মক্কার বলীখেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
অনির্ভরযোগ্য উৎস বাতিল
সংশোধন
১৩ নং লাইন:
| olympic = না
}}
'''মক্কার বলি খেলা বা মক্কারো বলিখেলা''' এক বিশেষ ধরনের [[কুস্তি]] খেলা, যা [[চট্টগ্রাম|চট্টগ্রামের]] [[সাতকানিয়া উপজেলা]]র অন্তর্গত [[মাদার্শা ইউনিয়ন]]ে প্রতিবছরের বাংলা সনের ০৭ই বৈশাখে অনুষ্ঠিত হয়।এইহয়। এই খেলায় অংশগ্রহনকারীদেরকে বলা হয় বলী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় '''কুস্তি, বলীখেলা''' নামে পরিচিত।তিনপরিচিত। তিন শতাধিক বছর পূর্বে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে [[সৌদি আরব]]ের [[মক্কা]] থেকে আগত ইয়াছিন মক্কীর নাতি কাদের বক্সু [[১৮৭৯]] সালে তাদের প্রজাদের থেকে খাজনা আদায়ের সময় আনন্দ দেওয়ার জন্য সর্বপ্রথম বলি খেলার সূচনা করেন।পরবর্তীতেকরেন। পরবর্তীতে তার মৃত্যুর পর এটি মক্কারো বলি খেলা নামে পরিচিত লাভ করে।বলিকরে। বলি খেলাকে কেন্দ্র করে আশপাশের কয়েক কিলোমিটার জায়গাজুড়ে বৈশাখী মেলারও আয়োজন করা হয়।
==ইতিহাস==
সাতকানিয়ার মাদার্শা মক্কার বাড়ির বংশধর, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ইসলামিয়া কলেজের অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, এখন থেকে তিন শতাধিক বছর পূর্বে তাদের পূর্ব পুরুষ সৌদি আরবের মক্কার বাসিন্দা ইয়াছিন মক্কী ধর্ম প্রচারের উদ্দেশ্যে সাতকানিয়ায় আসেন এবং মাদার্শার পাহাড়ি এলাকায় বসবাস শুরু করেন।
৩০ নং লাইন:
== মল্ল পরিবার ও বলীখেলা ==
[[চিত্র:Boli Khela, Pohela Boishakh (2014) (19204242768).jpg|thumb|চট্টগ্রামে বলি খেলার একটি দৃশ্য।]]
[[চট্টগ্রাম]] বলির দেশ। [[কর্ণফুলী নদী|কর্ণফুলী]] ও [[সাঙ্গু নদী|শঙ্খ]] নদীর মধ্যবর্তী স্থানের উনিশটি গ্রামে মল্ল উপাধিধারী মানুষের বসবাস ছিল। প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী মল্লরা সুঠামদেহী সাহসী পুরুষ এবং তাদের বংশানুক্রমিক পেশা হচ্ছে শারীরিক কসরৎ প্রদর্শন। এই মল্লবীরেরাই ছিলেন বলিখেলার প্রধান আকর্ষণ ও বলিখেলা আয়োজনের মূল প্রেরণা।চট্টগ্রামেরপ্রেরণা। চট্টগ্রামের বাইশটি মল্ল পরিবার ইতিহাস প্রসিদ্ধ। আশিয়া গ্রামের আমান শাহ মল্ল, চাতরি গ্রামের চিকন মল্ল, কাতারিয়া গ্রামের চান্দ মল্ল, জিরি গ্রামের ঈদ মল্ল ও নওয়াব মল্ল, পারি গ্রামের হরি মল্ল, পেরলা গ্রামের নানু মল্ল, পটিয়ার হিলাল মল্ল ও গোরাহিত মল্ল, হাইদগাঁওর অলি মল্ল ও মোজাহিদ মল্ল, শোভনদন্ডীর তোরপাচ মল্ল, কাঞ্চননগরের আদম মল্ল, ঈশ্বরখাইনের গনি মল্ল, সৈয়দপুরের কাসিম মল্ল, পোপাদিয়ার যুগী মল্ল, খিতাপচরের খিতাপ মল্ল, ইমামচরের ইমাম মল্ল, নাইখাইনের বোতাত মল্ল, মাহাতার এয়াছিন মল্ল, হুলাইনের হিম মল্ল, গৈরলার চুয়ান মল্ল।
 
==তথ্যসূত্র==