প্রবিষ্ট/বহির্গত: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Zaheen (আলোচনা | অবদান)
সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{copyedit|নিবন্ধের ইংরেজি পরিভাষাগুলির বাংলা অনুবাদ আবশ্যক।}}
{{copyedit|নিবন্ধে বাংলা পরিভাষাগুলিকে অগ্রাধিকার প্রদান আবশ্যক।}}
কম্পিউটার-সংক্রান্ত কর্মকাণ্ডে '''প্রবিষ্ট/বহির্গত''' পরিভাষা যুগল দিয়ে বহির্বিশ্বের (যেমন মানুষ) সাথে একটি তথ্য প্রক্রিয়াকারী ব্যবস্থার (যেমন কম্পিউটার যন্ত্রের) মধ্যকার যোগাযোগকে বোঝায়। কম্পিউটারে প্রদত্ত বা সরবরাহকৃত উপাত্ত বা সঙ্কেতকে '''প্রবিষ্ট উপাত্ত''' বলে এবং প্রক্রিয়াকরণ শেষে কম্পিউটার থেকে বেরিয়ে আসা উপাত্ত বা সঙ্কেতকে '''বহির্গত উপাত্ত''' বলে। এই দুই ধরনের উপাত্তের সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়াগুলিকে যথাক্রমে '''উপাত্ত প্রবিষ্টকরণ''' এবং '''উপাত্ত বহির্গমন''' বলা হয়। ইংরেজি ভাষায় এই দুই ধরনের উপাত্ত ও কর্মকাণ্ড উভয়কেই '''ইনপুট/আউটপুট''' বা সংক্ষেপে '''আই/ও''' (I/O) পরিভাষা যুগল দিয়ে নির্দেশ করা হয়।
 
বিভিন্ন ধরনের প্রবিষ্টকরণ যন্ত্র ও বহির্গমন যন্ত্র রয়েছে যেগুলি উপাত্ত প্রবিষ্টকরণ ও বহির্গমনের জন্য ব্যবহার করা হয়। যেমন, কিবোর্ড বা চাবিযন্ত্র, মাউস বা মূষিকযন্ত্র -- এগুলি হল প্রবিষ্টকরণ যন্ত্র; অন্যদিকে মনিটর বা দৃশ্যমান পর্দাযন্ত্র, প্রিন্টার বা মুদ্রণযন্ত্র --- এগুলি হলে বহির্গমন যন্ত্র। আবার ব্যতিক্রমও আছে যেমন মডেম, নেটওয়ার্ক কার্ড এগুলো উপাত্ত প্রবিষ্টকরণ এবং বহির্গমন — দুই ধরনের কাজই সম্পাদন করে।
৭ নং লাইন:
কোনও যন্ত্র প্রবিষ্টকরণভিত্তিক নাকি বহির্গমনভিত্তিক হবে তা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। কিবোর্ড আর মাউস মানুষের প্রদত্ত নির্দেশ নেয় নাড়াচাড়া বা বোতাম চাপ দেয়ার উপর ভিত্তি করে। তাতে যে সংকেত কম্পিউটার গ্রহণ করে তা প্রথমে পরিবর্তিত হয়ে কম্পিউটারের ভাষায় রূপান্তরিত হয় এবং কম্পিউটার তা বুঝে নেয়। একইভাবে মনিটর, প্রিন্টার প্রভৃতি যন্ত্রগুলি কম্পিউটার থেকে বহির্গত সংকেতগুলো গ্রহণ করে এবং মানুষ বোঝার মত করে তা দেখায়। তাই একজন কম্পিউটার ব্যবহারকারীর দৃষ্টিতে কোন কিছু মনিটরের পর্দায় পড়া মানে প্রবিষ্ট উপাত্ত গ্রহণ করা। এইধরনের কম্পিউটার এবং মানুষের কার্যপ্রণালীগুলোকে মানুষ-কম্পিউটার আন্তঃক্রিয়া হিসেবে চিহ্নিত করা হয়।
 
কম্পিউটার স্থাপত্যে, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ যন্ত্রাংশ (সিপিইউ) আর প্রধান স্মৃতি (মেমোরি) হল কম্পিউটারের মস্তিষ্ক যেখানে সিপিইউ স্বতন্ত্র নির্দেশনায় সরাসরি তথ্য "পড়ে" (রিড) বা "লেখে" ("রাইট")। যেকোনও তথ্য যা কম্পিউটারের সিপিইউ আর প্রধান মেমোরির সমন্বয় থেকে আসে বা যায় তাকেও প্রবিষ্ট/বহির্গত বলে ধরা হয়। যেমন ডিস্ক ড্রাইভ থেকে তথ্য পড়া।<ref name="teco">{{citeবই bookউদ্ধৃতি |titleশিরোনাম=The Essentials of Computer Organization and Architecture |lastশেষাংশ=Null |firstপ্রথমাংশ=Linda |author2লেখক২=Julia Lobur |yearবছর=2006 |publisherপ্রকাশক=Jones & Bartlett Learning |isbnআইএসবিএন=0763737690 |pageপাতা=185 |urlইউআরএল=https://books.google.com.au/books?id=QGPHAl9GE-IC |accessdateসংগ্রহের-তারিখ=11 December 2016 |deadurlঅকার্যকর-ইউআরএল=no |archiveurlআর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20161220112332/https://books.google.com.au/books?id=QGPHAl9GE-IC |archivedateআর্কাইভের-তারিখ=20 December 2016 |df= }}</ref>
 
==ইন্টারফেস==