বারি মেয়ার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬৬ নং লাইন:
ব্রিস্টল রোভার্সের পক্ষে ফুটবল খেলেন। ১৩৯ খেলায় অংশ নিয়ে ৬০ গোল করেছিলেন তিনি। এছাড়াও তিনি প্লাইমাউথ আর্জিল, নিউপোর্ট কাউন্টি, ব্রিস্টল সিটি ও হেয়ারফোর্ড ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেন।
 
গ্রীষ্মে গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের গ্রাউন্ডস্টাফ হিসেবে কাজ করেছেন। ১৯৫৭ থেকে ১৯৭১ সময়কালে ৪০৬টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে উইকেট-রক্ষণে থেকে ৭০৭টি ক্যাচসহ ১১৯টি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে সম্পৃক্ত্ করেন। কিন্তু তুলনামূলকভাবে ব্যাটিংয়ে তাঁরতার অংশগ্রহণ বেশ দূর্বলমানের ছিল। ১৪.১৯ ব্যাটিং গড়ে রান তুলেছেন তিনি। তন্মধ্যে তাঁরতার সর্বোচ্চ সংগ্রহ ছিল ৬৩।
 
ফুটবল ও [[ক্রিকেট]] খেলা থেকে অবসর নেয়ার পর ক্রিকেট আম্পায়ার হিসেবে নিজেকে জড়িত রাখেন। ১৯৭৮ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইংল্যান্ডে ২৬ টেস্ট পরিচালনা করেছেন তিনি। তন্মধ্যে, হেডিংলিতে ১৯৮১ মৌসুমের অ্যাশেজ টেস্টও পরিচালনা করেন। এছাড়াও ১৯৭৭ থেকে ১৯৯৩ মেয়াদে একদিনের আন্তর্জাতিকে ২৩ খেলায় অংশ নেন। তন্মধ্যে, লর্ডসে অনুষ্ঠিত ১৯৭৯ ও ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা দু’টো বিখ্যাত আম্পায়ার [[ডিকি বার্ড|ডিকি বার্ডের]] সাথে সফলতার সাথে পরিচালনা করেন।<ref name="Cricinfo">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.espncricinfo.com/england/content/player/17140.html |শিরোনাম=Barrie Meyer |সংগ্রহের-তারিখ=16 May 2014 |কর্ম=ESPN Cricinfo}}</ref>
 
২০০৬ সালে অ্যান্ড্রু হিগনেলের সাথে যৌথভাবে আত্মজীবনীমূলক গ্রন্থ গেটিং ইট রাইট প্রকাশ করেন। তাঁরতার সন্তান আর্দ্রিয়ানও ফুটবলার ছিলেন। ৮৩ বছর বয়সে ২০১৫ সালে তাঁরতার দেহাবসান ঘটে।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.bristolpost.co.uk/Bristol-City-Bristol-Rovers-footballer/story-27795376-detail/story.html|শিরোনাম=Former Bristol City and Bristol Rovers footballer and Gloucestershire cricketer Barrie Meyer dies|কর্ম=Bristol Post|সংগ্রহের-তারিখ=১৬ সেপ্টেম্বর ২০১৫|আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20150916033426/http://www.bristolpost.co.uk/Bristol-City-Bristol-Rovers-footballer/story-27795376-detail/story.html|আর্কাইভের-তারিখ=১৬ সেপ্টেম্বর ২০১৫|অকার্যকর-ইউআরএল=হ্যাঁ}}</ref>
 
== তথ্যসূত্র ==