হানসি ক্রনিয়ে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী, বিষয়বস্তু যোগ
Marajozkee (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী, বিষয়বস্তু যোগ, অনুবাদ, তথ্যসূত্র
৪১ নং লাইন:
 
[[সেপ্টেম্বর ২৫]], [[১৯৬৯]] সালে, ক্রনিয়ের জন্ম দক্ষিণ আফ্রিকার ব্লোমফন্টেইনে হয়েছিল। তাঁর পিতা এভি ক্রনিয়ে এবং মাতা সান-মেরি ক্রনিয়ে ছিলেন। ১৯৮৭ সালে ব্লয়েমফন্টেইনের গ্রে কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং তিনি হেড বয়ও ছিলেন। তাঁর খেলোয়াড় জীবন সেই সময়তেই শুরু হয়ে গিয়েছিল, তিনি তত্কালীন অরেঞ্জ ফ্রি স্টেট প্রদেশের ক্রিকেট এবং স্কুল পর্যায়ে রাগবিতে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি তাঁর স্কুলের ক্রিকেট এবং রাগবি দলের অধিনায়কও ছিলেন। ক্রনিয়ে ফ্রি স্টেট বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। তাঁরা দুই ভাই এবং এক বোন ছিলেন, তাঁর বড় ভাই ফ্রান্স ক্রনিয়ে এবং ছোট বোন হস্টার পার্সনস ছিলেন। তাঁর পিতা ১৯৬০ এর দশকে অরেঞ্জ ফ্রি স্টেটের হয়ে ক্রিকেট খেলেছিলেন এবং তাঁর বড় ভাই ফ্রান্স প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছিলেন।
 
== খেলোয়াড়ী জীবন ==
=== প্রথম শ্রেণির ক্রিকেট ===
 
১৯৮৮ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে, ক্রনিয়ে মাত্র ১৮ বছর বয়সে ট্রান্সওয়ালের বিপক্ষে অরেঞ্জ ফ্রি স্টেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। পরের মৌসুমে তিনি নিয়মিত ক্রিকেট খেলেছিলেন, তিনি আটটি কারি কাপের ম্যাচের সাথে বেনসন এবং হেজেস সিরিজেও অংশ হয়েছিলেন এবং ফাইনালে ওপেনার হিসাবে ৭৩ রানের স্কোর তাঁর দলকে বিজয়ী হতে সাহায্য করেছিল। তবে ১৯৮৯-৯০ সালেটা, শুরু টা তাঁর ভালো ছিল না প্রত্যেকটা কারি কাপ ম্যাচ খেলেও তিনি সেঞ্চুরি করতে ব্যর্থ হয়েছিলেন এবং তার গড় ছিল মাত্র ১৯.৭৬; তবে ওয়ানডতে তার গড় ৬০.১২ ছিল। সেই মৌসুমে তিনি দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয়গুলির হয়ে মাইক গ্যাটিংয়ের রেবেলস বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি করেছিলেন।<ref>{{cite web|title=South African Universities v England XI, England XI in South Africa 1989/90|url=https://cricketarchive.com/Archive/Scorecards/52/52369.html|publisher=CricketArchive|accessdate=21 October 2010}}</ref>
 
== তথ্যসূত্র ==