চার্লটন হেস্টন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
কর্মজীবন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৪ নং লাইন:
 
==কর্মজীবন==
হেস্টন বাইবেলীয় মহাকাব্যিক ''[[দ্য টেন কমান্ডমেন্টস (১৯৫৬-এর চলচ্চিত্র)|দ্য টেন কমান্ডমেন্টস]]'' (১৯৫৬) চলচ্চিত্রে মোজেস চরিত্রে অভিনয় করে ব্যাপক সফলতা অর্জন করেন। পরিচালক [[সেসিল বি. ডামিল]] তাকে [[মিকেলাঞ্জেলো]]র মোজেসের মূর্তি প্রতিবিম্ব হওয়ার শিক্ষা দেন।<ref>{{citeবই bookউদ্ধৃতি|last1শেষাংশ১=ওরিসন|first1প্রথমাংশ১=ক্যাথরিন|titleশিরোনাম=Written in Stone: Making Cecil B. DeMille's Epic The Ten Commandments|dateতারিখ=১৯৯৯|publisherপ্রকাশক=ভেস্টাল প্রেস|isbnআইএসবিএন=978-1461734819|pageপাতা=১৫|urlইউআরএল=https://books.google.com/books?id=ZfuBAAAAQBAJ}}</ref> ডামিল হেস্টনের তিন মাস বয়সী পুত্র ফ্র্যাজার ক্লার্ক হেস্টনকে দিয়ে বাচ্চা মোজেস চরিত্রের কাজ করান। ''দ্য টেন কমান্ডমেন্টস'' বক্স অফিসে অন্যতম সফল চলচ্চিত্র হয়ে ওঠে এবং মুদ্রাস্ফীতি সংযোজন করার পর এটি সপ্তম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। হিব্রু নবী চরিত্রে তার কাজ চলচ্চিত্র সমালোচকদের নিকট থেকে প্রশংসা অর্জন করে। এই কাজের জন্য তিনি তার প্রথম [[গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)|সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের]] মনোনয়ন লাভ করেন।
 
[[মার্লোন ব্র্যান্ডো]], [[বার্ট ল্যাঙ্কেস্টার]] ও [[রক হাডসন]] ''[[বেন-হার (১৯৫৯-এর চলচ্চিত্র)|বেন-হার]]'' (১৯৫৯) চলচ্চিত্রে নাম ভূমিকায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলে, তিনি এই চরিত্রটি গ্রহণ করেন। ছবিটি অপ্রত্যাশিতভাবে ১১টি বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করে এবং হেস্টন তার কাজের জন্য [[শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার]] অর্জন করেন। পরবর্তী কালে তিনি ২০০৩ সালে লিউ ওয়ালেসের একই উপন্যাস অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড টিভি চলচ্চিত্রে বেন-হার চরিত্রের জন্য কণ্ঠ দেন।