বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Tushraa (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৯৭ নং লাইন:
স্যার, আমি এজন শিক্ষার্থী। আমি বাংলা উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার তৈরী করা নিবন্ধ জমা দিই। কিন্তু আপনি আমার অনুবাদকৃত নিবন্ধটি যান্ত্রিক অনুবাদ দাবি করে অপসারণ করে দিয়েছেন। অপনার কাছে নিবন্ধের কোন জিনিসটি যান্ত্রিক অনুবাদ বলে মনে হয়েছে স্যার? আর আমার নিবন্ধটি পর্যলোচনা টেবিলে কেন প্রদর্শিত হচ্ছে না? এমনকি গতকালই আমি নিবন্ধ জমা দিই এবং এর 20 ঘন্টাও না পেরোতেই অন্য একজন ঠিক আমার মত করেই বিশাল অংশ অনুবদও করে ফেলেছেন। কপি পেস্ট বেশ ভালই হয়েছে স্যার। যিনি আমার নিবন্ধ কপি পেস্ট করছেন তিনি আপনি না তো? নাকি অন্য কারো সাথে ডিল করে বসে আছেন স্যার? বাহ্ বাঙালি বাহ্!!!!!! HSC পাশ করার পর থেকে এমন এমন সব দূর্নীতির শিকার হয়েছি যে অবাক হয়ে যাই আমাদের বাঙালীদের অবস্থা দেখে। এমনকি উইকিপিডিয়ায় একটি সাধারণ কন্টেস্টে অংশগ্রহণ করেও এবার দূর্নীতির শিকার হলাম। BRAVO!! BRAVO!! নিজের যোগ্যতা দিয়ে নিবন্ধ তৈরী করতে না পারলে নাকে তেল দিয়ে ঘুমান। দূর্নীতি করে প্লিজ আমাদেরকেও লজ্জিত করবেন না্। যদি সম্ভব হয় না তাহলে আপনার নামে তো থানাতেই গিয়ে মামলা দিই। আপনাদের মত ছোটলোকদের কারণে বাইরের দেশে গিয়ে বাঙালিরা নিজের পরিচয় দিতে লজ্জা পায়। SHAME ON YOU.........SHAME SHAME SHAME SHAME....... <!-- টেমপ্লেট:স্বাক্ষরবিহীন --><small class="autosigned">—&nbsp;[[ব্যবহারকারী:Fauzia Suha|Fauzia Suha]] ([[ব্যবহারকারী আলাপ:Fauzia Suha|আলাপ]] • [[বিশেষ:অবদান/Fauzia Suha|অবদান]]) এই [[উইকিপিডিয়া:স্বাক্ষর|স্বাক্ষরহীন]] মন্তব্যটি যোগ করেছেন।</small>
:প্রথমত, আপনি উপরে যা বলেছেন সেটাকে আমি আপনার অতি-আবেগপ্রবণতা বা আপনি হয়ত কম বয়স্ক এজন্য না বুঝে বলে ফেলেছেন - বলে ধরে নিচ্ছি। সুতরাং আপনাকে দুঃখ প্রকাশ করতে অনুরোধ করছি না। এবার আপনার নিবন্ধ অনুবাদের ব্যাপারে এবং কেন সেটা অপসারণ করা হয়েছে সে ব্যাপারে ব্যাখ্যা করছি যতটা সম্ভব। আপনি গুগল ট্রান্সলেটর ব্যবহার করে অনুবাদ করেছিলেন যার ফলে ইংরেজি নিবন্ধের সাথে বাংলা অনুবাদ প্রাঞ্জল হয়নি এবং যান্ত্রিক হয়েছে পুরো নিবন্ধটিই। বাংলা উইকিপিডিয়াতে আমরা যান্ত্রিক নিবন্ধ অপসারণ করে দেই কারণ একজন পাঠক নিবন্ধ পড়তে এসে যদি দেখে নিবন্ধের লেখা কোন অর্থই বহন করছে না সেক্ষেত্রে সেই নিবন্ধ পাঠকের কোন কাজে আসবে না এবং বিরক্তির সুষ্টি করবে। আর এ জন্য আপনি যদি নিয়ম পড়ে থাকেন প্রতিযোগিতার দেখবেন, সেখানে লেখা আছে যান্ত্রিক অনুবাদ বা দূর্বোধ্য অনুবাদ যেগুলো গুগল ট্রান্সলেটর বা অন্য কোনভাবে করা হয় সেগুলো অপসারণ করে দেওয়া হয়। আর এই কারণে আপানার নিবন্ধ জমা দেওয়ার পরও গ্রহণ করা হয়নি এবং অপসারণ করা হয়েছে। এটা শুধু আপনার ক্ষেত্রে নয় যারাই যান্ত্রিক অনুবাদ করেছে তাদের সবার ক্ষেত্রেই করা হয়। যখন একটি নিবন্ধ অপসারণ হয়ে যায় তখন সেটি পাবলিক যে তালিকা দেয়া আছে সেখানে পুনরায় লাল কালিতে দেখায় অর্থাৎ নিবন্ধটি অপসারণের সাথে সাথে সেটি পুনরায় তৈরির জন্য উন্মুক্ত থাকে যে কারো জন্য। যেহেতু আপনার নিবন্ধটি অপসারণ করা হয়েছে এবং তালিকাতে উন্মুক্ত ছিল তৈরির জন্য, তাই অন্য একজন ব্যবহারকারী সেটি হয়ত তৈরি করে ফেলেছেন। এখানে “দূর্নীতি” নেই কোন। এছাড়া, আমি এই প্রতিযোগিতায় কোন নিবন্ধ তৈরি করছি না মূলত এটি সমন্বয়ের কাজ করছি স্বেচ্ছাসেবায়। সুতরাং আমার এখানে কোন লাভ নেই বরং মাঝে মাঝে এমন অনিভ্রেত অবস্তায় পড়তে হয় এটা করতে গিয়ে কারণ আপনার মত অনেকেই না বুঝেই অনেক কিছু বলে ফেলেন। আশা করছি, আপনি বিভিন্ন অনলাইন ফোরামে অন্যের সাথে কথা বলায় ভবিষ্যতে আরও সতর্ক হবেন। ধন্যবাদ। '''[[ব্যবহারকারী:NahidSultan|~ যুদ্ধমন্ত্রী]] <sup>[[ব্যবহারকারী আলাপ:NahidSultan|আলাপ]]</sup>''' ১৬:৫৩, ১৭ জুলাই ২০১৯ (ইউটিসি)
 
== নিবন্ধ পর্যালোচনার জন্য অনুরোধ ==
 
প্রিয় নাহিদ সুলতান, আমি [[উইটিগ বিক্রিয়া]] নিবন্ধটি সম্পুর্ন অনুবাদ করে জমা করেছি। সম্ভব হলে একটু তাড়াতাড়ি নিবন্ধটি পর্যালোচনা করবেন, কারন ৭-৮ দিন পর আমার বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার শুরু হচ্ছে। সুতরাং কোন কিছু সংশোধন করতে হলে আমি আর সময় নাও পেতে পারি। তাই নিবন্ধটি তাড়াতাড়ি পর্যালোচনা করার অনুরোধ করছি। ধন্যবাদ।-- [[ব্যবহারকারী:Tushraa|Tushraa]] ([[ব্যবহারকারী আলাপ:Tushraa|আলাপ]]) ০৯:০২, ১৮ জুলাই ২০১৯ (ইউটিসি)