শিরীন শারমিন চৌধুরী: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩০ নং লাইন:
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
শিরীন শারমিন চৌধুরী [[১৯৬৬]] সালের ৬ অক্টোবর [[ঢাকা|ঢাকায়]] জন্মগ্রহণ করেন।<ref>[http://archive.prothom-alo.com/detail/date/2013-05-01/news/349065 শিরীন শারমিন দেশের প্রথম নারী স্পিকার.দৈনিক প্রথম আলো]</ref> [[নোয়াখালী জেলা|নোয়াখালী জেলার]] চাটখিলের সিএসপি অফিসার ও বাংলাদেশ সরকারের সাবেক [[সচিব]] রফিকুল্লাহ চৌধুরীর কন্যা তিনি। আর মা ছিলেন [[ঢাকা কলেজ|ঢাকা কলেজের]] [[অধ্যক্ষ]] ও [[বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন|বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের]] সদস্য প্রফেসর নাইয়ার সুলতানা। তার নানা ছিলেন পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি সিকান্দার আলী। তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন ফার্মাসিউটিক্যালস কোম্পানীর পরামর্শক হিসেবে কাজ করছেন। তাঁদেরতাদের সংসারে এক পুত্র ও এক কন্যা রয়েছে।
 
শিরীন শারমিন চৌধুরী [[১৯৮৩]] সালে [[ঢাকা]] বোর্ডে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। [[১৯৮৫]] সালে এইচএসসি-তে একই বোর্ডে মানবিক বিভাগে সম্মিলিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন। [[১৯৮৯]] সালে তিনি [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে এলএলবি ও [[১৯৯০]] সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম-এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। শিরীন শারমিন চৌধুরী একজন [[কমনওয়েলথ অব নেশনস|কমনওয়েলথ]] স্কলার। [[২০০০]] সালে তিনি [[যুক্তরাজ্য|যুক্তরাজ্যের]] এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইনে পিএইচডি লাভ করেন। তার [[গবেষণা|গবেষণার]] বিষয়বস্তু ছিলো সংবিধানিক আইন ও মানবাধিকার।<ref name=autogenerated1>[http://www.mowca.gov.bd/?page_id=14 STATE MINISTER’S BIOGRAPHY « Ministry of Women and Children Affairs<!-- Bot generated title -->]</ref>