ব্যারি রিচার্ডস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৭৮ নং লাইন:
সীমিত পর্যায়ে অংশগ্রহণের ক্ষেত্র থাকায় ১৯৬৪ থেকে ১৯৮৩ মেয়াদকালে [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] মনোনিবেশ করেন রিচার্ডস। এসময়ে তিনি ২৮,৩৫৮ [[রান (ক্রিকেট)|রান]] তোলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ৩৫৬ রানসহ ৮০ [[সেঞ্চুরি (ক্রিকেট)|সেঞ্চুরির]] অধিকারী হন তিনি। এছাড়াও, একদিনের ক্রিকেটে ১৬ সেঞ্চুরিসহ ৮,৫০৬ পান।
 
হ্যাম্পশায়ারের পক্ষে অনেকগুলো বছর কাউন্টি ক্রিকেট খেলেন। প্রথম মৌসুমেই তিনি ২,৩৯৫ রান পান যা দেশের যে-কোন খেলোয়াড়ের চেয়ে বেশী। ১৯৬৮ সালের পূর্ব-পর্যন্ত হ্যাম্পশায়ার দল নিচেরসারির দিকে চলে যেতে থাকে। ঐ বছর ব্যারি রিচার্ডস দলে যোগ দেন। এ পর্যায়ে চ্যাম্পিয়নশীপের দশম স্থান থেকে পঞ্চম স্থানে চলে আসে ক্লাব দলটি। ১৯৭০ সাল থেকে কাউন্টি ক্রিকেটে [[গর্ডন গ্রীনিজ|গর্ডন গ্রীনিজের]] সাথে অন্যতম সফল উদ্বোধনী জুটির অংশীদারিত্বেরঅংশীদারত্বের সাথে সম্পৃক্ত হন।
 
১৯৭০-৭১ মৌসুমে বহিরাগত খেলোয়াড় হিসেবে [[Southern Redbacks|সাউথ অস্ট্রেলিয়ার]] পক্ষে খেলেন। তন্মধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে [[ডেনিস লিলি]], [[গ্রাহাম ম্যাকেঞ্জি]], [[টনি লক]] ও [[Tony Mann (cricketer)|টনি মানের]] ন্যায় বোলিং আক্রমণ রুখে দিয়ে একদিনেই ৩২৫ রান তোলেন।<ref>[http://www.cricketarchive.com/Archive/Scorecards/31/31293.html Scorecard]</ref> ঐ মৌসুমে ১০ খেলায় তিনি ১০৯.৮৬ গড়ে ১,৫৩৮ রান তোলেন।