপি]], [[পোষাক]], [[চশমা]] ইত্যাদি জিনিসপত্রাদিও সংরক্ষণ করেন। তিনি ওভারে বলের সংখ্যা গণনা করেন। [[একদিনের আন্তর্জাতিক ক্রিকেট|একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে]] বোলারের নির্দিষ্ট [[ওভার]] লিখে রাখাও তাঁরতার দায়িত্বের অন্যতম অংশ।
<!--টস, ম্যাচ রেফারী/আম্পায়ার-->