থর (মার্ভেল কমিক্স): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাবুজ্জামান থর(কমিকস) কে থর (কমিকস) শিরোনামে স্থানান্তর করেছেন
রণি বসু (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
২৪ নং লাইন:
 
'''থর ([[ইংরেজী]]-Thor)''' হল [[মার্ভেল কমিকস]] থেকে প্রকাশিত একটি পৃথিবীবিখ্যাত কমিকস্ চরিত্র। [[নর্স পুরাণ]]ের বজ্রের দেবতা [[থর]]-এর আদলে এই চরিত্রটি নির্মিত হয়েছে। থরের প্রধান অস্ত্র হল তার [[হাতুড়ি]]। এই [[হাতুড়ি]]র নাম ''"জলনির"'' এবং এর সৌজন্যে থর [[আকাশ]]ে উড়তে পারে এবং [[আবহাওয়া]] নিয়ন্ত্রণ করতে পারে। ১৯৬২ সালের আগস্টে [[স্ট্যান লি]]র সম্পাদনায়, [[ল্যারি লিবার]]ের গল্পে এবং [[জ্যাক কার্বি]]র ড্রইঙে আত্মপ্রকাশ করে থর।
 
==কাহিনী সংক্ষেপ==
[[গ্রিক]] পুরাণে যেমন [[বজ্র]] দেবতা হিসেবে আছে জিউস, ঠিক তেমনি [[নর্স পুরাণ]]ের বজ্রদেবতা থর। আসগার্ডিয়ান দেবরাজ [[ওডিন]] ও জ্যেষ্ঠ দেবী [[গাইয়া]]র একমাত্র পুত্র। জন্ম পরিচয় ঠিক রাখলেও, মার্ভেলের কমিক জগতের সাথে খাপ খাওয়ানোর জন্যে থরের উৎপত্তির গল্পে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। কমিকসের গল্প অনুযায়ী থরের জন্ম হয়েছিল শত শত বছর পূর্বে [[নরওয়ে]]র এক গুহায়। কৈশোরে উত্তীর্ণ হওয়ার পর [[ওডিন]] তাকে অ্যাসগার্ডে নিয়ে আসেন যাতে পূর্ণবয়স্ক হওয়ার পর তাকে অ্যাসগার্ডের সিংহাসনে বসাতে পারেন। [[লোকি লাউফিসান]] নামে থরের এক পালক ভাই রয়েছে। তাকে বলা হয় দুষ্কর্মের দেবতা এবং সে মার্ভেল ইউনিভার্সের অন্যতম প্রধান [[সুপারভিলেন]]দের একজন। ইয়োথানহাইমের সংঘটিত যুদ্ধ জয়ের পর সেখান থেকে ফেরার পথে [[ওডিন]], শিশু লোকিকে নিয়ে অ্যাসগার্ডে আসেন এবং নিজের সন্তানের মতো করে তাকে লালনপালন করেছেন।
থর [[দেবতা]] বলেই কিনা থরের গায়ে ছিল অসুরের সমান শক্তি। ছোটবেলা থেকে সে শিখতে শুরু করে যুদ্ধের নানা কৌশল। ধীরে ধীরে সে হয়ে ওঠে অ্যাসগার্ডের সবচেয়ে বলবান বীর। অস্ত্র বলতে তার আছে অবিনাশী পাথর উরু দিয়ে তৈরি ''"জলনির"'' নামের প্রকাণ্ড [[হাতুড়ি]]। সেটা দিয়ে সে [[মেঘ]], [[বজ্রপাত]] এবং [[বাতাস]]কে নিয়ন্ত্রণ করতে পারে। [[ওডিন]]ের বক্তব্য অনুযায়ী যোগ্য কেউ ব্যতীত ''"জলনির"''-কে তোলার সামর্থ্য কারো নেই। সন্তানকে আরও দক্ষ এবং পরাক্রমশালী রূপে গড়ে তোলার লক্ষ্যে, সর্বপিতা [[ওডিন]] অ্যাসগার্ডিয়ান সামরিক বাহিনীর দায়িত্ব তার হাতে তুলে দিলেন।
তার নেতৃত্ব বেশ কিছু যুদ্ধ জয় করে অ্যাসগার্ডিয়ানরা। এছাড়া বছরের পর বছর অ্যাসগার্ডকে শত্রুর কবল থেকে রক্ষা করতে করতে থরের ভিতর এক ধরনের অহমিকা আর একগুঁয়েমির জন্ম হয়। সেটা [[ওডিন]]ের নজরে আসে। [[ওডিন]] সবসময় চাইতেন তার ছেলে হবে তার থেকেও মহৎ, উদার এবং ক্ষমতাবান। ছেলের ভেতরের এই অহমিকা দূর করার জন্যে তিনি থরকে মিডগার্ডে (পৃথিবী) নির্বাসিত করেন একজন সাধারণ মানুষ হিসেবে, যাতে করে সে সাধারণ মানুষের সাথে থেকে নম্রতা আর উদারতা শিখতে পারে। কমিকবই থেকে পাওয়া তথ্যানুযায়ী, থরকে পৃথিবীতে পাঠান হয়েছিল ''ড. ডোনাল্ড ব্লেক'' নামের এক [[পঙ্গু]] মেডিকেল ছাত্র হিসেবে। তখন তার মধ্যে কোনো স্বর্গীয় শক্তি বা তার আগের জীবনের কোনো স্মৃতি ছিল না। [[ওডিন]]ের [[বশীকরণ]]ের ফলে সে তার অতীতের সবকিছু ভুলে নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে বিশ্বাস করা শুরু করে। ধীরে ধীরে থর শিখতে পারে ক্ষুদ্রতা কী, দুর্বলতা কী- এগুলোর সাথে কোনোই পরিচয় তার ছিল না পূর্বে। সে আরও শেখে মরণশীল হয়েও কীভাবে সত্যিকারের বিনয়ী আর মহৎ হতে হয়।
 
একদিন ক্রোনান নামের [[এলিয়েন]] জাতি তাদের স্কাউটদলকে পৃথিবীতে পাঠায় আক্রমণ করার জন্যে। সেই স্কাউটদল অবতরণ করে [[নরওয়ে]]র এক জায়গায়। ডাক্তারি পাশ করার পর ডোনাল্ড ব্লেকরুপী থর অবসর কাটানোর জন্যে অবস্থান করছিল সেই শহরেই। আকাশ থেকে আলোর ঝলকানি [[মাটি]]তে পড়তে দেখে ব্লেক কৌতূহলের বশে সেটাকে ফলো করে। তখনই ঘটে আশ্চর্যজনক এক ঘটনা। হঠাৎ করেই ব্লেক উড়তে শুরু করে এবং এক গুহায় অবতরণ করে। এই একই গুহায় তার জন্ম হয়েছিল। সেখানে সে নিজের ছড়িটি দিয়ে পাথরে আঘাত করে এবং ফিরে পায় হয় তার পূর্বের রূপ, বজ্রদেবতা থর। থরে রূপান্তরিত হবার পর সে ক্রোনানদের সাথে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়। তার বীরত্বে ক্রোনানদের অধিকাংশই পরাজিত হয়। এরপর হাতের [[হাতুড়ি]] ''"জলনির"'' দিয়ে [[মাটি]]তে আঘাত করে সে নিজেকে আবার ডোনাল্ড ব্লেকে রূপান্তরিত করে। পরাক্রমশীল থর বনে যায় সাধারণ মানুষে আর থরের [[হাতুড়ি]] বদলে যায় সামান্য [[কাঠ]]ের [[লাঠি]]তে।
 
ক্রোনানদের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করার কিছুদিন পর থর জানতে পারে তার গর্ভধারিণী মা [[গাইয়া]]র কথা, জানতে পারে তার জন্ম হয়েছিল এই [[পৃথিবী]]তেই। তাই [[পৃথিবী]]কে শত্রুর কবল থেকে বাঁচানোর জন্যে সে সেখানেই থেকে যায় এর রক্ষক এবং অ্যাসগার্ডের একজন প্রতিনিধি হিসাবে।