মোজাফফর আহমদ (রাজনীতিবিদ): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৩ নং লাইন:
 
== জন্ম ও শিক্ষাজীবন ==
মোজাফফর আহমদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://opinion.bdnews24.com/bangla/archives/53115#comment-75330|শিরোনাম=স্যারের কথা মনে পড়ে|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=১৪ এপ্রিল ২০১৮|ওয়েবসাইট=বিডিনিউজ২৪|প্রকাশক=বিভুরঞ্জন সরকার|সংগ্রহের-তারিখ=১৫ এপ্রিল ২০১৮}}</ref> তাঁর পিতার নাম আলহাজ কেয়াম উদ্দিন ভূইয়া, মায়ের নাম আফজারুন্নেছা। তাঁর পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক। মোজাফফর আহমদ যথাক্রমে হোসেনতলা স্কুল ও জাফরগঞ্জ রাজ ইনস্টিটিউশনে প্রাথমিক, দেবিদ্বার রেয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক এবং ভিক্টোরিয়া কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেন। পরবর্তীতে [[ঢাকা বিশ্ববিদ্যালয়]] থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন এবং ইউনেস্কো থেকে একটি ডিপ্লোমা লাভ করেন। ২০১৯ সালের ২৩ আগস্ট শুক্রবার রাত ৭টা ৪৯ মিনিটে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।

https://www.kalerkantho.com/online/world/2019/08/23/806233



<ref name=":0">{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.bd-pratidin.com/various/2013/10/11/21086|শিরোনাম=একনজরে মোজাফফর আহমদ|শেষাংশ=|প্রথমাংশ=|তারিখ=১১ অক্টোবর ২০১৩|ওয়েবসাইট=বাংলাদেশ প্রতিদিন|প্রকাশক=|সংগ্রহের-তারিখ=১৫ এপ্রিল ২০১৮}}</ref>
 
 
== কর্মজীবন ও রাজনীতিতে যোগদান ==