চীনা কমিউনিস্ট পার্টি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনির্ভরযোগ্য উৎস বাতিল
InternetArchiveBot (আলোচনা | অবদান)
3টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
১৫ নং লাইন:
 
== ইতিহাস ==
[[১৯১৯]] সালের [[৪ মে-র আন্দোলন|৪ মে-র আন্দোলনের]] পর থেকেই চীনে মার্ক্সবাদী চিন্তাধারা ব্যাপকভাবে প্রসার লাভ করতে শুরু করে। [[১৯২০]] সালের [[জুন]] মাসে [[কমিউনিস্ট ইন্টারন্যাশনাল|কমিউনিস্ট ইন্টারন্যাশনালের]] পক্ষ থেকে [[গ্রিগোরি ভইতিন্‌স্কি]] চীনে আগমন করেন এবং [[লি দাজাও]] সহ অন্যান্য সংস্কারপন্থীদের সাথে সাক্ষাৎ করেন। তিনিই চীনে "সমাজতান্ত্রিক যুব বাহিনী" প্রতিষ্ঠা করতে অর্থসাহায্য করেন।<ref>Schwartz, Benjamin, ''Chinese Communism and the Rise of Mao'', Harper & Row (নিউ ইয়র্ক: ১৯৫১), পৃষ্ঠা ৩২-৩৫।</ref> এরপর [[১৯২১]] সালে শাংহাইয়ের ফরাসি উপনিবেশে একটি অনানুষ্ঠানিক সংগঠন হিসেবে চেন দুজিউ এবং লি দাজাও কর্তৃক প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠিত হয় '''চীনের কমিউনিস্ট পার্টি'''। [[১৯২০]] সালে চীনে এবং চীনের বাইরে বিভিন্ন অনানুষ্ঠানিক গোষ্ঠীর অস্তিত্ব ছিলই, কিন্তু কমিউনিস্ট পার্টির প্রথম আনুষ্ঠানিক সূচনা হয় [[১৯২১]] সালের ১ [[জুলাই]] প্রথম পার্টি কংগ্রেসের মধ্য দিয়ে।সাংহাইতে আয়োজিত দলের প্রথম এই কংগ্রেসে সভ্য ছিলেন মোট ৫৩ জন। এইসময়ই সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে দলের নামকরণ করা হয় "'''চীনের কমিউনিস্ট পার্টি'''" ('''中国共产党''') এবং বিভিন্ন কমিউনিস্ট গোষ্ঠীর ভিন্ন ভিন্ন নাম পরিহার করা হয়। পার্টির প্রতিষ্ঠায় যে সকল নেতৃবৃন্দ মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন তাঁরা হলেন লি দাজাও, চেন দুজিউ, চেন গংবো, তাং পিংশান, জাং গুওতাও, হে মেংজিয়ং, লউ জাংলং এবং দেং জংজিয়া। প্রথম পার্টি কংগ্রেসে দলের পরবর্তীকালের সর্বাধিক গুরুত্বপূর্ণ নেতা [[মাও সে তুং|মাও সে তুংও]] উপস্থিত ছিলেন হুনান কমিউনিস্ট গোষ্ঠী থেকে আগত দু'জন সভ্যের একজন হিসেবে। উক্ত পার্টি কংগ্রেসে উপস্থিত অন্যান্য সদস্যরা ছিলেন দং বিউ, লি হানজুন, লি দা, চেন তানকিউ, লিউ রেনজিং, জউ ফোহাই, হে শুহেং, দেং এনমিং এবং [[কমিউনিস্ট ইন্টারন্যাশনাল]] থেকে আগত দু'জন প্রতিনিধি, যাদের মধ্যে একজন হলেন হেঙ্ক স্নিভলিয়েত (যিনি "মারিং" নামেই অধিক জনপ্রিয় ছিলেন<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://ksghome.harvard.edu/~asaich/chinese-communisty-party-during-comintern.pdf |সংগ্রহের-তারিখ=২০ মার্চ ২০১০ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20081001214207/http://ksghome.harvard.edu/~asaich/chinese-communisty-party-during-comintern.pdf |আর্কাইভের-তারিখ=১ অক্টোবর ২০০৮ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>)। লক্ষণীয়ভাবে কমিউনিস্ট পার্টির এই সূচনালগ্নে অনুপস্থিত ছিলেন দলের পরবর্তীকালের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা [[লি লিসান]], [[চৌ এন-লাই]] এবং ক্যু কিউবাই।
 
== দলীয় কাঠামো ==
৫৯ নং লাইন:
== অভ্যন্তরীণ এবং বাহ্যিক গোষ্ঠীসমূহ ==
[[চিত্র:Flag of the Chinese Communist Party.svg|200px|thumb|left|চীনের কমিউনিস্ট পার্টির দলীয় পতাকা]]
রাষ্ট্রবিজ্ঞানীরা কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে দু'টি গোষ্ঠীকে চিহ্নিত করেছেন<ref>{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=সংরক্ষণাগারভুক্ত অনুলিপি |ইউআরএল=http://chicagosociety.uchicago.edu/china/coverage/PoliticsPanel.pdf |সংগ্রহের-তারিখ=২০ মার্চ ২০১০ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20081001214208/http://chicagosociety.uchicago.edu/china/coverage/PoliticsPanel.pdf |আর্কাইভের-তারিখ=১ অক্টোবর ২০০৮ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref> যা "এক দল, দুই গোষ্ঠী" নামক এক কাঠামো সৃষ্টি করেছে।<ref>http://chinavitae.com/reference/conferencepapers/Li_Cheng.pdf</ref> প্রথম গোষ্ঠীটির নাম হল "সম্ভ্রান্ত জোট" যা মূলত সমৃদ্ধ প্রদেশসমূহ থেকে আগত কর্মকর্তাদের নিয়ে গঠিত। দ্বিতীয় গোষ্ঠীটি হল "যুব লিগ গোষ্ঠী", যা মূলত "কমিউনিস্ট যুব লিগের" মাধ্যমে গ্রামাঞ্চল থেকে উঠে আসা নেতৃবৃন্দকে নিয়ে গঠিত। পার্টির অভ্যন্তরে এই উভয় গোষ্ঠীই চীনে একচ্ছত্র কমিউনিস্ট শাসনের প্রতি দায়বদ্ধ এবং অন্তর্দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে প্রবলভাবে সংযত যাতে কোনভাবেই দলীয় ঐক্য বিনষ্ট না হয়। লক্ষ করা গেছে যে দল এবং সরকারের বিভিন্ন পদ এমনভাবে সংগঠিত করা হয়েছে যাতে এই দুই গোষ্ঠীর মধ্যেই ভারসাম্য রক্ষিত হয়।
 
এই "এক দল, দুই গোষ্ঠী" কাঠামোর ভিতরে লি চেন মতপ্রকাশ করেছেন যে মতাদর্শগত ভিত্তিতে এই দুই গোষ্ঠীকে চিহ্নিতকরণ করা কখনওই উচিত নয় এবং উভয় গোষ্ঠীর কারওরই একে অপরের প্রতি সম্পূর্ণভাবে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ক্ষমতা নেই।<ref>[http://www.jamestown.org/news_details.php?news_id=210 The Jamestown Foundation<!--Bot-generated title-->]</ref>
৬৮ নং লাইন:
[[৩ অক্টোবর]], [[১৯২৮]] সালে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির ষষ্ঠ কংগ্রেসে সর্বপ্রথম অধুনা-পরিচিত 'পূর্ণ' এবং 'পর্যায়ক্রমিক' কাঠামো যথাক্রমে ৮৪ এবং ৩৪ জন সভ্য নিয়ে গঠিত হয়। সেইসময় পার্টির সদস্যসংখ্যা ছিল ৪০০০০। [[১৯৪৫]] সালে সপ্তম পার্টি কংগ্রেসে ৫৪৭ জন 'পূর্ণ' এবং ২০৮ জন 'পর্যায়ক্রমিক' সভ্য ১২১০০০০ জন সদস্যের প্রতিনিধিত্ব করেছিলেন। এই প্রতিনিধিত্বের অনুপাত ছিল ১৬০০ সদস্যপ্রতি একজন প্রতিনিধি, যা [[১৯২৭]] সালে ছিল ১:৭২৫।
 
কমিউনিস্ট পার্টি [[কুওমিনতাং|জাতীয়তাবাদীদের]] [[চীনা গৃহযুদ্ধ|যুদ্ধে]] পরাজিত করার পর জাতীয় পার্টি কংগ্রেস অনেক কম প্রতিনিধিত্বমূলক হয়ে পড়ে। [[১৯৫৬]] সালের অষ্টম পার্টি কংগ্রেসে ১০২৬ জন 'পূর্ণ' এবং ১০৭ জন 'পর্যায়ক্রমিক' সভ্যবৃন্দের উভয়ই পৃথক্‌ভাবে ৯৪৭০ জন সদস্যের প্রতিনিধিত্ব করেন (মোট ১০৭৩০০০০ জন সদস্য)। পরবর্তী পার্টি কংগ্রেসগুলিতে প্রতিনিধির সংখ্যা ক্রমে হ্রাস করা হয়, যদিও [[২০০০]] সাল পর্যন্ত পার্টির সদস্যসংখ্যা বর্ধিত হয়ে দাঁড়ায় ৬০০০০০০০।<ref>[http://english.cpcnews.cn/92277/6277861.html{{ওয়েব উদ্ধৃতি |শিরোনাম=Press center of the 17th CPC National Congress<!--Bot-generated title-->] |ইউআরএল=http://english.cpcnews.cn/92277/6277861.html |সংগ্রহের-তারিখ=২০ মার্চ ২০১০ |আর্কাইভের-ইউআরএল=https://web.archive.org/web/20081023011200/http://english.cpcnews.cn/92277/6277861.html |আর্কাইভের-তারিখ=২৩ অক্টোবর ২০০৮ |অকার্যকর-ইউআরএল=হ্যাঁ }}</ref>
 
== মতাদর্শ ==