রাখী (অভিনেত্রী): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
পারভেজ সিরাজি (আলোচনা | অবদান)
২২ নং লাইন:
 
== কর্মজীবন ==
১৯৬৭ সালে ২০ বছর বয়সী রাখী তাঁর প্রথম বাংলা চলচ্চিত্র ''বধূ বরণে'' অভিনয় করেন। এরপর ১৯৭০ সালে প্রথম হিন্দি চলচ্চিত্রে অংশগ্রহণের আমন্ত্রণ লাভ করেন। [[Rajshri Productions|রাজশ্রী প্রোডাকশন্সের]] ছত্রচ্ছায়ায় ''জীবন মৃত্যু'' চলচ্চিত্রে তাঁর বিপরীতে নায়কের ভূমিকায় অংশগ্রহণ করেছিলেন [[ধর্মেন্দ্র]]।
 
১৯৭১ সালে ''শর্মিলী'' চলচ্চিত্রে [[শশী কাপুর|শশী কাপুরের]] বিপরীতে দ্বৈত চরিত্রে অবতীর্ণ হন। একই বছর ''লাল পাথ্থর''''পরস'' চলচ্চিত্রে অংশ নেন। তিনটি চলচ্চিত্রই ব্যাপক জনপ্রিয়তা পায়। এরফলে হিন্দি চলচ্চিত্রে বৃহৎ সারির নায়িকায় নিজেকে অন্তর্ভূক্ত করেন। পরবর্তী দশকে ''শেহজাদা'', ''[[হীরা পান্না (১৯৭৩-এর চলচ্চিত্র)|হীরা পান্না]]'', ''দাগ: এ পয়েম অব লাভ'', ''হামারে তুমহারে'', ''আঁচল''''তাকত'' চলচ্চিত্রে অংশ নেন তিনি। তন্মধ্যে ''ব্ল্যাকমেইল''''তপস্যা'' চলচ্চিত্রে স্মরণীয় অভিনয় করেন তিনি। ''[[হীরা পান্না (১৯৭৩-এর চলচ্চিত্র)|হীরা পান্না]]'', ''বানারসি বাবু'', ''লুটমার''''জোশিলা'' চলচ্চিত্রে [[দেব আনন্দ|দেব আনন্দের]] সাথে তাঁর অংশগ্রহণ ছিল।
 
শশী কাপুরের সাথে ''শর্মিলী'', ''জানোয়ার অউর ইনসান'', ''[[কাভি কাভি (১৯৭৬-এর চলচ্চিত্র)|কাভি কাভি]]'', ''দোসরা আদমি'', ''তৃষ্ণা'', ''বাসেরা'',<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.punemirror.in/article/19/201209162012091610462676ba55680a/Three%E2%80%99s-company.html |সংগ্রহের-তারিখ=৩ জুলাই ২০১৬ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20131111152720/http://www.punemirror.in/article/19/201209162012091610462676ba55680a/Three%E2%80%99s-company.html |আর্কাইভের-তারিখ=১১ নভেম্বর ২০১৩ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> ''বন্ধন কুচচে দ্বাগুণ কা'', ''জমিন আসমান'' চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়াও ১৯৭০ সালে ''এক দো তিন চার'' চলচ্চিত্রেও কাপুরের সাথে অভিনয় করেন। কিন্তু চলচ্চিত্রটি পরবর্তীকালে আর মুক্তি পায়নি।<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://www.punemirror.in/article/56/20110529201105290608173525ca4ac7d/The-only-memory.html |সংগ্রহের-তারিখ=৩ জুলাই ২০১৬ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20131111152952/http://www.punemirror.in/article/56/20110529201105290608173525ca4ac7d/The-only-memory.html |আর্কাইভের-তারিখ=১১ নভেম্বর ২০১৩ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> [[অমিতাভ বচ্চন|অমিতাভ বচ্চনের]] সাথে ''[[কাভি কাভি (১৯৭৬-এর চলচ্চিত্র)|কাভি কাভি]]'', ''মুকাদ্দার কা সিকান্দার'', ''কসমে বাদে'', ''[[ত্রিশূল (চলচ্চিত্র)|ত্রিশূল]]'', ''কালা পাথ্থর'', ''যমুনা'', ''বারসাত কি এক রাত'', ''বেমিসালে'' অংশগ্রহণ করেন তিনি। ১৯৮১ সালে ২৩ বছর বয়সী পরিচালক [[Anil Sharma|অনিল শর্মা]] তাঁর অভিষেক চলচ্চিত্র শ্রদ্ধাঞ্জলীতে''শ্রদ্ধাঞ্জলী''তে অভিনয়ের আমন্ত্রণ জানান কিন্তু অর্থের অপ্রতুলতায় কোন পারিশ্রমিক দিতে অপারগতা প্রকাশ করেন। তাস্বত্ত্বেও চলচ্চিত্রটি সফলতা পেয়েছিল। ১৯৮৪ সালে ''[[Paroma|পরমা]]'' বাংলা চলচ্চিত্র পরমায় অংশ নেন ও সেরা অভিনেত্রী বিভাগে [[BFJA Awards|বিএফজেএ পুরস্কার]] পান। শীর্ষ নায়িকা হিসেবে সর্বশেষ চলচ্চিত্র ''পিগালতা আসমানে'' শশী কাপুরের বিপরীতে ১৯৯৫ সালে অংশ নেন।
 
১৯৮০-এর দশকের শেষার্ধ্ব থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বয়স্ক মা, নিষ্ঠুর খলনায়কের হাতে নিহত বিধবা কিংবা নৈতিকতায় আচ্ছন্ন নারী চরিত্রে অংশ নেন যা বাণিজ্যিকভাবে সফলতা পায়। ২০০৩ সালে সর্বশেষ চলচ্চিত্র শুভ মহরতে অংশ নেন। এ চলচ্চিত্রটি [[National Film Award for Best Supporting Actress|সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার]] লাভ করেন তিনি।