নন্দা (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পারভেজ সিরাজি (আলোচনা | অবদান)
পারভেজ সিরাজি (আলোচনা | অবদান)
২১ নং লাইন:
১৯৪৮ সালের চলচ্চিত্র ''মন্দির'' ছিলো নন্দার প্রথম চলচ্চিত্র। তাকে বড় পর্দায় 'বেবী নন্দা' হিসেবে উপস্থাপন করা হতো। ''মন্দির'', ''জাজ্ঞু'' এবং ''আঙ্গারে'' চলচ্চিত্রে নন্দা ১৯৪৮ সাল থেকে ১৯৫৬ সাল পর্যন্ত শিশু চরিত্রে অভিনয় করেছিলেন।<ref name="Ambarish Mishra"/> নন্দার কাকা ভি শান্তারাম ১৯৫৬ সালের চলচ্চিত্র ''তুফান অর দিয়া''তে নন্দাকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন। চলচ্চিত্রটি ছিলো এতিম ভাই-বোনের কাহিনী নিয়ে। ১৯৫৭ সালের চলচ্চিত্র ''ভাবী''র জন্য নন্দা সর্বপ্রথম [[শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার]] এর জন্য মনোনয়ন পেয়েছিলেন।<ref>[http://www.mid-day.com/bollywood/bollywood_batein/2001/may/10137.htm], mid-day.com; accessed 29 March 2014.</ref> মহানায়ক [[দেব আনন্দ]] অভিনীত চলচ্চিত্র ''কালা বাজার''এ নন্দা সহ-ভূমিকায় ছিলেন<ref>[http://www.rediff.com/movies/2003/sep/25dev.htm "Dev's women!"], Rediff.com, 25 September 2003.</ref>, এবং ''ঢুল কা ফুল'' চলচ্চিত্রে দ্বিতীয় প্রধান চরিত্রে ছিলেন।
===মুখ্য নায়িকা হিসেবে অভিনয়===
নন্দা ১৯৫৯ সালের চলচ্চিত্র ''ছোটি ব্যাহেন''এ অভিনয় করে অনেক জনপ্রিয়তা পান, চলচ্চিত্রটি তার তারকা হওয়ার পথ ত্বরান্বিত করেছিলো।<ref name="boxofficeindia.com">{{cite web|url=http://www.boxofficeindia.com/cpages.php?pageName=top_actress|title=Boxofficeindia.com|publisher=Boxofficeindia.com|accessdate=23 July 2012}}</ref> চলচ্চিত্রটিতে নন্দা একজন অন্ধ তরুণীর চরিত্রে অভিনয় করেন যাকে তার দুই ভ্রাতা দেখাশোনা করে।<ref>{{cite web|url=http://movies.ndtv.com/photos/remembering-nanda-10-best-films-17348/slide/8|title=Remembering Nanda: 10 best films|publisher=}}</ref> এরপরে তিনি সরাসরি নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান, [[দেব আনন্দ]]র চলচ্চিত্র ''হাম দোনো'' (১৯৬১) এবং ''তিন দেবীয়া'' চলচ্চিত্রে নন্দা মুখ্য নায়িকা ছিলেন।ছিলেন, দুটি চলচ্চিত্রই নন্দার জীবনে মাইলফলক ছিলো। বি আর চোপড়ার ''কানুন'' (১৯৬০) চলচ্চিত্রে অভিনয় করেন নন্দা, এই চলচ্চিত্রে কোনো গান ছিলোনা।
 
==তথ্যসূত্র==