সোনাদিয়া ইউনিয়ন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সম্পাদনা সারাংশ নেই
১০ নং লাইন:
|মানচিত্র = বাংলাদেশ
|মানচিত্রের_স্তরের_অবস্থান = right
|স্থানাঙ্ক =<!-- {{স্থানাঙ্ক|22|12.5|N|91.|5|E|region:BD|display=inline,title}} -->
|স্থানাঙ্ক_পাদটীকা =
|বিভাগ = [[চট্টগ্রাম বিভাগ]]
২০ নং লাইন:
|আসন =
|নেতার_দল =
|নেতার_শিরোনাম = চেয়ারম্যান
|নেতার_নাম = নুরুল ইসলাম
|আয়তনের_পাদটীকা =
|মোট_আয়তন = ৩১.৫০
|আয়তন_টীকা =
|জনসংখ্যার_পাদটীকা =
৩৩ নং লাইন:
|সাক্ষরতার_হার_পাদটীকা =
|ডাক_কোড = ৩৮৯২
|ওয়েবসাইট = [http://wwwsonadiaup.sonadiaunionnoakhali.gov.bd অফিসিয়াল ওয়েবসাইট]
|পাদটীকা =
}}
'''সোনাদিয়া ইউনিয়ন''' [[নোয়াখালী জেলা]]র [[হাতিয়া]] [[উপজেলা]]র অধীন একটি [[ইউনিয়ন]]। তিনটি [[মৌজা]] চরচেংগা, মাইজচরা ও সোনাদিয়া [[মৌজা]]র সমন্বয়ে [[ইউনিয়ন|ইউনিয়নটি]] গঠিত হলেও [[সোনাদিয়া]] [[মৌজা]]র নামে ইউনিয়নটির নামকরন করা হয়। [[হাতিয়া]] [[উপজেলা]]র মোট ১১ টি ইউনিয়নের মধ্যে এটির অবস্থান ৮ নম্বরে। [[ইউনিয়নটি]]তে মোট ৯ টি [[ওয়ার্ড]] রয়েছে। ৯ নং [[ওয়ার্ডে]]র আয়তন ও জনসংখ্যা] মোট ইউনিয়নের অর্ধেক।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://sonadiaup.noakhali.gov.bd/|শিরোনাম=জনসংখ্যা আয়তন - সোনাদিয়া ইউনিয়ন - সোনাদিয়া ইউনিয়ন|কর্ম=sonadiaup.noakhali.gov.bd}}</ref>
 
'''সোনাদিয়া''' [[বাংলাদেশ|বাংলাদেশের]] [[নোয়াখালী জেলা]]র অন্তর্গত [[হাতিয়া উপজেলা]]র একটি [[ইউনিয়ন]]।
== ইতিহাস==
১৯৫৮ সালে [[তমরুদ্দিন ইউনিয়ন]] হতে [[সোনাদিয়া ও বুড়িরচর]] আলাদা হয়ে স্বতন্ত্র দুইটি [[ইউনিয়ন]] গঠিত হয়। [[সোনাদিয়া ইউনিয়নে]]র ১ম প্রেসিডেন্ট হন হাজী আলী আহম্মদ মিয়া। তিনি [[বৃটিশ আমল]] ১৯৩২ সাল থেকে [[ইউনিয়ন বোর্ডে]]র প্রেসিডেন্ট, ১৯৫৯-১৯৬১ সালে [[মৌলিক গনতন্ত্রী]]র সময় [[ইউনিয়ন কাউন্সিলে]]র [[চেয়ারম্যান]] এবং পরবর্তী ১৯৬২-৬৭ সাল পর্যন্ত [[ইউনিয়ন কাউন্সিলে]]র চেয়ারম্যান ছিলেন। সব মিলিয়ে তিনি দীর্ঘ ৩৫ বৎসর চেয়ারম্যান ছিলেন [[তমরুদ্দিন ও সোনাদিয়া ইউনিয়নে]]র। তিনি ছিলেন [[সোনাদিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা]]।
<ref>
{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩০ - |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}
</ref>
 
== নামকরনআয়তন ==
সোনাদিয়া ইউনিয়নের আয়তন ৩১.৫০ বর্গ কিলোমিটার।
[[সোনাদিয়া]]র পূর্ব নাম ছিল নবাবপুর, [[তমরুদ্দীন ইউনিয়ন]]হতে এ ইউনিয়ন পৃথক হলে আলী আহমদ মিয়া তার বাবা নবাব মিয়ার নামানুসারে নাম দেন [[নবাবপুর]]। এ নাম নিয়ে তৎকালীন [[মুসলিম লীগে]]র সেক্রেটারী ও তৎকালীন নবাবপুরের চেয়ারম্যান আলী আহমদ মিয়ার (মুসলিম লীগের সভাপতি) সাথে প্রচন্ড বাক-বিতান্ড হয় হয় [[কালেক্টর অফিসে]]। পরে [[কালেক্টরে]]র হস্তক্ষেপে [[পরিবেশ ও প্রকৃতি]]র সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে [[সোনাদিয়া ইউনিয়নের]] নামকরন করা হয়। এ চরে এত বেশি সোনালি ফসল হত বলে তাই তার [[নামকরন]] করা হয় [[সোনাদিয়া]]।
 
<ref>
== জনসংখ্যা ==
{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩০ |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী সোনাদিয়া ইউনিয়নের জনসংখ্যা প্রায় ৬০ হাজার।
</ref>
 
== অবস্থান ও সীমানা ==
হাতিয়া উপজেলার পশ্চিমাংশে [[সোনাদিয়া]] ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে [[তমরদ্দি ইউনিয়ন]], পূর্বে [[বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া|বুড়িরচর ইউনিয়ন]], দক্ষিণে [[জাহাজমারা ইউনিয়ন]] এবং পশ্চিমে [[হাতিয়া চ্যানেল]] ও [[ভোলা জেলা]]র [[মনপুরা উপজেলা]]র [[হাজিরহাট ইউনিয়ন, মনপুরা|হাজিরহাট ইউনিয়ন]] অবস্থিত।
 
== প্রতিষ্ঠাকাল ==
১৯৫৮ সালে [[তমরুদ্দিন ইউনিয়ন]] থেকে সোনাদিয়া ও [[বুড়িরচর ইউনিয়ন, হাতিয়া|বুড়িরচর ইউনিয়ন]] নামে আলাদা দুইটি ইউনিয়ন গঠিত হয়।<ref>
{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩০ - |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
 
== নামকরন ==
[[সোনাদিয়া]]রসোনাদিয়ার পূর্ব নাম ছিল নবাবপুর, [[তমরুদ্দীনতমরুদ্দিন ইউনিয়ন]]হতে থেকে এ ইউনিয়ন পৃথক হলে আলী আহমদ মিয়া তার বাবা নবাব মিয়ার নামানুসারে নাম দেন [[''নবাবপুর]]''। এ নাম নিয়ে কালেক্টর অফিসে তৎকালীন [[মুসলিম লীগেলীগ|মুসলিম লীগের]]র সেক্রেটারী ও তৎকালীন নবাবপুরের চেয়ারম্যান আলী আহমদ মিয়ার (মুসলিম লীগের সভাপতি) সাথে প্রচন্ডপ্রচণ্ড বাক-বিতান্ডবিতণ্ডা হয়হলে হয় [[কালেক্টর অফিসে]]। পরে [[কালেক্টরে]]রকালেক্টরের হস্তক্ষেপে [[পরিবেশ ও প্রকৃতি]]রপ্রকৃতির সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে [[সোনাদিয়া মৌজার নামানুসারে ইউনিয়নের]] নামকরন করা হয়। এ চরেসোনাদিয়া এত বেশি সোনালি ফসল হত, বলেযার তাইফলে তার [[নামকরন]]নামকরণ করা হয় [[''সোনাদিয়া]]''<ref>
{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩০ |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
 
== প্রশাসনিক কাঠামো ==
সোনাদিয়া ইউনিয়ন [[হাতিয়া উপজেলা]]র আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম [[হাতিয়া থানা]]র আওতাধীন। এটি [[নোয়াখালী-৬|জাতীয় সংসদের ২৭৩নং নির্বাচনী এলাকা নোয়াখালী-৬]] এর অংশ। এটি ''চরচেংগা'', ''মাইজচরা'' ও ''সোনাদিয়া'' এ ৩টি মৌজা নিয়ে গঠিত।<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://sonadiaup.noakhali.gov.bd/|শিরোনাম=জনসংখ্যা আয়তন - সোনাদিয়া ইউনিয়ন - সোনাদিয়া ইউনিয়ন|কর্ম=sonadiaup.noakhali.gov.bd}}</ref>
 
== শিক্ষা ব্যবস্থা ==
এইসোনাদিয়া ইউনিয়নেইউনিয়নের কোনসাক্ষরতার কলেজহার নেই৩৬.৯৬%। ।বর্তমানে ২৯ইউনিয়নে প্রাথমিক১টি বিদ্যালয়ফাজিল আছে।মাদ্রাসা, তবে৩টি উল্লেখযোগ্য প্রাথমিকমাধ্যমিক বিদ্যালয়, সমূহ২টি হলদাখিল যথাক্রমেমাদ্রাসা, দক্ষিন১টি চেংগাকওমী সরকারিমাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়, পূর্ব চেংগা সরকারি২৯টি প্রাথমিক বিদ্যালয় এবং চর চেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।রয়েছে।<ref name="ReferenceA">{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩১ |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
 
=== শিক্ষা প্রতিষ্ঠান ===
* ১৯৪৭ সালে মাওঃ ছেরাজুল হক প্রতিষ্ঠা করেন চর চেংগা ইসলামী ফাজিল মাদ্রাসা। মাদ্রাসায় শিক্ষক রয়েছে ২৭ জন, ছাত্র প্রায় ৭০০ জন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মাওঃ ছেরাজুল হক এবং বর্তমান প্রধান শিক্ষক মাওলানা মনির উদ্দিন।
;মাদ্রাসা
*১৯৬৮ সালে ফয়েজ উল্ল্যার দানকৃত জমিকে আকম অলি উদ্দিন, মাওলানা আবদুর রব, আবদুর রব বিএ ও জয়নাল চেয়ারম্যানের প্রচেষ্ঠায় মাইজচরার এম চরচেংগার সি এবং সোনাদিয়ার এস মিলিয়ে এমসিএস উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। স্কুলটিতে ছাত্র প্রায় ৫৬০ জন, শিক্ষক ১২ জন প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আকম অলি উদ্দিন এবং বর্তমান প্রধান শিক্ষক মোঃ সিরাজ উদ্দিন।
* [[চর চেংগা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা]]
*১৯৬৯ সালে আবদুল গনি সওদাগর প্রতিষ্ঠা করে গনিয়া দাখিল মাদ্রাসা । মাদ্রাসায় শিক্ষক রয়েছে ১৪ জন, ছাত্র প্রায় ৫০০ জন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মাওলানা হোসাইন আহমেদ এবং বর্তমান প্রধান শিক্ষক মাওলানা সুলতান আহমেদ।
* [[গণিয়া দাখিল মাদ্রাসা]]
*১৯৮৬ সালে মাওলানা গিয়াস উদ্দিন প্রতিষ্ঠা করে সোনাদিয়া এ বারী দাখিল মাদ্রাসা। মাদ্রাসায় শিক্ষক রয়েছে ১৪ জন, ছাত্র প্রায় ৬৫০ জন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মাওলানা সিরাজ উদ্দিন এবং বর্তমান প্রধান শিক্ষক মাওলানা হ্নদয়ানুল বারী।
* [[সোনাদিয়া এ বারী দাখিল মাদ্রাসা]]
*১৯৯৪ সালে হাজী জিয়াউল হক,মোঃ গোলাম মোস্তফা ও এমরান মিয়ার উদ্যোগে বাংলা বাজারের উত্তরে বাংলা বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে জমি সংক্রান্ত জটিলতায় স্কুলটিকে বাংলারের দক্ষিণে আলহাজ্ব মহি উদ্দিন এফসিএ এর ক্রয়কৃত জমিতে স্হান্তরিত করা হয়। বর্তামানে আলহাজ্ব মহি উদ্দিন এফসিএ স্কুলের প্রতিষ্ঠাতা ও ডোনার।স্কুলটির বর্তমান নাম বাংলা বাজার আদর্শ হাই স্কুল। স্কুলটিতে ছাত্র প্রায় ৫০৩ জন, শিক্ষক ১১ জন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন রাজ বিহারি বাবু এবং বর্তমান প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
* ছেরাজুল উলুম মাদ্রাসা
*১৯৯৫ সালে হাজি শামসুল হক প্রতিষ্ঠা করেন মাইজদী বাজার উচ্চ বিদ্যালয়। স্কুলটিতে ছাত্র প্রায় ৩৫০ জন, শিক্ষক ৮ জন, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ এবং বর্তমান প্রধান শিক্ষক আহমেদ উল্ল্যাহ।
 
*হাজী ছেরামত আলী ১৯৫২ সালে নলচিরাতে প্রতিষ্ঠা করেন ছেরাজুল উলুম কাউমী মাদ্রাসা। নলচিরাতে নদী ভাঙ্গনের পর বর্তমানে হিল্টন রোড়ে মাওলানা ফজলের রহমানের ক্রয়কৃত জমির উপর মাদ্রাসাটি পুনঃ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মাওলানা জালাল আহমেদ এবং বর্তমান প্রধান শিক্ষক মাওলানা ফজলের রহমান।
;মাধ্যমিক বিদ্যালয়
* [[মাইজচরা চরচেংগা সোনাদিয়া উচ্চ বিদ্যালয়|এমসিএস উচ্চ বিদ্যালয়]]
* [[বাংলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়]]
* [[মাইজদী বাজার উচ্চ বিদ্যালয়]]
 
;প্রাথমিক বিদ্যালয়
* চর চেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
* দক্ষিণ চেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
* পূর্ব চেংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়
 
== যোগাযোগ ব্যবস্থা ==
সোনাদিয়া ইউনিয়নে নৌপথে জাহাজ, সী ট্রাক ও ট্রলারের মাধ্যমে যোগাযোগ করা হয়। স্হল পথে মটর সাইকেল, গাড়ি, রিক্সা, সাইকেল ও টেক্সি দিয়ে যোগাযোগ করা হয়।<ref name="ReferenceA"/>
 
== খাল ও নদী ==
সোনাদিয়ার পশ্চিমে রয়েছে [[মেঘনা নদী]], যা [[ভোলা চ্যানেল]] দ্বারা পৃথক হয়েছেহয়েছে। আরএছাড়া প্রধান [[খাল]]ইউনিয়নের হলপ্রধান দুইটি।দুইটি একটিখাল হল সোনাদিয়া খাল অন্যটি হলএবং চেংগার খাল। খাল দুইটি পূর্ব দিকের মেঘনা নদী হতে প্রবাহিত হয়ে পশ্চিমের মেঘনার সাথে মিলিত হয়েছে। [[যোগাযোগ]], [[কৃষি]][[ব্যবসা-বানিজ্যের]]বাণিজ্যের জন্য [[খাল]] দুটি খুবই গুরুত্বপূর্ন।গুরুত্বপূর্ণ।<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩১|লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
 
== হাট-বাজার ও নামকরন ==
[[স্বাধীনতা]]র পূর্বে [[চর চেংগা বাজারে]] হাট বসত। এটি [[সোনাদিয়া ইউনিয়নে]]র প্রাচীন বাজার। কারন তখনকার সময়ে মানুষ [[নৌকা]] দিয়ে চলাফেরা করত। [[চর চেংগা বাজার]]টি [[মেঘনা নদী]]র তীরে এবং [[চেংগার খালের]] পাশে ছিল বলে এ বাজারে ব্যবসা বানিজ্য গড়ে উঠেছিল। মঙ্গলীয় নেতা [[চেংগীস খাঁন]] নৌ যাত্রা পথে এ বাজারে এসেছেন বলে তার নামুসারে [[চর চেঁংগা নামকরন]] করা হয়।
<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=তিলোত্তমা হাতিয়ার: ইতিহাস ও ঐতিহ্য |পাতা=৩৫ |লেখক= ড. মোহাম্মদ আমিন}}</ref>
আদি [[হাতিয়া]]র [[মাইজচরার]] অধীবাসিরা নদী ভাঙ্গনের পরে এ অঞ্চলে বসবাস শুরু করে।তাদের পূর্বের ঐতিহ্যকে ধারন করে [[মাইজচরা নামকরন]] করা হয়। স্বাধীনতার পরবর্তীতে [[মাইজদী বাজার]] গঠিত হয়। ৬ টি পয়েন্টের মাঝখান ছিল বলে এটি [[মাইজদী বাজার নামকরন]] করা হয়। আশির দশকে [[বাংলা বাজারে]]র [[হাট]] বসানো হয় তৎকালীন চেয়ারম্যান [[মোজাম্মেল হক]]। রাজনৈতিক সুবিধার্থে তিনি এ বাজার প্রতিষ্ঠা করেন তবে কেন বাংলা বাজার দিল তা জানা যায়নি। এছাড়াও চার রাস্তার মাথায় বাজার উঠেছে বলে [[চৌরাস্তা বাজার নামকরন]] করা হয়, [[জবেদ আলী মিয়ার]] নামানুসারে [[জবেদ আলী বাজার নামকরন]] করা হয়। [[সেকু মেম্বারের]] নামানুসারে [[সেকু মার্কেট নামকরন]] করা হয়।[[মানিক বাজারে]]র বর্তমান নাম [[সোনাদিয়া বাজার]]। [[সোনাদিয়া ইউনিয়নে]]র নামানুসারে এ বাজারের নামকরন করা হয়। [[সুইজ গেটে]]র নামানুসারে [[সুইজের বাজার নামকরন]] করা হয়, খালের পাড়ে প্রচুর [[কেঞ্জাগাছ]] ছিল বলে [[কেঞ্জাখালী বাজার]] নামকরন করা হয়, তিন রাস্তার মাথায় বাজার গড়ে উঠেছে বলে [[তেমুনী বাজার]] নামকরন করা হয় এবং [[মনিদুল হকে]]র নামানুসারে [[মদিন নগর নামকরন]] করা হয়। মদিন নগরের পূর্ব নাম ছিল ১৮-২০। [[ম্যাজিষ্ট্রেট হিলটনে]]র নামে একটি রাস্তা [[হিলটন রোড় রাখা]] হয়।<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩২- |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
 
== দর্শনীয় স্থান ==
* আলাদি গ্রামের [[ঠুয়ার চর]] এবং
* চর চেংগা বাজারের পশ্চিমে [[বেঁড়ি বাঁধ ও সুইজের বাজার]]।
<ref>{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩২ |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}</ref>
 
== কৃতী ব্যক্তিত্ব ==
* হাজী আলী আহমদ মিয়া &ndash;– সোনাদিয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং তমরুদ্দিন ও সোনাদিয়া ইউনিয়নের ৩ মেয়াদে ৩৫ বছরের প্রেসিডেন্ট ও চেয়ারম্যান।<ref>
{{বই উদ্ধৃতি | শিরোনাম=সম্ভাবনাময় হাতিয়া বাংলার সিঙ্গাপুর|পাতা=১৩০ - |লেখক=মোঃ রিপাজ উদ্দিন}}
</ref>
 
== জনপ্রতিনিধি ==
* বর্তমান চেয়ারম্যান: নুরুল ইসলাম
 
== আরোআরও জানুনদেখুন ==
* [[হাতিয়া উপজেলা]]
* [[হাতিয়া থানা]]
৯৪ ⟶ ১১৭ নং লাইন:
 
[[বিষয়শ্রেণী:হাতিয়া উপজেলার ইউনিয়ন]]
[[বিষয়শ্রেণী:অসম্পূর্ণ বাংলাদেশের ইউনিয়ন নিবন্ধ]]