আশা ভোঁসলে: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
৪৬ নং লাইন:
১৯৫৭ থেকে ১৯৬২ সালের মধ্যে বলিউডের অন্যতম প্রখ্যাত সুরকার [[শচীন দেববর্মণ]] ও তার প্রিয় সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বিরূপ সম্পর্ক চলাকালীন শচীন তার গানের প্রধান নারী কণ্ঠের জন্য আশাকে ব্যবহার করেন।<ref name="encyclopaedia_of_hindi_cinema">{{cite book | last = খুবচন্দনী | first = লতা | editor = [[Gulzar (lyricist)|গুলজার]] |editor2=[[গোবিন্দ নিহলানী]] |editor3=শৈবাল চ্যাটার্জি | title = Encyclopaedia of Hindi Cinema | year = ২০০৩ | publisher = পপুলার প্রকাশন | isbn = 81-7991-066-0 | pages = ৪৮৬–৪৮৭}}</ref> এই যুগল একাধিক চলচ্চিত্র হিট গান উপহার দেন, তন্মধ্যে রয়েছে ''কালা পানি'', ''কালা বাজার'', ''ইনসান জাগ উঠা'', ''লাজয়ন্তী'', ''সুজাতা'' ও ''তিন দেবিয়াঁ''।
 
=== [[রাহুল দেব বর্মন]]বর্মণ ===
আশা ও [[রাহুল দেব বর্মণ]]ের প্রথম সাক্ষাৎ হয় যখন আশা দুই সন্তানের জননী এবং সঙ্গীত নিয়ে কর্মজীবন শুরুর লক্ষ্যে স্কুল থেকে ছিটকে পড়েন। তাদের প্রথম কাজ ছিল ''তিসরি মঞ্জিল'' (১৯৬৬) ছবিতে।<ref name="Times_Life_Jul_2005"/> এই যুগল পরবর্তী কালে ক্যাবারে, রক, ডিস্কো, গজন ও শাস্ত্রীয়সহ বিভিন্ন ধারার গান রেকর্ড করেন।
 
১৯৭০-এর দশকে আশা ও রাহুল বলিউডে পশ্চিমা ধারার গান নিয়ে আসেন ''ক্যারভান'' ছবিতে হেলেনের উপর চিত্রায়িত "পিয়া তু আব তো আজা", ''হরে রাম হরে কৃষ্ণ'' (১৯৭১) ছবিতে "দম মারো দম", ''আপনা দেশ'' (১৯৭২) ছবিতে "দুনিয়া মেঁ" এবং ''ইয়াদোঁ কী বারাত'' (১৯৭৩) ছবিতে "চুরা লিয়া হ্যায় তুমনে" গানের মধ্যে দিয়ে।
 
=== [[এ আর রহমান]] ===