তমা মির্জা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
সম্পাদনা সারাংশ নেই
৭ নং লাইন:
}}
'''তমা মির্জা''' একজন বাংলাদেশী অভিনেত্রী। ২০১৫ সালে [[নদীজন]] চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে [[বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী|শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী]] বিভাগে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।<ref>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www.dailyjanakantha.us/details/article/269284/২০১৫-সালের-‘জাতীয়-চলচ্চিত্র-পুরস্কার’-ঘোষণা |শিরোনাম=২০১৫ সালের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঘোষণা |তারিখ=২৪ জুলাই ২০১৭ |সংবাদপত্র=[[দৈনিক জনকণ্ঠ]] |অবস্থান=ঢাকা, বাংলাদেশ |সংগ্রহের-তারিখ=২৪ জুলাই ২০১৭}}</ref>
 
==প্রাথমিক জীবন==
তমা মির্জার শৈশব কাটে বাগেরহাটের কচুয়ায়। সেখানে মাধ্যমিক পাশ করার পর ঢাকায় এসে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ভর্তি হন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। উচ্চমাধ্যমিকে পাশ করার পর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন।
 
==অভিনয় জীবন==
শাহিন সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার।তার। পরে বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’‘[[নদীজন]]’ ছবিতেচলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেছেনকরেন তিনি।
 
==চলচ্চিত্র==