চকবাজার শাহী মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
বিষয়শ্রেণী:ঢাকা জেলার মসজিদ যোগ হটক্যাটের মাধ্যমে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৮ নং লাইন:
[[চিত্র:Chawkbazar Shahi Mosque by Ragib Hasan.jpg|right|thumb|200px|চকবাজারের শাহী মসজিদ]]
[[চিত্র:Chawkbazar Shahi Mosque 2 by Ragib Hasan.jpg|right|thumb|200px|বড়কাটরার দিক হতে চকবাজারের শাহী মসজিদ]]
'''চকবাজার শাহী মসজিদ''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] রাজধানী [[ঢাকা]] শহরের [[পুরানো ঢাকা]] এলাকার [[চকবাজার|চকবাজারে]] অবস্থিত একটি মোগল আমলের মসজিদ। মোগল সুবেদার [[শায়েস্তা খান]] এটিকে ১৬৭৬ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে নির্মাণ করেন, মসজিদে প্রাপ্ত শিলালিপি থেকে এই ধারণা করা হয়। এই মসজিদটিই সম্ভবত বাংলায় উঁচু প্লাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত-স্থাপনা। প্লাটফর্মটির নিচে ভল্ট ঢাকা কতগুলো বর্গাকৃতি ও আয়তাকৃতি কক্ষ আছে। এগুলোর মাথার উপরে খিলান ছাদ রয়েছে, যার উপরের অংশ অবশ্য সমান্তরাল। ধারণা করা হয়, এই মসজিদের প্লাটফর্মের নিচের কক্ষগুলোতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল, এধরণেরএধরনের ভবনগুলোকে বলা হয় 'আবসিক-মাদ্রাসা-মসজিদ'।<ref name="BP">"চক মসজিদ (ঢাকা)", বাংলাপিডিয়া, সিডি ভার্ষণ 2.0.0। পরিদর্শনের তারিখ: জুলাই ১৩, ২০১১।</ref>
 
মসজিদটির আদি গড়নে ছিল তিনটি গম্বুজ। অবশ্য বিভিন্ন সময়ে সংস্কারকার্য ও নির্মাণ সম্পাদনের ফলে বর্তমানে এর আদি রূপটি আর দেখা যায় না। মসজিদের ভিতরকার নকশা তিনটি বে'তে বিভক্ত ছিল, যার মাঝখানের বে ছিল বর্গাকার, কিন্তু দুপাশের বে ছিল আয়তাকার। তিনটি বে'র উপরেই গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল, মাঝখানের গম্বুজটি ছিল তুলনামূলক বড় আকৃতির। কেন্দ্রীয় মেহরাবটি অষ্টকোণাকৃতির, যা সংস্কারের পরে আজও (২০০৬) সেরকমটাই রয়েছে।<ref name="BP"/>