অ্যান্ড্রিউ স্কট ওয়াহ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২০ নং লাইন:
 
== প্রথম জীবন ==
অ্যান্ড্রিউ স্কট ওয়াহ ১৮১০ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা জেনারেল গিলবার্ট ওয়াহ [[চেন্নাই|মাদ্রাজের]] মিলিটারি অডিটর-জেনারেল ছিলেন। এডিনবার্গ হাই স্কুল থেকে শিক্ষা সম্পন্ন করে [[অ্যাডিসকম্ব|অ্যাডিসকম্বে]] অবস্থিত [[ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি|ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির]] সেনা কলেজে শিক্ষা সম্পন্ন করেন।
 
== কর্মজীবন ==
অ্যান্ড্রিউ স্কট ওয়াহ কলেজ শিক্ষা সম্পন্ন করে ১৮৩৭ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ১৩ই ডিসেম্বর [[বেঙ্গল ইঞ্জিনিয়ার্স|বেঙ্গল ইঞ্জিনিয়ার্সের]] লেফট্যানেন্ট হিসেবে যোগদান করেন ও ১৮২৯ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ২৫শে মে ভারতে পৌছন। ১৮৩১ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ১৩ই এপ্রিল বেঙ্গল স্যাপার্স ও মাইনার্স বাহিনীতে ও ১৮৩২ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ১৭ই জুলাই [[মহান ত্রিকোণোমিতিক সর্বেক্ষণ|ভারতের মহান ত্রিকোণোমিতিক সর্বেক্ষণে]] একজন তরুণ আধিকারিক হিসেবে যোগদান করেন। পরের বছর অ্যান্ড্রিউ ও তার সহকর্মী লেফট্যানেন্ট রেনি টেইলিয়োর [[চুনার]] ও [[জব্বলপুর|জব্বলপুরের]] মধ্যবর্তী বন্যাঞ্চল জরিপের দায়িত্ব লাভ করেন। ১৮৩৪ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে ওয়াহ [[দেরাদুন]] শহরে সর্বেক্ষণের অধিকরণে যোগদান করেন, যেখানে তিনি মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের কাজে সাহায্য করেন। তিনি ১৮৩৫ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[ফতেহগড়]], ১৮৩৬ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে কেপ কোমোরিন হতে দেরাদুন পর্য্যন্ত ৪৫০ মাইল এলাকা, ১৮৩৮ ও ১৮৪১ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে বিদার অঞ্চল, ১৮৪২ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে রোহিলখণ্ড অঞ্চলে জরিপ কাজে নিযুক্ত হন। [[জর্জ এভারেস্ট]] [[ভারতের সার্ভেয়র জেনারেল]] পদ থেকে অবসর নিলে তার সুপারিশে ওয়াহ ১৮৪৩ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ১৬ই ডিসেম্বর এই পদের দায়িত্ব গ্রহণ করেন। ১৮৪৪ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ১৪ই ফেব্রুয়ারি তাকে ক্যাপ্টেন পদে উন্নীত করা হয়। এই সময় তিনি [[কলকাতা]] থেকে আঠাশ হাজার বর্গমাইল এলাকা জরিপকাজ শুরু করেন।
 
=== মাউন্ট এভারেস্টের জরিপ ===
১৮৪৭ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে তিনি হিমালয়ের পূর্বপ্রান্তে অবস্থিত [[সওয়াজপুর]] স্টেশন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন। সে সময় [[কাঞ্চনজঙ্ঘা|কাঞ্চনজঙ্ঘাকে]] [[অতীতে অণুমিত সর্বোচ্চ পর্বতশৃঙ্গের তালিকা|বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ]] হিসেবে বিবেচনা করা হত, কিন্তু তিনি [[কাঞ্চনজঙ্ঘা]] থেকে {{রূপান্তর|230|km|mi|abbr=on}}দুরত্বে অবস্থিত একটি আরো উচ্চ একটি শৃঙ্গ লক্ষ্য করেন। প্রায় একই সময়ে জন আর্মস্ট্রং নামে তার এক কর্মচারীও আরো পশ্চিম থেকে এই চূড়াটি লক্ষ্য করেন এবং একে ''peak-b'' হিসেবে অভিহিত করেন। ওয়াহ পরবর্তীকালে মন্তব্য করেন যে যদিও পর্যবেক্ষণ হতে বোঝা যাচ্ছিলো যে ''peak-b'' [[কাঞ্চনজঙ্ঘা]] অপেক্ষা উচ্চতর, তা সত্ত্বেও প্রমাণের জন্যে আরো নিকটতর স্থান হতে পর্যোবেক্ষণ প্রয়োজন ছিলো। পরের বছর তিনি এই শৃঙ্গের আরো কাছ থেকে পর্য্যবেক্ষণের জন্য [[তরাই]] অঞ্চলে একজন আধিকারিককে পাঠান, কিন্তু মেঘের কারণে জরিপকাজ চালানো সম্ভবপর হয়ে ওঠে না।<ref name=everest_bwp70>{{বই উদ্ধৃতি |শিরোনাম= Everest – The Best Writing and Pictures from Seventy Years of Human Endeavour |সম্পাদক=Peter Gillman| বছর=1993 |প্রকাশক=Little, Brown and Company|আইএসবিএন=978-0-316-90489-6 |পাতাসমূহ=10–13}}</ref>
 
১৮৪৯ সালে ওয়াহ সেখানে [[জেমস নিকলসন|জেমস নিকলসনকে]] প্রেরণ করে, যিনি {{রূপান্তর|190|km|mi|abbr=on}} দূরে অবস্থিত [[জিরোল]] থেকে দুটি পর্যবেক্ষণ লিপিবদ্ধ করেন ও পাঁচটি বিভিন্ন স্থান হতে তিরিশেরও অধিক পর্যবেক্ষণ সম্পন্ন করেন। তার খসড়া উপাত্ত হতে তিনি ''peak-b'' এর উচ্চতা নির্ণয় করেন {{রূপান্তর|9200|m|ft|abbr=on}}, কিন্তু এটি ছিল [[আলোর প্রতিসরণ]] জনিত ত্রুটি অগ্রাহ্য করে নির্ণীত উচ্চতা। তবুও এই খসড়া হিসাব থেকে বোঝা যায় যে, peak-b এর উচ্চতা [[কাঞ্চনজঙ্ঘা]] হতে বেশি। এরপর মাইকেল হেনেসি নামক ওয়াহর একজন সহকর্মী সে সময়ে পর্বতগুলিকে [[রোমান সংখ্যা|রোমান সংখ্যায়]] প্রকাশ করা আরম্ভ করেন এবং সেই রীতি অণুযায়ী peak-b এর নতুন নাম হয় peak-XV (১৫ নং শৃঙ্গ)।<ref name=everest_bwp70/>
 
১৮৫২ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[দেরাদুন]] শহরে অবস্থিত সদর-দপ্তরে বাঙালি গণিতবিদ ও পর্যবেক্ষক [[রাধানাথ শিকদার]] নিকলসনের মাপ-জোক থেকে ত্রিকোণোমিতিক গণনা করে সর্বপ্রথম নির্ণয় করেন যে, এই শৃঙ্গ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ।<ref name=BBC_mwde>{{সংবাদ উদ্ধৃতি|শিরোনাম=The man who "discovered" Everest|ইউআরএল=http://news.bbc.co.uk/2/hi/south_asia/3193576.stm|প্রকাশক=BBC News|তারিখ=20 October 2003|সংগ্রহের-তারিখ=11 April 2008|প্রথমাংশ=Soutik|শেষাংশ=Biswas}}</ref> পরবর্তী কয়েক বছর গণনাগুলিকে বার বার নিশ্চিত করবার প্রচেষ্টার কারণে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে দেরি হয়। নিকলসনের উপাত্ত নিয়ে ওয়াহ ও তার কর্মীরা পরবর্তী দুই বছর গণনা কার্য চালিয়ে যান এবং পর্যবেক্ষণস্থল থেকে শৃঙ্গের দুরত্বের কারণে [[আলোর প্রতিসরণ]], [[বায়ুমন্ডলের চাপ]] ও তাপমাত্রা তারতম্যের সমস্যাগুলির সমাধানের প্রচেষ্টা চালিয়ে যান। অবশেষে ১৮৫৬ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের মার্চ মাসে তিনি [[কলকাতা|কলকাতার]] সহকারীকে পত্র মারফত তার সিদ্ধান্ত জানান। তিনি সিদ্ধান্তে পৌছন যে, এই শৃঙ্গের উচ্চতা {{রূপান্তর|29000|ft|m|abbr=on|sigfig=5|disp=flip}} হওয়ায় এই শৃঙ্গ সম্ভবতঃ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ।<ref name=everest_bwp70/> জনসমক্ষে এই শৃঙ্গের উচ্চতা জানানো হয় {{রূপান্তর|29002|ft|m|abbr=on|sigfig=5|disp=flip}}।<ref name=tas1982>{{সাময়িকী উদ্ধৃতি|শিরোনাম=Letters to the Editor|সাময়িকী=The American Statistician|খণ্ড=36|নম্বর=1|তারিখ=February 1982|পাতাসমূহ=64–67|jstor=2684102|ডিওআই=10.1080/00031305.1982.10482782}}</ref>
 
=== মাউন্ট এভারেস্টের নামকরণ ===
৩৬ নং লাইন:
 
=== অন্যান্য জরিপ কার্য ===
১৮৪৭ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে দক্ষিণ কোঙ্কন অঞ্চল, মাদ্রাজ উপকূল, দক্ষিণ পরেশনাথ, ১৮৫১ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে কচ্ছ ও ১৮৫২ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে [[দেরাদুন]] হতে [[করাচি]] পর্য্যন্ত জরিপ কাজ তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়। ১৮৫৫ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ৩রা আগস্ট ওয়াহকে [[বেঙ্গল ইঞ্জিনিয়ার্স]] বাহিনীর [[মেজর]] পদে উন্নীত করা হয়। ১৮৫৬ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে তার তত্ত্বাবধানে সিন্ধু নদ সর্বেক্ষণ প্রকল্প শুরু হয় এবং ১৮৬০ খ্রিস্টাব্দেখ্রিষ্টাব্দে তা সম্পন্ন হয়। ১৮৫৭ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ২০ শে সেপ্টেম্বর তাকে [[লেফট্যানেন্ট কর্ণেল]] পদ প্রদান করা হয়। সেই বছর তাকে [[রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটি|রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটির]] [[স্বর্ণ পদক (রয়্যাল জিওগ্রাফিকাল সোসাইটি)|স্বর্ণ পদক]] প্রদান করা হয় ও পরের বছর তাকে এই ঐতিহ্যশালী প্রতিষ্ঠানের ফেলো হিসেবে নির্বাচিত করা হয়। ১৮৬১ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ৬ই আগস্ট তাকে [[কর্ণেল]] পদে উন্নীত করা হয়। তার কার্যকালে ভারতের ৯৪,০০০ বর্গমাইল এলাকার জরিপ কার্য সম্পূর্ণ হয়। এই বছর ১২ই মার্চ তিনি সর্বেক্ষণ থেকে অবসর গ্রহণ করেন। ১৮৬১ খ্রিস্টাব্দেরখ্রিষ্টাব্দের ৬ই আগস্ট তাকে সাম্মানিক [[মেজর জেনারেল]] পদ ও নাইট উপাধি প্রদান করা হয়।
 
==তথ্যসূত্র ==