পাবলো নেরুদা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১৫ নং লাইন:
}}
 
''পাবলো নেরুদা'' (১২ জুলাই, ১৯০৪ – ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩) ছিলেন [[চিলি]]য়ান কবি ও রাজনীতিবিদ। তাঁরতার প্রকৃত নাম ছিল '''নেফতালি রিকার্দো রেয়েস বাসোয়ালতো'''। পাবলো নেরুদা প্রথমে তাঁরতার ছদ্মনাম হলেও পরে নামটি আইনি বৈধতা পায়। কৈশোরে তিনি এই ছদ্মনামটি গ্রহণ করেন। ছদ্মনাম গ্রহণের পশ্চাতে দুটি কারণ ছিল। প্রথমত, ছদ্মনাম গ্রহণ ছিল সে যুগের জনপ্রিয় রীতি; দ্বিতীয়ত, এই নামের আড়ালে তিনি তাঁরতার কবিতাগুলি নিজের পিতার কাছ থেকে লুকিয়ে রাখতেন। তাঁরতার পিতা ছিলেন কঠোর মনোভাবাপন্ন ব্যক্তি। তিনি চাইতেন তাঁরতার পুত্র কোনো "ব্যবহারিক" পেশা গ্রহণ করুক। নেরুদা নামটির উৎস [[চেক জাতি|চেক]] লেখক [[জান নেরুদা]] এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস হলেন [[পল ভারলেইন]]। পাবলো নেরুদাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী লেখক মনে করা হয়। তাঁরতার রচনা অনূদিত হয়েছে একাধিক ভাষায়।
 
নেরুদার সাহিত্যকর্মে বিভিন্ন প্রকাশ শৈলী ও ধারার সমাবেশ ঘটেছে। একদিকে তিনি যেমন লিখেছেন ''[[টোয়েন্টি পোয়েমস অফ লাভ অ্যান্ড আ সং অফ ডেসপায়ার]]''-এর মতো কামোদ্দীপনামূলক কবিতা সংকলন, তেমনই রচনা করেছেন [[পরাবাস্তববাদ|পরাবাস্তববাদী]] কবিতা, ঐতিহাসিক মহাকাব্য, এমনকি প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহারও। ১৯৭১ সালে নেরুদাকে [[সাহিত্যে নোবেল পুরস্কার|সাহিত্যে নোবেল পুরস্কারে]] ভূষিত করা হয়। তাঁরতার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাঁকেতাকে এই পুরস্কার প্রদান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। [[কলম্বিয়ান জাতি|কলম্বিয়ান]] ঔপন্যাসিক [[গাব্রিয়েল গার্সিয়া মার্কেস]] একদা নেরুদাকে "বিংশ শতাব্দীর সকল ভাষার শ্রেষ্ঠ কবি" বলে বর্ণনা করেন।<ref>[http://www.npr.org/templates/story/story.php?storyId=3319014 A Reading in Honor of Pablo Neruda's Centennial : NPR<!-- Bot generated title -->]</ref>
 
১৯৪৫ সালের ১৫ জুলাই, [[ব্রাজিল|ব্রাজিলের]] [[সাও পাওলো]]র [[পাকিম্বু স্টেডিয়াম|পাকিম্বু স্টেডিয়ামে]] কমিউনিস্ট বিপ্লবী নেতা [[লুইস কার্লোস প্রেস্টেস|লুইস কার্লোস প্রেস্টেসের]] সম্মানে ১০০,০০০ লোকের সামনে ভাষণ দেন নেরুদা।<ref>[http://www.neruda.uchile.cl/cronologia/cronologia6.htm Neruda | La vida del poeta | Cronología | 1944–1953], Fundación Neruda, University of Chile. Accessed online 29 December 2006.</ref> নোবেল পুরস্কার গ্রহণ করার পর চিলিতে ফিরলে [[সালভাদর আলেন্দে]] [[এস্ত্যাদিও ন্যাশোনাল দে চিলি|এস্ত্যাদিও ন্যাশোনালে]] ৭০,০০০ লোকের সামনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।<ref>{{বই উদ্ধৃতি
৩৫ নং লাইন:
</ref>
 
জীবদ্দশায় নেরুদা একাধিক কূটনৈতিক পদে বৃত হয়েছিলেন। একসময় তিনি চিলিয়ান কমিউনিস্ট পার্টির সেনেটর হিসেবেও কার্যভার সামলেছেন। কনজারভেটিভ চিলিয়ান রাষ্ট্রপতি [[গ্যাব্রিয়েল গঞ্জালেস ভিদেলা|গঞ্জালেস ভিদেলা]] চিলি থেকে কমিউনিজমকে উচ্ছেদ করার পর নেরুদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে তাঁরতার বন্ধুরা তাঁকেতাকে চিলির বন্দর [[ভালপারাইসো]]র একটি বাড়ির বেসমেন্টে কয়েক মাসের জন্য লুকিয়ে রাখেন। পরে গ্রেফতারি এড়িয়ে [[মাইহু হ্রদ|মাইহু হ্রদের]] পার্বত্য গিরিপথ ধরে তিনি পালিয়ে যান আর্জেন্টিনায়। কয়েক বছর পরে নেরুদা [[সমাজতন্ত্র|সমাজতন্ত্রী]] রাষ্ট্রপতি [[সালভাদর আলেন্দে]]র এক ঘনিষ্ঠ সহকারীতে পরিণত হন।
 
চিলিতে [[অগাস্তো পিনোচেট|অগাস্তো পিনোচেটের]] নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময়েই ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা। তিন দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।তার। জীবন্ত কিংবদন্তি নেরুদার মৃত্যুতে স্বাভাবিকভাবেই সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পিনোচেট নেরুদার অন্ত্যেষ্টিক্রিয়াকে জনসমক্ষে অনুষ্ঠিত করার অনুমতি দেননি। যদিও হাজারে হাজারে শোকাহত চিলিয়ান সেদিন কার্ফ্যু ভেঙে পথে ভিড় জমান। পাবলো নেরুদার অন্ত্যেষ্টি পরিণত হয় চিলির সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে প্রথম গণপ্রতিবাদে।
 
== আরও পড়ুন ==