উইকিপিডিয়া:প্রশাসক হওয়ার আবেদন/Masum Ibn Musa: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা উচ্চতর মোবাইল সম্পাদনা
৭৮ নং লাইন:
# {{বিরোধীতা}}। মাসুম ভাই দীর্ঘদিন ধরে মানসম্মত সম্পাদনার জন্য পরিচিত। সম্পাদনার দক্ষতা কিংবা মানগত বিষয়টি সন্দেহের উর্ধ্বে। কিন্তু প্রশাসকত্বের মধ্যে স্পর্শকাতর বেশকিছু সরঞ্জাম এবং নীতিমালা অত্যন্ত সাবধানতার সাথে ব্যবহার করা প্রয়োজন হয়। নাহিদ ভাইয়ের ব্যাখ্যায় বিষয়গুলো উঠে এসেছে, যার মাধ্যমে প্রমাণিত হয় এদিক দিয়ে এখনো মাসুম ভাইয়ের বেশ ঘাটতি রয়েছে। বেশকিছু প্রশ্নবিদ্ধতার সমাধান এখনো হয়নি। প্রশাসক হওয়ার পূর্বে এ বিষয়ে সম্পূর্ণ পরিচ্ছন্ন সমাধান অত্যাবশ্যক। এমতাবস্থায় প্রশাসকত্বের জন্য মাসুম ভাইয়ের তৈরি নয় বলে আমি মনে করি। দুঃখিত, আমি এ প্রস্তাবে বিরোধীতা জ্ঞাপন করছি। - [[ব্যবহারকারী:ANKAN|অংকন ]] ([[ব্যবহারকারী আলাপ:ANKAN|আলাপ]]) ১৪:০৫, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
# {{বিরোধিতা}}, ইদানিং বাংলা উইকিপিডিয়ার পরিবর্তে উইকিউপাত্ত আর উইকিসংকলনে সময় দিই বলে এই আবেদন আমার নজরে ছিল না, কিন্তু গতকাল আবেদনকারী নিজেই একটি সোশ্যাল মিডিয়ার চ্যাটে আমাকে এই লিঙ্ক পাঠালে আবেদনটি সম্বন্ধে অবগত হই। যদিও উনি আমাকে সমর্থন বা বিরোধিতা বা মতপ্রদানের জন্য কোন অনুরোধ করেননি, কিন্তু ওপরে যারা সমর্থন করেছেন তাঁদের মধ্যে [[ব্যবহারকারী:Engr Read Hossain]] [https://bn.wikipedia.org/w/index.php?limit=50&title=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%3A%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8&target=Engr+Read+Hossain&namespace=&tagfilter=&start=&end= ২৭ সেপ্টেম্বর ২০১৭] এর পর এবং [[ব্যবহারকারী:Tmsayfullah]] [https://bn.wikipedia.org/w/index.php?limit=50&title=%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7%3A%E0%A6%85%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8&target=Tmsayfullah&namespace=&tagfilter=&start=&end= ১লা মে, ২০১৮] এর পর এই আবেদনে সমর্থন করার জন্য হঠাৎ সক্রিয় হয়েছেন। এ থেকে বোঝা যায়, আবেদনকারী আমার মত অনেকের সঙ্গেই যোগাযোগ করে এই লিঙ্ক পাঠিয়েছেন, যা [[:en:WP:Canvassing|ক্যানভাসিং]] ছাড়া কিছু হতে পারে না। এছাড়া আবেদনকারী সকপাপেট্রির দায়ে ইংরেজি উইকিপিডিয়াতে অভিযুক্ত ও অসীম সময়ের জন্য বাধাদানপ্রাপ্ত। এমতাবস্থায় এই দুটি অত্যন্ত গুরুতর ব্যাপারকে লক্ষ্য করে, বাংলা উইকিপিডিয়ার প্রশাসকত্ব টুল ব্যবহাররের জন্য ওনার আবেদনকে বিরোধিতা করতে বাধ্য হচ্ছি। -- [[ব্যবহারকারী:Bodhisattwa|বোধিসত্ত্ব]] ([[ব্যবহারকারী আলাপ:Bodhisattwa|আলাপ]]) ১৪:২৬, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
# {{বিরোধীতা}} মাসুম ভাইয়ের প্রশাসক হওয়ার আবেদন নজরে আসার পর আমি খুশি হয়েছিলাম। আরও একজন ভালো উইকিপিডিয়ান প্রশাসক হবেন, এই ভেবে। কিন্তু নাহিদ সুলতান, বোধিসত্ব, জনি ইত্যাদি ভাইদের আলোচনা পড়ার পর নতুন ভাবে চিন্তার খোরাক সামনে এলো। তার বিরুদ্ধে আনীত অভিযোগ এবং সেসবের জবাব দেওয়া দেখে মাসুম ভাইয়ের প্রশাসকত্বের প্রতি ঋণাত্মক ধারণা প্রবল হয়েছে। মাসুম ভাই অনেক ভালো একজন উইকিপিডিয়ান। বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করতে প্রশাসক না হয়েও পূর্বের বেগবান কার্যক্রম আরও ত্বরান্বিত হবে আশা করছি। [[ব্যবহারকারী:Mmrsafy|Mmrsafy]] ([[ব্যবহারকারী আলাপ:Mmrsafy|আলাপ]]) ১৫:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)
 
==== নিরপেক্ষ ====