ডেনিস স্মিথ (নিউজিল্যান্ডীয় ক্রিকেটার): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
আরও দেখুন - নতুন অনুচ্ছেদ!
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = ডেনিস স্মিথ
| image = ডেনিস স্মিথ, নিউজিল্যান্ড.jpg
| caption =
| fullname = হোরেস ডেনিস স্মিথ
| birth_date = {{birthজন্ম dateতারিখ|1913|01|8|df=y}}
| birth_place = [[Queensland|কুইন্সল্যান্ড]], [[অস্ট্রেলিয়া]]
| death_date = {{deathমৃত্যু dateতারিখ and ageবয়স|1986|01|25|1913|01|8|df=y}}
| death_place = [[Christchurch|ক্রাইস্টচার্চ]], [[নিউজিল্যান্ড]]
 
৫৮ নং লাইন:
}}
 
'''হোরেস ডেনিস স্মিথ''' ({{lang-en|Dennis Smith}}; [[জন্ম]]: [[৮ জানুয়ারি]], [[১৯১৩]] - [[মৃত্যু]]: [[২৫ জানুয়ারি]], [[১৯৮৬]]) কুইন্সল্যান্ডের তুওম্বা এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। [[নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল|নিউজিল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩৩ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে [[ওতাগো ক্রিকেট দল|ওতাগো]] ও ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে ব্যাটিং করতেন '''ডেনিস স্মিথ'''।
 
== প্রথম-শ্রেণীর ক্রিকেট ==
১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৩৩-৩৪ মৌসুম পর্যন্ত ডেনিস স্মিথের [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর]] খেলোয়াড়ী জীবন চলমান ছিল। এ পর্যায়ে তিনি মাত্র ১১টি খেলায় অংশ নিয়েছিলেন। তন্মধ্যে, ১৯৩১-৩২ মৌসুমে ১৮ বছর বয়সে ওতাগোর পক্ষাবলম্বন করেন। এরপর থেকে ১৯৩২-৩৩ মৌসুম খেলতে থাকেন। এ মৌসুমের [[প্লাঙ্কেট শীল্ড|প্লাঙ্কেট শীল্ডের]] তিন খেলায় অংশ নিয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংসসহ ৩৬.৭৫ গড়ে ১৪৭ রান তুলেছিলেন<ref>[https://cricketarchive.com/Archive/Events/3/Plunket_Shield_1932-33/Batting_by_Average.html 1932-33 Plunket Shield batting averages]</ref> ও ১৪.০০ গড়ে সাত উইকেট পান।<ref>[https://cricketarchive.com/Archive/Events/3/Plunket_Shield_1932-33/Bowling_by_Average.html 1932-33 Plunket Shield bowling averages]</ref> এরফলে তাঁর দল প্লাঙ্কেট শীল্ডের শিরোপা জয়ে সমর্থ হয়। এর কয়েক সপ্তাহ পর নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট খেলার জন্যে আমন্ত্রণ পান।
 
পরবর্তীতে ১৯৩৩-৩৪ মৌসুমে [[Canterbury cricket team|ক্যান্টারবারির]] পক্ষে খেলেন। কিন্তু, তাঁর খেলার মান যথেষ্ট নিম্নগামী ছিল। ফলশ্রুতিতে মাত্র ২১ বছর বয়সেই সর্বশেষ প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে অবসরে চলে যেতে বাধ্য হন। ওতাগোর পক্ষে ছয়টি ও ক্যান্টারবারির পক্ষে চারটি খেলেন। সর্বমোট এগারো খেলায় ৩৩.৫২ গড়ে সতেরো [[উইকেট]] এবং ২২.৪৪ গড়ে ৪০৪ রান তুলেন।
 
== আন্তর্জাতিক ক্রিকেট ==
সমগ্র খেলোয়াড়ী জীবনে [[এক টেস্টের বিস্ময়কারী|একটিমাত্র টেস্টে]] অংশগ্রহণ করার সুযোগ ঘটেছিল ডেনিস স্মিথের। ২৪ মার্চ, ১৯৩৩ তারিখে ক্রাইস্টচার্চে [[ডগলাস জারদিন|ডগলাস জারদিনের]] নেতৃত্বাধীন সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তাঁর।
 
প্রথম টেস্টে নিউজিল্যান্ডের [[ব্যাটিং অর্ডার|ব্যাটিং উদ্বোধনের]] জন্যে ওতাগোর দলীয় সঙ্গী [[টেড ব্যাডকক|টেড ব্যাডকককে]] সাথে নিয়ে খেলেন। দ্বিতীয় টেস্টে আরেক ওতাগো দলীয় সঙ্গী [[Jack Dunning|জ্যাক ডানিংকে]] তাঁর স্থলাভিষিক্ত করা হয়। এ [[টেস্ট ক্রিকেট|টেস্টে]] তিনি দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।<ref>''[[Wisden Cricketers' Almanack|Wisden]]'' 1987, p. 1247.</ref>
 
ডেনিস স্মিথ [[ফাস্ট বোলিং]] করতেন। অংশগ্রহণকৃত একমাত্র টেস্টের দ্বিতীয় ওভারের [[আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বলেই উইকেটলাভকারী বোলারদের তালিকা|প্রথম বলেই নিজস্ব একমাত্র উইকেট]] পান। এরফলে, বৈশ্বিকভাবে দশম বোলার হিসেবে এ কৃতিত্ব অর্জনে সমর্থ হন তিনি।<ref>[http://stats.cricinfo.com/ci/content/records/283520.html Tests – Wicket with first ball in career], Cricinfo, 9 October 2013</ref> ১৯৩২-৩৩ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে [[এডি পেন্টার|এডি পেন্টারকে]] তিনি বোল্ড করেন। এরপর তিনি আরও ১১৯টি বল ছুঁড়েন। তবে আর কোন সফলতা পাননি। ঐ খেলার প্রথম বলেই [[হার্বার্ট সাটক্লিফ]] ব্যাডককের হাতে কট বিহাইন্ড হন। বল দেরীতে সুইং করে বামহাতি পেন্টারের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে মধ্য ও লেগ স্ট্যাম্পে আঘাত হানে। খেলায় তখন ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৪/২। [[ওয়ালি হ্যামন্ড]] প্রথম ওভারেই স্লিপে কট বিহাইন্ড থেকে বেঁচে যান ও পরবর্তীতে ২২৭ রানের ইনিংস খেলেন। এরপর ইংল্যান্ড দল ৫৬০/৮ তুলে [[ইনিংস ঘোষণা]] করে। ডেনিস স্মিথ বিশ ওভার বোলিং করে ১১৩ রান খরচ করেন।
৮৮ নং লাইন:
* {{ক্রিকেটআর্কাইভ}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:স্মিথ, ডেনিস}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:স্মিথ, ডেনিস}}
[[বিষয়শ্রেণী:১৯১৩-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৮৬-এ মৃত্যু]]