বাংলাদেশের লোক সাহিত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২ নং লাইন:
 
==ইতিহাস==
৩০০ খ্রিস্টাব্দখ্রিষ্টাব্দ থেকে এই অঞ্চলে পর্যায়ক্রমে [[মৌর্য রাজবংশ]], [[গুপ্ত রাজবংশ]], [[পাল রাজবংশ]], [[সেন রাজবংশ]] এবং [[মুসলিম]]দের আগমন ঘটেছে। এই অঞ্চলের মানুষ এদের জীবনযাত্রা এবং [[সংস্কৃতি]] দ্বারা প্রভাবিত হয়েছে। এরপর [[পর্তুগাল]], [[ফ্রান্স]], এবং [[ব্রিটিশ]]দের [[জাহাজ]] এদেশের [[বন্দর]] এ [[নোঙর]] ফেলেছে। এরা পণ্যের পাশাপাশি সংস্কৃতিও এদেশে রেখে গেছে। প্রতিটি জাতি শুধু শারীরিকভাবে নয়, সংস্কৃতিরও সহায়তায় এদেশে নিজেদের ছাপ রেখে গেছে এবং এভাবেই এদেশের সংস্কৃতির ভিত রচিত হয়েছে।
 
==বাংলা লোক সাহিত্যের সাধক==
পল্লীর জনগোষ্ঠীর একটি বড় অংশ লোক সাহিত্যে অবদান রেখেছেন। এদের একটি বড় অংশ লোক-কবি যাদের সাধারণত বয়াতি বলা হয়ে থাকে। প্রাচীন রাশিয়ার BAYAT শব্দ থেকে বয়াতি শব্দের উৎপত্তি।বাংলার [[মাঝি|মাঝিরা]] নৌকায় পাল তুলে মনের সুখে [[ভাটিয়ালি]] গান গায়। দেশের উত্তরাঞ্চলের গাড়োয়ান বা গরুর গারির চালক গাড়ি চালাতে চালাতে [[ভাওয়াইয়া]] গানের সুর তুলে। [[বাউল|বাউলেরা]] [[একতারা]] বাজিয়ে তাঁদেরতাদের তত্ত্ব তুলে ধরেন।<ref>ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ।</ref><br />
তাঁদেরতাদের কীর্তি আমাদের সামনে তুলে ধরতে কিছু মানুষ অবিস্মরণীয় অবদান রেখেছেন। [[নেত্রকোনা জেলা|নেত্রকোনা জেলার]] আইথর নামক স্থানের অধিবাসী [[চন্দ্রকুমার দে]] [[মৈমনসিংহ গীতিকা]] সংগ্রহ করেন। [[দীনেশচন্দ্র সেন|ডক্টর দীনেশচন্দ্র সেন]] এই গানগুলো সম্পাদনা করে [[কলকাতা বিশ্ববিদ্যালয়]] হতে প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের [[আশুতোষ ভট্টাচার্য]] এবং বাংলাদেশের [[ড.মযহারুলইসলাম|ড. মযহারুল ইসলাম]] সাম্প্রতিক সময়ে লোকসাহিত্য সম্পর্কে অনেক গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেছেন।
 
==মৌখিক সাহিত্য এবং এর প্রভাব==
লোক সাহিত্য মূলত মৌখিক সাহিত্য। ফলে এধরণেরএধরনের সাহিত্য স্মৃতিসহায়ক কৌশল, ভাষার গঠনকাঠামো এবং শৈলীর উপরও নির্ভর করে। এদেশের লোক সাহিত্য সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করছে। এগুলো হচ্ছে [[মহাকাব্য]], [[কবিতা]] ও [[নাটক]], লোক [[গল্প]], [[প্রবাদ বাক্য]], [[গীতি কাব্য]] প্রভৃতি। লোক সাহিত্যের এই সম্পদগুলো সাহিত্যের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে অথবা অন্য কোন উপায়ে এখনো এই অঞ্চলে টিকে রয়েছে। বহুবছর ধরে এদেশে বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। [[বাংলাদেশ|বাংলাদেশের]] লোক সাহিত্য এই জাতিগোষ্ঠীগুলো দ্বারা গভীরভাবে প্রভাবিত। ফলশ্রুতিতে বর্তমান বাংলাদেশের বহুমুখী বৈচিত্র্যপূর্ণ বিশাল লোক সাহিত্যের একাংশের ব্যাখ্যায় [[ইতিহাস|ইতিহাসের]] প্রয়োজন পরে।
 
==বিস্তৃতি==
২০ নং লাইন:
[[File:Fakir Lalon Shah.jpg||thumb|200 px|right| লালনের জীবদ্দশায় আঁকা তাঁর একমাত্র ছবি। এঁকেছিলেন [[জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর]]]]
মূল নিবন্ধঃ [[বাউল]]।<br />
বাউল শব্দটির উৎপত্তি নিয়ে মতান্তর রয়েছে।ইতিহাসবিদদের মতে, সতেরো শতকে বাংলাদেশে বাউল মতের উদ্ভব হয়। এ মতের প্রবর্তক হলেন আউল চাঁদ ও মাধববিবি। বীরভদ্র নামে এক বৈষ্ণব মহাজন সেই সময়ে একে জনপ্রিয় করে তোলেন। [[লালন|লালন সাঁইয়ের]] গানের মধ্য দিয়ে বাউল ব্যাপক পরিচতি লাভ করে। ২০০৫ সালে [[ইউনেস্কো]] বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনাঘোষণা করে।<ref>[http://www.unesco.org/culture/intangible-heritage/04apa_uk.htm '''UNESCO''']</ref>
 
====সিলেটের মরমী সাহিত্য====