নিল্‌স হেনরিক আবেল: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
0টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২ নং লাইন:
'''নিল্‌স হেনরিক আবেল''' ([[নরওয়েজীয় ভাষা|নরওয়েজীয়]]: Niels Henrik Abel) ([[আগস্ট ৫]], [[১৮০২]] - [[এপ্রিল ৬]], [[১৮২৯]]) একজন [[নরওয়ে|নরওয়েজীয়]] গণিতবিদ। তিনি [[নরওয়ে|নরওয়ের]] ফিন্ডোতে দরিদ্র এক ধর্মযাজকের কুঁড়েঘরে জন্মগ্রহণ করেন।
 
[[১৮২২]] সালে আবেল [[ক্রিস্টিয়ানিয়া বিশ্ববিদ্যালয়|ক্রিস্টিয়ানিয়া বিশ্ববিদ্যালয়ে]] যোগ দেন। কিন্তু সম্পূর্ণ নিজ উদ্যোগে গণিত অধ্যয়ন করেন। তাঁরতার অগ্রজ হোল্মবোয়ে তাঁরতার মধ্যে সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি [[বার্লিন]] ও [[প্যারিস|প‍্যারিসে]] অধ্যয়ন করেন। আ ক্রেলে-র সাথে বার্লিনে সাক্ষাৎ হয়। ক্রেলে-র কাছ থেকে তিনি প্রভূত সহায়তা পান ও তাঁরতার সাথে মিলে ''Journal für die Reine und Angewandte Mathematik'' নামের গবেষণা পত্রিকা প্রতিষ্ঠা করেন। প্যারিসে থাকাকালীন অবস্থায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দিলেও সে অনুযায়ী সুনাম পাননি। ১৮২৭-এর মে-তে নরওয়েতে ফিরে আসেন। স্বদেশে ফিরে তিনি কোন চাকরি পাননি, তাই দরিদ্রতার সাথে যুদ্ধ করেই গবেষণা চালিয়ে যান। ২৬ বছর বয়সে [[যক্ষ্মা|যক্ষ্মায়]] আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেন। বার্লিন থেকে তাঁরতার কাছে অধ্যাপনার চাকুরির নিয়োগপত্র আসে, কিন্তু তার কিছুদিন আগেই তিনি মারা যান।
 
আবেলের গবেষণার বিখ্যাত ফলাফলগুলো নিম্নরূপ:
১২ নং লাইন:
* আবেলের উপপাদ্য
 
বীজগণিত ও গাণিতিক বিশ্লেষণ নিয়ে আবেলের কাজ ছিল সুপাঠ্য এবং তাঁরতার সময়কার সর্বোচ্চ মানের গাণিতিক গবেষণা হিসেবে পরিগণিত।
 
== বহিঃসংযোগ ==