হায়াসিনথ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
0টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২ নং লাইন:
[[চিত্র:Merry-Joseph Blondel, The Death of Hyacinthus.jpg|thumb|right|180px|''দ্য ডেথ অফ হায়াসিনথাস'', মেরি-জোসেফ ব্লন্ডেল]]
 
'''হায়াসিনথ''' বা '''হায়াসিনথাস''' হলেন [[গ্রিক পুরাণ|গ্রিক পুরাণের]] এক [[গ্রিক নায়ক|দিব্য নায়ক]]। [[স্পার্টা|স্পার্টার]] দক্ষিণপশ্চিমে অ্যামিক্লি-তে তাঁরতার সমাধিঢিপি অবস্থিত। ধ্রুপদি যুগে এই সমাধিঢিপিকে ঘিরে একটি "টেমেনোস" বা আশ্রম (স্যাংচুয়ারি) ছিল। এটি ছিল [[অ্যাপোলো|অ্যাপোলোর]] মূর্তির পাদদেশে। মাইসিনিয়ান যুগ থেকে হায়াসিনথকে কেন্দ্র করে একটি বীরপূজা-সংস্কৃতি ("কাল্ট") প্রচলিত ছিল।<ref>There have been finds of sub-[[Mycenaean Greece|Mycenaean]] votive figures and of votive figures from the [[Geometric Period]], but with a gap in continuity between them at this site: "it is clear that a radical reinterpretation has taken place" [[Walter Burkert]] has observed, instancing many examples of this break in cult during the "[[Greek Dark Ages]]", including Amyklai (Burkert, ''Greek Religion'', 1985, p 49);before the post-war archaeology, Machteld J. Mellink, (''Hyakinthos'', Utrecht, 1943) had argued for continuity with Minoan origins.</ref> তাঁকেতাকে নিয়ে প্রচলিত রয়েছে অজস্র গল্পকথা। এই সব গল্পে তাঁকেতাকে ঘিরে স্থানীয় "কাল্ট" ও অ্যাপোলোর সঙ্গে তাঁরতার সম্পর্কের উল্লেখ পাওয়া যায়।
 
== পুরাণকথা ==
[[চিত্র:Kiselev Death of Hyacinth.jpg|thumb|left|''দ্য ডেথ অফ হায়াসিনথ'', আলেকজান্ডার কিসেলেভ]]
হায়াসিনথের পিতামাতা কে ছিলেন, তা নিয়ে গ্রিক পুরাণের গল্পগুলিতে স্থানভিত্তিক পাঠান্তর রয়েছে। কোনো গল্পে তাঁকেতাকে [[ম্যাসিডন|ম্যাসিডনের]] রাজা পিয়েরাস ও সিলোর পুত্র বলা হয়েছে; কোথাও তিনি [[স্পার্টা|স্পার্টার]] রাজা ওয়েব্যালাসের পুত্র; আবার কোথাও তিনি অ্যামিক্লিয়া জাতির বংশধর রাজা অ্যামিক্লাসের ছেলে।<ref>[[Pseudo-Apollodorus]] 3. 10.3; [[Pausanias (geographer)|Pausanias]] 3. 1.3, 19.4</ref> অ্যামিক্লিয়ায় [[অ্যাপোলো|অ্যাপোলোর]] মূর্তির পাদদেশে তাঁরতার সমাধি অবস্থিত। এখানে মাইসিনিয়ান যুগ থেকে তাঁকেতাকে কেন্দ্র করে একটি বীরপূজা-সংস্কৃতির প্রচলন আছে।
 
সেই চাকতিটির আঘাত লেগেই হায়াসিনথের মৃত্যু ঘটেছিল।<ref>[[Pseudo-Apollodorus]], 1. 3.3.</ref> গল্পে বৈচিত্র্য আনার জন্য একটি পাঠান্তরে বায়ুদেবতা [[জেফিরাস|জেফিরাসকে]] হায়াসিনথের মৃত্যুর জন্য দায়ী করা হয়।<ref>[[Lucian]], ''Dialogues of the Gods''; [[Servius]], commentary on [[Virgil]] ''Eclogue'' 3. 63; [[Philostratus]], ''Imagines'' 1. 24; Ovid ''[[Metamorphoses]]'' 10. 184.</ref> বলা হয়, হায়াসিনথের সৌন্দর্য জেফিরাস ও অ্যাপোলোর মধ্যে বিবাদ সৃষ্টি করেছিল। হায়াসিনথ ধনুর্বিদ্যার দেবতা উজ্জ্বলবর্ণ অ্যাপোলোকে বেছে নিলে, জেফিরাস ঈর্ষান্বিত হন। তিনি অ্যাপোলোর ছোঁড়া চাকতিটি উড়িয়ে নিয়ে গিয়ে হায়াসিনথকে আহত করেন এবং তাতেই হায়াসিনথের মৃত্যু হয়। মৃত্যুর পর অ্যাপোলোর বাধায় [[হেডিস]] হায়াসিনথকে পাতালে নিয়ে যেতে পারেননি। অ্যাপোলো হায়াসিনথের নিঃসৃত রক্ত থেকে তাঁরতার নামে একটি ফুলের গাছ সৃষ্টি করেন। ওভিডের বর্ণনা অনুযায়ী, অ্যাপোলোর চোখের জলে নবসৃষ্ট ফুলের পাপড়িতে তাঁরতার দুঃখের চিহ্ন অঙ্কিত হয়েছিল। গল্পের একটি স্থানীয় স্পার্টান পাঠান্তর অনুযায়ী, [[আফ্রোদিতি]], [[আথেনা]] ও [[আর্তেমিস]] হায়াসিনথ ও তাঁরতার বোন [[পোলিবোয়া|পোলিবোয়াকে]] স্বর্গে নিয়ে গিয়েছিলেন।<ref>[[Pausanias (geographer)|Pausanias]] 3. 19. 4</ref>
 
স্পার্টানদের অন্যতম প্রধান উৎসব [[হায়াসিনথিয়া|হায়াসিনথিয়ার]] অধিষ্ঠাতা দেবতা ছিলেন হায়াসিনথ। প্রতি বছর গ্রীষ্মকালে এই উৎসব আয়োজিত হত। তিন দিন ধরে চলত এই উৎসব। তিন দিনের মধ্যে এক দিন দিব্য নায়ক হায়াসিনথের মৃত্যু উপলক্ষে শোকপালন করা হত এবং অপর দুই দিন অ্যাপোলো হায়াকিনথিওস রূপে তাঁরতার পুনর্জন্মের ঘটনাটিকে উদযাপন করা হত। তবে সম্মানের বিভাজন নিয়ে গবেষকদের মধ্যে মতান্তর রয়েছে।<ref>As Colin Edmonson points out, Edmonson, "A Graffito from Amykla", ''Hesperia'' '''28'''.2 (April - June 1959:162-164) p. 164, giving bibliography note 9.</ref>
 
== ব্যাখ্যা ==
[[চিত্র:Bosio-hyacinth-front.jpg|thumb|left|''হায়াসিনথ'', ফ্র্যাঙ্কো জোসেফ ব্র্যাসিও]]
নামের "''nth''" উপসর্গ দেখে মনে করা হয় হায়াসিনথাস নামটি প্রাক-হেলেনীয় যুগের।<ref>"As the non-Greek
suffix- nth indicates, Hyakinthos was an indigenous deity at Amyklae in Laconia", remarks Nobuo Komita, "Notes on the Pre-Greek Amyklaean God Hyakinthos", 1989 ([http://www.kait-r.com/dspace/bitstream/10368/161/1/kka-013-005.pdf on-line text]{{অকার্যকর সংযোগ|তারিখ=ফেব্রুয়ারি ২০১৯ |bot=InternetArchiveBot |ঠিক করার প্রচেষ্টা=yes }})..</ref> ধ্রুপদি ব্যাখ্যাকর্তাদের মতে, তাঁরতার এই পুরাণকথা, যেখানে অ্যাপোলোকে ডোরিয়ান দেবতা হিসেবে উপস্থাপনা করা হয়েছে, এটি প্রকৃতির মৃত্যু ও পুনর্জন্মের একটি ধ্রুপদি রূপক। এই পুরাণকথাটি [[অ্যাডোনিস (পুরাণ)|অ্যাডোনিসের]] পুরাণকথার অনুরূপ। আরও বলা হয় যে, হায়াসিনথ ছিলেন প্রাক-হেলেনীয় যুগের দেবতা। তাঁরতার "দুর্ঘটনাজনিত" মৃত্যুর মধ্য দিয়ে অ্যাপোলো তাঁরতার দেবত্ব প্রতিষ্ঠা করেন।<ref>Pierre Chantraine, ''Dictionnaire étymologique de la langue grecque'', Klincksieck, 1999, article "ὑάκινθος", p. 1149 b.</ref>
 
অ্যাপোলো হায়াসিনথকে একজন দক্ষ পূর্ণবয়স্ক মানুষ হিসেবে গড়ে তুলছিলেন। ফিলোস্ট্র্যাটাসের মতে, তিনি শুধু চাকতি ছোঁড়াই শিখছিলেন না, বরং অন্যান্য ব্যায়াম, ধনুর্বিদ্যা, সংগীত, ভাগ্যগণনাবিদ্যা ও বীণাবাদনও শিখছিলেন। পসেনিয়াস অ্যামিক্লিয়াতে হায়াসিনথের পূজাবেদিতে তাঁরতার একটি বালকবেশী মূর্তির কথাও উল্লেখ করেছেন। প্যানোপোলিসের কবি নোনাস অ্যাপোলো কর্তৃক হায়াসিনথের পুনরুজ্জীবনের কথা লিখেছেন।
 
হায়াসিনথের পুরাণকথা দ্বারা অনুপ্রাণিত [[মোৎসার্ট]] ''[[অ্যাপোলো অ্যান্ড হায়াসিনথ]]'' নামে একটি অপেরা রচনা করেছিলেন।