বৈশালী জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ভারতের জেলা
| নাম = বৈশালী
| স্থানীয়_নাম = [[File:Vaishali_Jila_Mithilakshar.png|100px]] </br /> ضلع ویشالی
| রাজ্য = বিহার
| বিভাগ = [[তিরহূত বিভাগ|তিরহূত]]
৩২ নং লাইন:
বৌদ্ধ ও জৈন ধর্মগ্রন্থগুলিতে অসংখ্যবার বৈশালী শহরের উল্লেখ পাওয়া যায়। এর থেকে বৈশালী ও অন্যান্য [[মহাজনপদ|মহাজনপদগুলি]] সম্পর্কে অনেক তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে জানা যায়, খ্রিস্টপূর্ব ৫৬৩ অব্দে [[গৌতম বুদ্ধ|গৌতম বুদ্ধের]] জন্মের আগে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বৈশালী প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থাৎ, এটিই ছিল বিশ্বের প্রথম প্রজাতন্ত্র।
 
[[মহাবীর]] বৈশালীতে জন্মগ্রহণ করেছিলেন। গৌতম বুদ্ধ তাঁরতার শেষ উপদেশ বৈশালীতে প্রদান করেছিলেন এবং এখানেই তাঁরতার [[পরিনির্বাণ|পরিনির্বাণের]] কথা ঘোষণা করেছিলেন। বহু লোককথা ও বৌদ্ধ সাহিত্যে উল্লিখিত বিশিষ্ট রাজনর্তকী [[আম্রপালি|আম্রপালিও]] বৈশালীর অধিবাসী ছিলেন। তিনি গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।
 
বৈশালী শহর থেকে এক কিলোমিটার দূরে অভিষেক পুষ্করিণী অবস্থিত। এই পবিত্র জলাধারের জল বৈশালীর নির্বাচিত প্রতিনিধিদের অভিষেকের কাজে ব্যবহৃত হত। এই জলাধারের কাছেই [[জাপানি নতুন ধর্ম|জাপানি নতুন ধর্মের]] [[নিপ্পনজান-ম্যোহোজি-দাইসঙ্গ]] সম্প্রদায় নির্মিত একটি জাপানি মন্দির ও বিশ্ব শান্তি স্তুপ অবস্থিত। অভিষেক পুষ্করিণীর কাছে একটি বুদ্ধের দেহাবশেষ স্তুপ রয়েছে। বুদ্ধের দেহাবশেষ আট ভাগে বিভক্ত হলে বৈশালীর অধিবাসীরা তার একটি ভাগ পান। তাঁরাতারা এখানেই সেই দেহাবশেষ সংরক্ষণ করেছিলেন।
===স্বাধীন ভারত===
১৯৭২ সালে [[মুজফফরপুর জেলা]] ভেঙে পৃথক বৈশালী জেলা গঠিত হয়।<ref name='Statoids'>{{ওয়েব উদ্ধৃতি | ইউআরএল = http://www.statoids.com/yin.html | শিরোনাম = Districts of India | সংগ্রহের-তারিখ = 2011-10-11 | শেষাংশ = Law | প্রথমাংশ = Gwillim | তারিখ = 2011-09-25 | কর্ম = Statoids}}</ref>