গ্রির গারসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎প্রারম্ভিক জীবন: সম্প্রসারণ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৮ নং লাইন:
গ্রির গারসন ১৯০৪ সালের ২৯শে সেপ্টেম্বর [[এসেক্স]]ের ইস্ট হ্যামের ম্যানর পার্কে (বর্তমান [[লন্ডন]]ের অংশ) জন্মগ্রহণ করেন।{{sfn|ট্রোয়ান|p=৮}} তার পিতা জর্জ গারসন (১৮৬৫-১৯০৬) লন্ডনের একটি আমদানীকারক প্রতিষ্ঠানে কেরানি হিসেবে কাজ করতেন{{sfn|ট্রোয়ান|p=৮}} এবং তার মাতা নিনা (ন্যান্সি সোফিয়া গ্রির, ১৮৮০-১৯৫৮)। তার পিতা লন্ডনে এক স্কটিশ পরিবারে জন্মগ্রহণ করেন, এবং তার মাতা আয়ারল্যান্ডের কাউন্টি ক্যাভানের বেল্টারবেটের নিকটস্ত ড্রুমালোরে জন্মগ্রহণ করেন।{{sfn|ট্রোয়ান|p=১০}} তার নামের অংশ "গ্রির" এসেছে অপর একটি পারিবারিক নাম "মাকগ্রেগর" থেকে।{{sfn|ট্রোয়ান|p=৯}}
 
গারসন লন্ডনের কিংস কলেজের পড়াশোনা করেন। তিনি গ্রেনবল বিশ্ববিদ্যালয় থেকে ফরাসি ভাষা ও অষ্টাদশ শতাব্দীর সাহিত্য বিষয়ে ডিগ্রি অর্জন করেন। অভিনয়ের আকাঙ্ক্ষা নিয়ে তিনি একটি একটি বিজ্ঞাপন এজেন্সিতে কোম্পানির সহকারী হিসেবে কাজ করতেন, সেখানে তার সহকর্মী ছিলেন [[জর্জ স্যান্ডার্স]]। স্যান্ডার্স তার আত্মজীবনীতে লিখেন গারসনই তাকে অভিনয় জীবন শুরু করার পরামর্শ দিয়েছিলেন।<ref>{{citeবই bookউদ্ধৃতি|authorলেখক=স্যান্ডার্স, জর্জ|authorlinkলেখক-সংযোগ=জর্জ স্যান্ডার্স|titleশিরোনাম=Memoirs of a Professional Cad|yearবছর=১৯৬০|publisherপ্রকাশক=হ্যামিশ হ্যামিলটন|pageপাতা=৫৪|ISBNআইএসবিএন= 9780810825796}}</ref>
 
==কর্মজীবন==
গারসন ১৯৪১ সালে [[জোন ক্রফোর্ড]]ের সাথে ''হোয়েন লেডিজ মিট'' চলচ্চিত্রে অভিনয় করেন, এটি কোড-পূর্ববর্তী [[অ্যান হার্ডিং]] অভিনীত একই নামের চলচ্চিত্রের পুনর্নির্মাণ। একই বছর টেকনিকালার নাট্যধর্মী ''[[ব্লুসমস ইন দ্য ডাস্ট]]'' চলচ্চিত্রে [[ওয়াল্টার পিজেয়ন]]ের বিপরীতে অভিনয় করে শীর্ষ বক্স অফিস তারকা হয়ে ওঠেন। এই কাজের জন্য তিনি তার [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের টানা পাঁচবার (১৯৪১-১৯৪৫) মনোনয়নের প্রথম মনোনয়নটি লাভ করেন, যা অভিনয়ের জন্য টানা মনোনয়নের রেকর্ডের দিক থেকে [[বেটি ডেভিস]]ের সাথে যৌথভাবে রেকর্ড সমান সংখ্যক এবং এই রেকর্ডটি এখনো বিদ্যমান।
 
তিনি ১৯৪২ সালে [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ]] মধ্যবর্তী সময়ের পটভূমিতে নির্মিত ''[[মিসেস মিনিভার]]'' (১৯৪২) চলচ্চিত্রে একজন ব্রিটিশ স্ত্রী ও মায়ের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার লাভ করেন। গিনেজ বুক বিশ্ব রেকর্ড তার পুরস্কার অর্জনের বক্তব্যকে দীর্ঘতম অস্কার গ্রহণের বক্তব্য হিসেবে ঘোষণা দেয়, যার দৈর্ঘ্য ছিল পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড,<ref>{{citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=http://www.infoplease.com/askeds/longest-oscar-acceptance-speech.html|titleশিরোনাম=The Longest Acceptance Speech|workকর্ম=ইনফোপ্লিজ|accessdateসংগ্রহের-তারিখ=২৯ সেপ্টেম্বর ২০১৯}}</ref> এরপর থেকে [[একাডেমি পুরস্কার]] পুরস্কার গ্রহনেরগ্রহণের বক্তব্যের একটি সময়সীমা নির্ধারণ করে দেয়।
 
১৯৪২ সালের তিনি [[প্রথম বিশ্বযুদ্ধ]]ের পটভূমিতে নির্মিত ''[[র‍্যান্ডম হারভেস্ট]]'' চলচ্চিত্রে [[রোনাল্ড কলম্যান]]ের চরিত্রের প্রেমিকার ভূমিকায় অভিনয় করেন। চলচ্চিত্রটি [[শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে একাডেমি পুরস্কার|শ্রেষ্ঠ চলচ্চিত্র]]সহ সাতটি বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করে।
৪০ নং লাইন:
 
==সম্মাননা ও পুরস্কার==
গারসন ১৯৯১ সালে [[ডালাস]]ের সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব আর্টস ডিগ্রি অর্জন করেন।<ref>{{Citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=https://sites.smu.edu/des/registrar/HonoraryDegrees/?a=year|titleশিরোনাম=SMU Honorary Degrees|websiteওয়েবসাইট=এসএমইউ.এডু |accessসংগ্রহের-dateতারিখ=২৯ সেপ্টেম্বর ২০১৯}}</ref>
 
১৯৯৩ সালে [[দ্বিতীয় এলিজাবেথ|রানী দ্বিতীয় এলিজাবেথ]] তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে [[অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার]]ের কমান্ডার ([[সিবিই]]) খেতাবে ভূষিত করেন।<ref>{{Citeওয়েব webউদ্ধৃতি| urlইউআরএল=https://www.encyclopedia.com/women/encyclopedias-almanacs-transcripts-and-maps/garson-greer-1904-1996| titleশিরোনাম=Garson, Greer (1904–1996)|websiteওয়েবসাইট=এনসাইক্লোপিডিয়া |accessসংগ্রহের-dateতারিখ=২৯ সেপ্টেম্বর ২০১৯}}</ref>
 
গারসন সাতবার [[শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার]]ের মনোনয়ন লাভ করেন এবং একবার এই পুরস্কার লাভ করেন।<ref name="অস্কার"/>