অগাস্ট কোঁৎ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
Moklesur13151425 (আলোচনা | অবদান)
১৮ নং লাইন:
 
কোঁত, ক্যারোলা মাস্যি-কে ১৮২৫ সালে বিয়ে করেন এবং ১৮৪২ সালে তাদের বিচ্ছেদ হয়। ১৮২৬ সালে তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আরোগ্য লাভ না করেই তিনি সেখান থেকে চলে আসেন।
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
অগাস্ট কোঁতঃ
 
অগাস্ট কোঁত একজন ফরাসি সমাজবিজ্ঞানি। তার পূর্ণ নাম ইসিডোর মেরি অগাস্ট ফ্রানকোইস জেভিয়ার কোঁত ( Isidore Marie Auguste François Xavier Comte) তিনি [[১৭৯৮|১৭৯৮ সালের]] [[১৯শে জানুয়ারি]] মাসে দক্ষিন ফ্রান্সের মন্টপোলিয়ারে সম্ভ্রান্ত মধ্যবিও ও ধার্মিক পরিবারে জন্মগ্রহন করেন। তিনি উনিশ শতকের একজন প্রথম সারির [[ফ্রান্স|ফরাসি]] দার্শনিক। সমাজবিজ্ঞানের জনক হিসেবেও তিনি খ্যাত। তিনি সর্বপ্রথম সোসিওলজি (sociology) অর্থাৎ [[সমাজবিদ্যা]] শব্দটি ব্যবহার করেন।
 
শিক্ষাজীবনঃ অগাস্ট কোঁত ৯ বছর বয়সে Lycee নামক এক বিখ্যাত রাজকীয় স্কুল এ ভর্তি হন। তার গনিতের শিক্ষক এর নাম ছিলো ড্যানিয়েল ইকনট (Danial Encontre)। তার হাত ধরেই তার শিক্ষা জীবন শুরু। ১৮১৪ সালে তিনি প্যারিসের ইকোলি পলিটেকনিক এ ভর্তির জন্য প্রবেশিকা পরিক্ষায় উত্তীর্ণ হয়। ভর্তি পরিক্ষায় তিনি চতুর্থ স্থান লাভ করে। সেই সময় ইকোলী পলিটেকনিক এর নাম সারা ইউরোপ জুড়ে সুনাম ছিল। ১৮১৬ সালে পুনর্নির্মানের জন্য এটি বন্ধ হয়ে গেলে তিনি মন্টপোলিয়ারে ফিরে আসেন, এবং সেখানে তিনি সেন্ট সাইমন (Henri de Saint-Simon) এর সাথে পরিচয় হয়। সেখানে তিনি তার ছাএ ও সহযোগী হিসেবে নিযুক্ত হন। সেন্ট সাইমন এবং তিনি একটি বই ( System de Politique Positive) প্রকাশ করেন। যার মাত্র একটি কপি ছাপানো হয়। প্রায় ১০ বছর পর সেন্ট সাইমনের সাথে কোঁত এর সম্পর্ক ছিন্ন হয়।
 
১৮২৫ সালের ফ্রেব্রুয়ারি মাসে তিনি ক্যারোলিন মাসিন (Caroline massin ) কে বিয়ে করেন। তাদের বৈবাহিক জীবন সুখের ছিল না। ১৮২৬ সালে কোঁত এর বক্তৃতা শুরু হয়। ১৮২৭ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে তার নিজ জন্মস্থানে ফিরে আসেন। ১৮২৮ সালে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন। এই সময় তিনি ( Irritation and Folly) গ্রন্থের উপর সমীক্ষা চালান।
 
১৮৪২ সালে ক্যারোলিন মাসিন এর সাথে তার বিচ্ছেদ হয়। ১৮৪৪ সালে কোঁত এর সাথে ক্লথাইল ( Clothailde de Vaux ) এর সম্পর্ক গড়ে উঠে। ক্লথাইল ছিলেন একজন স্বামী পরিত্যক্তা। ক্লথাইল ছিলেন যক্ষা রোগী এবং এই রোগেই তিনি মারা যান। ১৮৪৪ সালে ক্লথাইল মারা গেলে কোঁত অনেক বার আত্মহত্যা করার চেষ্টা করেন।
 
মৃত্যুবরণঃ ১৮৫৭ সালে মাত্র ৫৯ বছর বয়সে কোঁত মরন ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়। এবং [[১৮৫৭]] সালের [[৫ই সেপ্টেম্বর]] তিনি পরলোক গমন করেন।
 
Edit by: Moklesur Rahman (Mony)
 
== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}
== বহিঃসংযোগ ==
* [http://plato.stanford.edu/entries/comte/ Auguste Comte: Stanford Encyclopaedia of Philosophy]
* [http://bolenderinitiatives.com/sociology/auguste-comte-1798–1857 Review materials for studying Auguste Comte]
* [http://positivists.org/40.html J.H. Bridges, ''The Seven New Thoughts of the Positive Polity'' 1915]
* [http://positivists.org/53.html Auguste Comte quotes]
{{সামাজিক ও রাজনৈতিক দর্শন}}
{{অসম্পূর্ণ}}
 
[[বিষয়শ্রেণী:ফরাসি সমাজবিজ্ঞানী]]
[[বিষয়শ্রেণী:১৭৯৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৮৫৭-এ মৃত্যু]]
 
== বহিঃসংযোগ ==
* [http://plato.stanford.edu/entries/comte/ Auguste Comte: Stanford Encyclopaedia of Philosophy]