অ্যালেক হারউড: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
চিত্র সংযোজন!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৪৯ নং লাইন:
}}
 
'''আলেকজান্ডার অ্যালেক হারউড''' ({{lang-en|Alec Hurwood}}; [[জন্ম]]: [[১৭ জুন]], [[১৯০২]] - [[মৃত্যু]]: [[২৬ সেপ্টেম্বর]], [[১৯৮২]]) কুইন্সল্যান্ডের ক্যাঙ্গারু পয়েন্টে জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩০ থেকে ১৯৩১ সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে দুই টেস্টে অংশগ্রহণের সুযোগ ঘটে তাঁর।তার। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে [[কুইন্সল্যান্ড ক্রিকেট দল|কুইন্সল্যান্ডের]] প্রতিনিধিত্ব করেছেন।<ref>[http://www.cricketarchive.com/Archive/Teams/0/289/Players.html Queensland players". CricketArchive. Retrieved 28 April, 2017.]</ref> দলে তিনি মূলতঃ ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে [[অফ ব্রেক]] বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। এছাড়াও নিচেরসারিতে ডানহাতে ব্যাটিংয়ে দক্ষতা প্রদর্শন করেছেন '''অ্যালেক হারউড'''।
 
== খেলোয়াড়ী জীবন ==
বৈচিত্র্যধর্মী [[বোলিং (ক্রিকেট)|বোলিং]] কৌশলের জন্য ব্যাপক পরিচিতি পান। মাত্র কয়েক পা দৌঁড়ে বল পিচে ফেলতেন। ১৯৩০-৩১ মৌসুমে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষে খেলার জন্য আমন্ত্রিত হন। দুই [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] মানানসই বোলিং করা স্বত্বেও আঘাতপ্রাপ্ত খেলোয়াড়ের আরোগ্যহেতু তাঁকেতাকে পুণরায় মাঠের বাইরে অবস্থান করতে হয়।
 
== ব্যক্তিগত জীবন ==
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন আলেক হারউড। নর্মা নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির জেনেট, রোজ ও ফিলিপ নামের তিন সন্তান ছিল। ২৬ সেপ্টেম্বর, ১৯৮২ তারিখে ৮০ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের কফস হারবারে তাঁরতার দেহাবসান ঘটে।
 
{{সেরা টেস্ট জীবনের বোলিং গড়}}