দ্বিতীয় মার্গরেটে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩৭ নং লাইন:
}}
{{Danish Royal Family}}
'''ডেনমার্কের দ্বিতীয় মার্গারেথ''' ({{lang-da|Margrethe Alexandrine Þórhildur Ingrid}}; [[জন্ম]]: [[১৬ এপ্রিল]], [[১৯৪০]]) [[রাণী]] হিসেবে [[ডেনমার্ক|ডেনমার্কের]] বর্তমান [[ডেনিশ শাসনকর্তাদের তালিকা|রাষ্ট্রপ্রধানের]] দায়িত্ব পালন করছেন। তবে তাঁরতার নামকে খুব কমই ইংরেজি বাগধারামাফিক ''দ্বিতীয় মার্গারেট'' নামে ডাকা হয়। তিনি রাজা [[নবম ফ্রেদেরিক]] ও [[সুইডেনের ইনগ্রিদ|সুইডেনের ইনগ্রিদের]] জ্যেষ্ঠা কন্যা। ১৪ জানুয়ারি, ১৯৭২ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর তিনি ক্ষমতায় আরোহণ করেন। এরফলে তিনি ১৩৭৫-১৪১২ সময়কালে [[স্ক্যান্ডিনেভিয়া|স্ক্যান্ডিনেভিয়ার]] দেশের কালমার ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত [[প্রথম মার্গারেথ|প্রথম মার্গারেথের]] পর ডেনমার্ক সাম্রাজ্যের প্রথম নারী হিসেবে পরিচিত পান।
 
== প্রারম্ভিক জীবন ==
ডেনমার্কের [[অ্যামালিয়েনবর্গ প্যালেস|অ্যামালিয়েনবর্গ প্যালেসে]] প্রিন্সেস মার্গারেথ জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের প্রথম সন্তান। ১৪ মে, ১৯৪০ খ্রিস্টাব্দে কোপেনহেগেনের নেভাল চার্চে খ্রিষ্টধর্মে নামাঙ্কিত করা হয় তাঁর।তার। মাতৃসম্পর্কীয় দিদি ''মার্গারেথ'', পিতৃসম্পর্কীয় ''আলেকজান্দ্রাইন'' ও মা ''ইনগ্রিদ''কে একত্রিত করে তাঁরতার নাম রাখা হয়। পিতৃপক্ষীয় দাদা [[দশম ক্রিস্টিয়ান]] তৎকালীন সময়ে [[আইসল্যান্ড|আইসল্যান্ডের]] [[রাজা]] ছিলেন। ঐসূত্রে মার্গারেথ আইসল্যান্ডের রাজকুমারী ছিলেন। আইসল্যান্ডের লোকদের স্মরণে রাখতে ''থরহিল্ডার'' নাম গ্রহণ করেন।<ref>[http://select.nytimes.com/gst/abstract.html?res=F10C14F83D591A7493C6A8178AD95F458785F9&scp=1&sq=akihito%20%20and%20Windsor&st=cse "Those Apprentice Kings and Queens Who May – One Day – Ascend a Throne,"] ''New York Times.'' 14 November 1971.</ref> তাঁরতার অন্যান্য বোন হচ্ছেন - [[প্রিন্সেস বেনেডিক্টে]], [[প্রিন্সেস অ্যানি ম্যারি]]।
 
১৯৬০-এর দশকের মধ্যভাগে [[সুইডেন]] ও [[নরওয়ে|নরওয়ের]] [[রাজকুমারী|রাজকুমারীদের]] সাথে তিনিও [[মার্কিন যুক্তরাষ্ট্র]] [[ভ্রমণ]] করেন। লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এবং [[প্যারামাউন্ট স্টুডিও]] পরিদর্শনের সময় [[ডিন মার্টিন]], [[জেরি লুইস]] এবং [[এলভিস প্রেসলি|এলভিস প্রেসলি-সহ]] অনেকের সাথে স্বাক্ষাৎ করেন।
৫০ নং লাইন:
 
== রাজ্যাভিষেক ==
জন্মগ্রহণের সময় তিনি ডেনমার্কের উত্তরাধিকারী ছিলেন না এবং ভাই ছিল না। ঐ সময় শুধুমাত্র পুরুষেরাই ডেনমার্কের উত্তরাধিকারিত্বের অধিকারী ছিলেন। ১৯৪৭ সালে [[সংবিধান]] পরিবর্তনে পদক্ষেপ গ্রহণ শুরু হয়। পরবর্তীতে ২৭ মার্চ, ১৯৫৩ সালে গ্লুক্সবার্গ সভায় নতুন অধ্যাদেশ জারি করে উত্তরাধিকারের জটিলতা নিরসন করে ভবিষ্যতের বাঁধা দূর করা হয়। তা নাহলে তাঁরতার চাচা [[প্রিন্স নুড]] ক্ষমতায় আরোহণ করতেন। ১৬ এপ্রিল, ১৯৫৮ খ্রিস্টাব্দে মার্গারেথের অষ্টাদশ [[জন্মদিন|জন্মদিনে]] স্টেট কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়। রাজার অনুপস্থিতিতে তিনিই সভায় সভাপতিত্ব করতেন।
 
১৯৭২ সালে রাজা নবম ফ্রেদেরিক মৃত্যুবরণ করেন। এরফলে ড্যানীয় সাম্রাজ্যের প্রথম নারী রাষ্ট্রপ্রধান হন রাণী মার্গারেথ।<ref>Queen Margrete I ruled Denmark, Norway and later also Sweden between 1387 and 1412. She was a Danish princess, who married the King of Norway, and thus became Queen. She had a baby boy, and when her husbond died, the little boy was formally chosen to be king of both Norway and Denmark. Because the new king was still very young, his mother, Queen Margrete ruled in his name. The young king died when he was 17 years old, but his mother continued to rule both countries, and from 1397 Sweden was added, and she became the ruler of all of Scandinavia. She was however never a Sovereign.</ref>