অ
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
'''কলিন অ্যান্ড্রু ফার্থ''', [[সিবিই]] ({{lang-en|Colin Andrew Firth}}; জন্ম: [[১০ সেপ্টেম্বর]] [[১৯৬০]]) হলেন একজন ইংরেজ-ইতালীয় অভিনেতা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একটি [[একাডেমি পুরস্কার]], একটি [[গোল্ডেন গ্লোব পুরস্কার]], দুটি [[বাফটা পুরস্কার]], তিনটি [[স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার]] এবং [[ভেনিস চলচ্চিত্র উৎসব]] হতে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একটি ভল্পি কাপ জয় করেন।
১৯৮০-এর দশকের শেষের দিকে অভিনয় শুরু করলেও তিনি ১৯৯৫ সালে [[জেন অস্টেন]]ের ''[[প্রাইড অ্যান্ড প্রেজুডিস]]'' অবলম্বনে নির্মিত একই নামের টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে প্রথম পরিচিতি লাভ করেন। তিনি পরবর্তীতে ''[[দি ইংলিশ পেশন্ট]]'', ''[[ব্রিজেট জোন্স্স ডায়েরি (চলচ্চিত্র)|ব্রিজেট জোন্স্স ডায়েরি]]'', ''[[শেকসপিয়ার ইন লাভ]]'' ও ''লাভ অ্যাকচুয়ালি'' চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। ''ব্রিজেট জোন্স্স ডায়েরি'' ছবিতে অভিনয়ের জন্য তিনি
তিনি ''[[টিঙ্কার টেইলর সোলজার স্পাই (চলচ্চিত্র)|টিঙ্কার টেইলর সোলজার স্পাই]]'' (২০১১), এবং ''[[কিংসম্যান: দ্য সিক্রেট সার্ভিস]]'' (২০১৪) ও এর অনুবর্তী পর্ব ''[[কিংসম্যান: দ্য গোল্ডেন সার্কেল]]'' (২০১৭) চলচ্চিত্রে হ্যারি হার্ট চরিত্রে অভিনয় করেন।
|