হার্বার্ট সাটক্লিফ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারিত রূপ!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৫ নং লাইন:
}}
 
'''হার্বার্ট সাটক্লিফ''' ({{lang-en|Herbert Sutcliffe}}; [[জন্ম]]: [[২৪ নভেম্বর]], [[১৮৯৪]] - [[মৃত্যু]]: [[২২ জানুয়ারি]], [[১৯৭৮]]) ইয়র্কশায়ারের সামারব্রিজ এলাকায় জন্মগ্রহণকারী পেশাদার ও বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক [[ক্রিকেট|ক্রিকেটার]] ছিলেন। [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলে]] ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যানরূপে মাঠে নামতেন। তাঁকেতাকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফলতম ব্যাটসম্যান হিসেবে চিত্রিত করা হয়ে থাকে।<ref name="wisden">{{ওয়েব উদ্ধৃতি| শিরোনাম= ''Wisden'' 1949 - Don Tallon |ইউআরএল=http://content-www.cricinfo.com/ci/content/story/154630.html| বছর= 1949 |সংগ্রহের-তারিখ=2007-05-31| প্রকাশক=[[Wisden]]}}</ref> এছাড়াও, প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে [[ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব|ইয়র্কশায়ারের]] প্রতিনিধিত্ব করেন।
 
== প্রারম্ভিক জীবন ==
গ্যাবলগেটের সামারব্রিজে হার্বার্ট সাটক্লিফের জন্ম হয়। উইলি ও জেন সাটক্লিফ তাঁরতার বাবা-মা। তাঁদের তিন পুত্র সন্তানের মধ্যে সাটক্লিফের অবস্থান ছিল দ্বিতীয়। অন্য দুই ভাই হচ্ছেন আর্থার ও বব। উইলি সাটক্লিফ ড্যাক্রে ব্যাংকের কাছে এক কড়াতকলে কাজ করতেন। তিনি ক্লাব ক্রিকেটার ছিলেন।<ref name="Hill14">Hill, p.14.</ref>
 
[[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] অংশগ্রহণের শুরুর দিকে তিনি সফলতম ব্যবসায়ী ছিলেন। পেশাদার খেলোয়াড় হিসেবে অর্থ উপার্জনের দিকে ধাবিত হন ও লিডসে একটি ক্রীড়াসামগ্রী বিক্রয়ের লক্ষ্যে দোকান প্রতিষ্ঠা করেন। ১৯২৩ সাল থেকে তাঁরতার ইয়র্কশায়ারীয় দলীয় সঙ্গী [[জর্জ ম্যাকাউলি|জর্জ ম্যাকাউলিকে]] সাথে নিয়ে লিডস ও ওয়াকফিল্ডে ক্রিকেটের সাজ-সরঞ্জামের প্রতিষ্ঠান পরিচালনা করতে থাকেন। ব্যবসা প্রতিষ্ঠা দাড় করাতে ম্যাকাউলি তাঁরতার মায়ের কাছ থেকে £২৫০ পাউন্ড-স্টার্লিং কর্জ করেন। ১৯২৪-২৫ মৌসুমে ঐ প্রতিষ্ঠানটি লিমিটেড কোম্পানীতে রূপান্তরিত হয় ও সাটক্লিফ এর অন্যতম পরিচালক হন।<ref name="Macaulay testimony">{{সংবাদ উদ্ধৃতি | ইউআরএল = http://www.britishnewspaperarchive.co.uk/viewer/bl/0000687/19370113/069/0003
|শিরোনাম = Former County Cricketer: Leeds Bankruptcy Court Examination | সংবাদপত্র = Yorkshire Post and Leeds Intelligencier | অবস্থান = Leeds | পাতা = 3 | তারিখ = 13 January 1937| সংগ্রহের-তারিখ =30 September 2014}} {{subscription required}}</ref><ref name=Hill77/> সাটক্লিফের আত্মজীবনীকার অ্যালেন হিলের অভিমত, জর্জ ম্যাকাউলি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলন। এক বছর পরই প্রতিষ্ঠানের সাথে সম্পর্কচ্ছেদ ঘটান। তবে, হার্বার্ট সাটক্লিফ ঠিকই সফলতার মুখ দেখেন।<ref name=Hill77>Hill, pp. 77–78.</ref> পদত্যাগকালীন ম্যাকাউলি £৯০০ পাউন্ড-স্টার্লিং লাভ করেন।<ref name="Macaulay testimony"/>
 
== কাউন্টি ক্রিকেট ==
১৯৪৫ সালে একটি খেলা বাদে তাঁরতার প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন দুই বিশ্বযুদ্ধের মাঝে সীমাবদ্ধ ছিল। ১৯১৯ সালে [[প্রথম বিশ্বযুদ্ধ]] শেষ হবার পরই তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেন। [[দ্বিতীয় বিশ্বযুদ্ধ|দ্বিতীয় বিশ্বযুদ্ধের]] কারণে আগস্ট, ১৯৩৯ সালে সামরিক বাহিনীতে যোগ দেন। ফলে তাঁরতার ক্রিকেট জীবন কার্যতঃ শেষ হয়ে যায়। ক্রিকেট খেলার প্রতি গভীর মনোযোগ, স্থিরতা, দক্ষতার কারণে দলে তিনি অমূল্য রত্ন হিসেবে চিহ্নিত হন। এছাড়াও তিনি বেশ বাজে উইকেটেও ব্যাটিং করে খ্যাতি অর্জন করেন। ইয়র্কশায়ার দলের পক্ষে [[পার্সি হোমস|পার্সি হোমসের]] সাথে ও তাঁরতার খেলোয়াড়ী জীবনের শেষদিকে তরুণ [[লেন হাটন|লেন হাটনের]] সাথে জুটি গড়ে সুনাম কুড়িয়েছেন। দলে থাকাকালীন তাঁরতার দল বারোবার কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে।
 
১৯২৩ মৌসুমে ছয়জন ব্যাটসম্যানের একজন হিসেবে দলের পক্ষে সহস্রাধিক প্রথম-শ্রেণীর রান সংগ্রহ করেছিলেন। অন্যরা হচ্ছেন - [[মরিস লেল্যান্ড]], [[পার্সি হোমস]], [[রয় কিলনার]], [[উইলফ্রেড রোডস]] ও এডগার ওল্ডরড।<ref name=W326>Woodhouse (1989), p. 326.</ref> ১৯২২ থেকে ১৯২৫ সময়কালে ইয়র্কশায়ার দল উপর্যুপরী চার মৌসুমে [[আনুষ্ঠানিক কাউন্টি চ্যাম্পিয়নশীপ বিজয়ী দলের তালিকা|কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ে]] সক্ষমতা দেখিয়েছিল।
 
== খেলোয়াড়ী জীবন ==
১৪ জুন, ১৯২৪ তারিখ শনিবার তাঁরতার টেস্ট অভিষেক ঘটে। এজবাস্টনে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকার]] বিপক্ষে [[জ্যাক হবস|জ্যাক হবসকে]] সাথে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করে। খেলায় তাঁরাতারা প্রথম শতরানের জুটি (১৩৬) গড়েন যাতে সাটক্লিফের অংশগ্রহণ ছিল ৬৪ রান।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.cricketarchive.com/Archive/Scorecards/11/11156.html |প্রকাশক=CricketArchive |শিরোনাম=First Test 1924 |সংগ্রহের-তারিখ=12 June 2010}}</ref> লর্ডসের দ্বিতীয় টেস্টে তাঁরাতারা ২৬৮ রান তোলেন। ১২২ রান করে সাটক্লিফ তাঁরতার প্রথম টেস্ট [[শতক (ক্রিকেট)|সেঞ্চুরি]] করেন। হবস করেন ২১১ রান। খেলায় ইংল্যান্ড পুণরায় ইনিংস ব্যবধানে জয়ী হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.cricketarchive.com/Archive/Scorecards/11/11198.html |প্রকাশক=CricketArchive |শিরোনাম=Second Test 1924 |সংগ্রহের-তারিখ=12 June 2010}}</ref> সিরিজে তিনি ৭৫.৭৫ গড়ে ৩০৩ রান তোলেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.cricketarchive.com/Archive/Events/ENG/South_Africa_in_British_Isles_1924/t_England_Batting.html |প্রকাশক=CricketArchive |শিরোনাম=England Test batting records 1924 |সংগ্রহের-তারিখ=11 June 2010}}</ref> জুলাইয়ের প্রথমার্ধ্বে [[আর্থার জিলিগান|আর্থার জিলিগানের]] নেতৃত্বে ১৯২৪-২৫ মৌসুমে [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া]] সফর করেন। শুরুতে সফরে যেতে অস্বীকার করেন। পরবর্তীতে তাঁরতার স্ত্রীও সাথে যাবেন এ শর্তে মন পরিবর্তন করেন। সাটক্লিফের জন্য এ সফরটি বেশ গুরুত্বপূর্ণ ছিল। ক্রিকেটের উঁচু স্তর হিসেবে টেস্টে হবসের সাথে অবশ্যম্ভাবী জুটি গড়ে নিজেকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে তৈরি করেন।
 
১৯২৪ থেকে ১৯৩০ সালের মধ্যে জ্যাক হবসের সাথে উদ্বোধনী জুটিতে স্মরণীয় সাফল্য লাভ করেন।<ref>Birley, p.226.</ref> এ সময়কালে তাঁদের জুটি ক্রিকেট ইতিহাসে সর্বাপেক্ষা সফলতম জুটি হিসেবে স্বীকৃতি পায়। তাঁদের মধ্যকার প্রথম দুই টেস্টে যথাক্রমে ১৩৬ ও ২৬৮ এর পর থেকে শুরু হয়। এ দু’জন ইংল্যান্ডের পক্ষে ১৫টি শতরানের জুটি গড়েন। তন্মধ্যে ১১টিই অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়াও তাঁরাতারা প্রথম-শ্রেণীর ক্রিকেটে আরও ১১টি শতরানের জুটি গড়েছিলেন।<ref>Hill, pp.211–214.</ref> সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি ৫৪টি টেস্টে অংশগ্রহণ করেন। এ সময় তিনি তিনবার অস্ট্রেলিয়া সফর করেন ও প্রভূতঃ সফলতা পান। তন্মধ্যে, ১৯৩২-৩৩ মৌসুমে বিতর্কিত [[বডিলাইন]] সিরিজে তিনি সর্বশেষ সফর করেন। [[ডগলাস জারদিন|ডগলাস জারদিনের]] বোলিংয়ে তিনি ব্যাপক সমর্থন যোগান। কিন্তু তাঁরতার নিকটতম বন্ধুরা তা অস্বীকার করেন ও সাটক্লিফ বডিলাইনকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যয়িত করেছেন বলে জানান।
 
দলীয় [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কের]] সাথে চমৎকার সম্পর্ক বজায় রাখেন ও দলের ফলাফলে তিনিও সম্পৃক্ত ছিলেন। পরিসংখ্যানগতভাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফলতম ব্যাটসম্যান ছিলেন। এপ্রিল, ২০১৫ সাল পর্যন্ত কমপক্ষে ১০ ইনিংস সম্পন্নকারী টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ব্যাটিং গড়ে যে-কোন ইংরেজ ক্রিকেটারের তুলনায় শীর্ষস্থানে অবস্থান করছেন ও বৈশ্বিকভাবে ৬ষ্ঠ স্থানে রয়েছেন।
৮৭ নং লাইন:
== অবসর ==
{{টেস্ট ক্রিকেট ব্যাটিং গড়}}
১৯৫৯ থেকে ১৯৬১ সালের মধ্যে টেস্ট দল নির্বাচক ছিলেন। এ সময়ে ইংল্যান্ড দল ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজদেশে খেলে।<ref>Hill, pp.187–188.</ref> অবসর পরবর্তীকালে ক্রিকেটের প্রতি দুর্নিবার আকর্ষণ ছিল তাঁর।তার। ১৯৭৭ সালে সর্বশেষ জনসমক্ষে হুইলচেয়ারে তাঁকেতাকে দেখা যায়। সাটক্লিফ ও হাটনের পর তৃতীয় ইয়র্কশায়ার ব্যাটসম্যান হিসেবে [[জিওফ্রে বয়কট|জিওফ বয়কট]] প্রথম-শ্রেণীর ক্রিকেটে শততম সেঞ্চুরি করার পর তাঁদেরকে ছবি নেয়া হয়।<ref>Hill, p.192.</ref> এর কয়েকমাস পরই তাঁরতার দেহাবসান ঘটে।
 
== অর্জনসমূহ ==
টেস্ট ক্রিকেটে সাটক্লিফের রেকর্ড অত্যন্ত চমৎকার। তাঁরতার পরিসংখ্যানগত রেকর্ড কেবলমাত্র [[ডোনাল্ড ব্র্যাডম্যান|ডন ব্র্যাডম্যানের]] সাথেই তুলনা করা যায়। পুরো টেস্ট জীবনে তাঁরতার ব্যাটিং গড় কখনো ৬০-এর নিচে যায়নি। [[জাভেদ মিয়াঁদাদ|জাভেদ মিয়াঁদাদের]] ক্ষেত্রেও ৫০-এর নিচে যায়নি।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://www.howstat.com.au/cricket/Statistics/Batting/BattingAverages2.asp |প্রকাশক=Howstat |শিরোনাম=Players Batting 30 Innings with Average Never Less Than 40.00 |সংগ্রহের-তারিখ=7 June 2008}}</ref> টেস্টে নিজস্ব দ্বাদশ ইনিংসে দ্রুততম সহস্র রান করেন। পরবর্তীতে [[এভারটন উইকস]] তাঁরতার সমকক্ষ হন।<ref>http://stats.espncricinfo.com/ci/content/records/283173.html</ref>
 
== সম্মাননা ==
খেলোয়াড়ী জীবন শেষে ২১ বছর ইয়র্কশায়ারের ক্লাব কমিটিতে জড়িত ছিলেন। এছাড়াও ইংল্যান্ডের টেস্ট দল [[ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড|নির্বাচকমণ্ডলীর সদস্যরূপে]] তিন বছর দায়িত্ব পালন করেন। ইয়র্কশায়ারের অনুশীলনী মাঠ হিসেবে হেডিংলিতে তাঁরতার স্মরণে কয়েকটি ফটকের নামকরণ হয়। ৩০ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে [[আইসিসি ক্রিকেট হল অব ফেম|আইসিসি ক্রিকেট হল অব ফেমে]] তাঁকেওতাকেও অন্তর্ভুক্ত করা হয়।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://icc-cricket.yahoo.net/events_and_awards/hall_of_fame/bio.php?code=HOF_HERBERT_SUTCLIFFE |প্রকাশক=ICC |শিরোনাম=Hall of Fame – Herbert Sutcliffe |সংগ্রহের-তারিখ=5 June 2010 |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20091125064219/http://icc-cricket.yahoo.net/events_and_awards/hall_of_fame/bio.php?code=HOF_HERBERT_SUTCLIFFE |আর্কাইভের-তারিখ=২৫ নভেম্বর ২০০৯ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> ১৯১৯ সালের কাউন্টি ক্রিকেটে চমকপ্রদ সাফল্য লাভের প্রেক্ষিতে পার্সি হোমস ও হার্বার্ট সাটক্লিফকে ১৯২০ সালে উইজডেন কর্তৃক [[উইজডেন বর্ষসেরা ক্রিকেটার|বর্ষসেরা ক্রিকেটার]] হিসেবে মনোনীত হন।<ref>{{ওয়েব উদ্ধৃতি |ইউআরএল=http://cricketarchive.com/Archive/Players/Overall/Wisden_Cricketers_of_the_Year.html |প্রকাশক=CricketArchive |শিরোনাম=Wisden Cricketers of the Year |সংগ্রহের-তারিখ=12 June 2010}}</ref> ১৯৪৯ সালে [[মেরিলেবোন ক্রিকেট ক্লাব|এমসিসি’র]] সম্মানসূচক সদস্যরূপে মনোনীত হন তিনি। ইংরেজ পেশাদারদের সংগঠনে [[জর্জ হার্স্ট]], [[উইলফ্রেড রোডস]] ও [[জ্যাক হবস|জ্যাক হবসের]] সাথে তিনিও নির্বাচক মনোনীত হন।<ref name="Hill186">Hill, p.186.</ref> ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে ইয়র্কশায়ার কর্তৃপক্ষ তাঁকেতাকে ক্লাবের আজীবন সদস্যরূপে মনোনীত করে। জুলাই, ১৯৬৫ সালে হেডিংলি মাঠে ক্লাবের সভাপতি ও তাঁরতার সাবেক অধিনায়ক স্যার উইলিয়াম ওরস্লে আনুষ্ঠানিকভাবে সাটক্লিফ গেট উদ্বোধন করেন।<ref>Hill, p.190.</ref>
 
== তথ্যসূত্র ==