আলাপ:বায়তুল মোকাররম জাতীয় মসজিদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Nmbd1 (আলোচনা | অবদান)
৫ নং লাইন:
{{ping|Nmbd1}} অনুগ্রহ করে সম্পাদনা যুদ্ধে লিপ্ত হবে না। আলোচনা করুন। নিবন্ধে কি ভুল আছে জানান। কেন নাম পরিবর্তন করতে হবে জানান। আলোচনার ভিত্তিতে সমস্যা সমাধান করা যাবে। --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০৩:০০, ১৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
:সম্পাদনা যুদ্ধে আপনি নিজেই লিপ্ত রয়েছেন। এখানে অফিশিয়াল নাম অনুসারে করা হয়েছে এবং বর্তমান সংশ্লিষ্ট তথ্য দেওয়া হয়েছে{{স্বাক্ষরহীন|Nmbd1}}
::{{ping|Nmbd1}}অফিসিয়াল নামটি আপনি কীভাবে নিশ্চিত হলেন? আপনি কি নিজে স্ব-চোখে মসজিদের কোথাও উক্ত নাম দেখেছেন। আপনি যে লিঙ্ক দিয়েছেন তার ভিত্তিতে পরিবর্তন করতে আমার আপত্তি আছে, উক্ত সাইট সরকারী হলেও উক্ত লিঙ্কের পাতার তথ্য নাম পরিবর্তন করতে জোড়ালো কোন সূত্র নয় (উক্ত সরকারী সাইটের পাতাটি যিনি লিখেছেন তিনি নিজেই বাংলা উইকিপিডিয়া থেকে লেখা অনুলিপি করেছেন)। আমার জানা মতে ''বায়তুল মোকাররম'' নাম অধিক পরিচিত, কোন পত্র-পত্রিকাতে অতিরিক্ত ''জাতীয়'' শব্দ লাগাতে দেখিনি। দ্বিতীয়ত, ''বর্তমান সংশ্লিষ্ট তথ্য দেওয়া হয়েছে'' বলে আপনি কি বোঝাতে চেয়েছেন? কারণ আমি দেখতে পাচ্ছি আপনি নিবন্ধ থেকে অনেক তথ্য মুছে ফেলছেন তা বলে। আমি কিছুদিন আগে বাংলাপিডিয়া, বিভিন্ন পত্র-পত্রিকা ঘাটাঘাটি করে ইতিহাস, স্থাপত্যশৈলী, মসজিদ ভবন অনুচ্ছেদ যুক্ত করেছি। আপনি কি এগুলিকে, এগুলির তথ্যকে ভুল বলছেন? --[[ব্যবহারকারী:আফতাবুজ্জামান|আফতাবুজ্জামান]] ([[ব্যবহারকারী আলাপ:আফতাবুজ্জামান|আলাপ]]) ০৩:১৮, ১৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
আফতাবুজ্জামান সাহেব আপনার কোথাও ভূল হচ্ছে, আপনি অযথা আপনার ক্ষমতার অপব্যবহার করছেন। আমি নিজে স্ব-চোখে দেখেছি এবং এর অধীনেই আমি তথ্যপ্রযুক্তির দায়িত্বে রয়েছি। আপনি যে পত্রিকার রেফারেন্স দিয়েছেন দৈনিক সংগ্রাম পত্রিকার অধিকাংশ তথ্যই ভুল অনেক পুরাতন তথ্য রয়েছে এর জন্য আমি আপনাকে দায়ী করছি না তবে এই মসজিদের অফিসিয়ালি নাম বর্তমানে [[বায়তুল মোকাররম জাতীয় মসজিদ]] এব্যাপারে আমি ১০০% নিশ্চিত। বাংলাদেশের সর্বত্র প্রচলিত ১০ টাকার নোটেও এই মসজিদের ছবি সহ ''বায়তুল মোকাররম জাতীয় মসজিদ'' নামটি রয়েছে। --[[ব্যবহারকারী:Nmbd1|Nmbd1]] ([[ব্যবহারকারী আলাপ:Nmbd1|আলাপ]]) ০৫:৩৮, ১৩ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
"বায়তুল মোকাররম জাতীয় মসজিদ" পাতায় ফেরত যান।