আর্জেন্টিনা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
Zaheen (আলোচনা | অবদান)
ভূমিকা সম্প্রসারণ
৭ নং লাইন:
|image_coat = Coat of arms of Argentina.svg
|other_symbol = [[File:Sol de Mayo-Bandera de Argentina.svg|90x90px|alt=সোল দে মায়ো]]
|other_symbol_type = {{native name|es|সোল দে মায়ো{{sfnm|1a1=Crow|1y=1992|1p=457|1ps=: "ইতোমধ্যে, প্লাজায় একত্রিত জনতা ক্যাবিলোতে তার দাবিগুলি চেপে ধরেছিল, তখন সূর্য হঠাৎ উচ্ছৃঙ্খল মেঘের মধ্য দিয়ে ভেঙ্গে পড়লো এবং উজ্জ্বল আলোতে দৃশ্যটি পরিহিত। মানুষ একমত সঙ্গে ঊর্ধ্বগামী লাগছিল এবং তাদের কারণে একটি অনুকূল ওমেন হিসাবে এটি গ্রহণ। এই "মে এর সূর্য" এর উৎপত্তি ছিল যা আর্জেন্টিনা পতাকা এবং আর্জেন্টাইন কোট অস্ত্রের কেন্দ্রস্থলে আবির্ভূত হয়েছিল।"|2a1=Kopka|2y=2011|2p=5|2ps=: "সূর্যের বৈশিষ্ট্য [[ইন্তি]], [[ইনকা]] এন সূর্য দেবতা। স্বাধীনতার পক্ষে প্রথম গণ বিক্ষোভের সময় ২৫ মে ১৮১০ সালে মেঘলা মেঘের মাধ্যমে সূর্যের উপস্থিতি স্মরণ করে।"}}|nolink=yes|paren=off}}<br />{{small|(মে এর সূর্য)}}
|national_motto = {{unbulleted list
|list_style=line-height:125%;
২৩ নং লাইন:
|image_map = Argentina orthogonal.svg
|image_map2 = Argentina_-_Location_Map_(2013)_-_ARG_-_UNOCHA.svg
|ethnic_groups={{ublist |item_style=white-space:nowrap; |৯৬.৭% শ্বেতাঙ্গ<br />(৬২.৫% ইতালিয়ান)<ref name=LaMatanza>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল =http://infouniversidades.siu.edu.ar/noticia.php?titulo=historias_de_inmigrantes_italianos_en_argentina&id=1432 |শিরোনাম=Historias de inmigrantes italianos en Argentina |তারিখ=14 November 2011 |লেখক =Departamento de Derecho y Ciencias Políticas de la [[National University of La Matanza|Universidad Nacional de La Matanza]] |প্রকাশক=infouniversidades.siu.edu.ar |ভাষা=Spanish |উক্তি=Se estima que en la actualidad, el 90% de la población argentina tiene alguna ascendencia europea y que al menos 25 millones están relacionados con algún inmigrante de Italia.}}</ref>
|২.৪% এমেরিন্ডিয়ান |০.৫% এশিয়ান<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.telam.com.ar/notas/201611/171079-japon-visita-oficial-primer-ministro-nipon-shinzo-abe-casa-de-gobierno.html|শিরোনাম=Argentina inicia una nueva etapa en su relación con Japón|ওয়েবসাইট=www.telam.com.ar}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.clarin.com/sociedad/comunidad-china-duplico-ultimos-anos_0_Syfgy52TDQe.html|শিরোনাম=La comunidad china en el país se duplicó en los últimos 5 años|প্রথমাংশ=|শেষাংশ=Clarín.com|প্রকাশক=}}</ref><ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=http://www.index.go.kr/potal/main/EachDtlPageDetail.do?idx_cd=1682|শিরোনাম=국가지표체계|ওয়েবসাইট=www.index.go.kr}}</ref><ref>https://www.indec.gov.ar/nivel4_default.asp?id_tema_1=2&id_tema_2=41&id_tema_3=135</ref> |০.৪% আফ্রিকান<ref>{{ওয়েব উদ্ধৃতি|ইউআরএল=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ar.html|শিরোনাম=The World Factbook — Central Intelligence Agency|ওয়েবসাইট=www.cia.gov}}</ref>}}
|map_width = 220px
৯৫ নং লাইন:
|footnote_b = {{note|note-train}}ট্রেনগুলো বামে চলে
}}
 
'''আর্জেন্টিনা''' ({{lang-en|Argentina}}) [[দক্ষিণ আমেরিকা|দক্ষিণ আমেরিকার]] একটি রাষ্ট্র। [[বুয়েনোস আইরেস]] দেশটির বৃহত্তম শহর ও রাজধানী। দেশটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম এবং বিশ্বের ৮ম বৃহত্তম রাষ্ট্র।
 
আর্জেন্টিনায় ভূ-প্রকৃতি ও জলবায়ু বিচিত্র। উত্তরের নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণের মেরু-উপদেশীয় অঞ্চল পর্যন্ত আর্জেন্টিনার বিস্তার। এর মধ্যেই আছে রুক্ষ [[আন্দেস পর্বতমালা]] ও তাঁর সর্বোচ্চ শৃঙ্গ [[আকোনকাগুয়া]]। তবে বেশির ভাগ লোক দেশটির মধ্যভাগে অবস্থিত বিশাল উর্বর প্রেইরি সমভূমির (যার নাম [[পাম্পাস]]) শহরগুলিতে বাস করেন। পাম্পাসেই দেশটির অধিকাংশ কৃষিসম্পদ উৎপন্ন হয় এবং এখানেই দক্ষিণ আমেরিকার বিখ্যাত কাউবয় "[[গাউচো]]"-দের আবাসস্থল। আর্জেন্টিনায় আরও আছে অরণ্যভূমি, মরুভূমি, তুন্দ্রাভূমি, সুউচ্চ সব পর্বতশৃঙ্গ, নদনদী এবং হাজার হাজার কিলোমিটার দীর্ঘ আটলান্টিক মহাসাগরীয় উপকূলভূমি। এছাড়া দক্ষিণ আটলান্টিক মহাসাগরের অনেকগুলি দ্বীপ আর্জেন্টিনা নিজেদের বলে দাবী করে, যার মধ্যে ব্রিটিশ-শাসিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অন্যতম (আর্জেন্টিনীয়রা এগুলিকে মালবিনাস দ্বীপপুঞ্জ নামে ডাকে)। এর বাইরে অ্যান্টার্কটিকা মহাদেশের একটি অংশও আর্জেন্টিনা নিজের বলে দাবী করে।
 
আর্জেন্টিনাতে আদি প্রস্তর যুগে মানব বসতির নিদর্শন পাওয়া গেছে।{{sfn|Abad de Santillán|1971|p=17}} আধুনিক আর্জেন্টিনার ইতিহাস ১৬শ শতকে [[স্পেনীয় উপনিবেশীকরণ|স্পেনীয় উপনিবেশীকরণের]] মাধ্যমে সূচিত হয়।{{sfn|Crow|1992|p=128}} ১৭৭৬ সালে এখানে [[স্পেনীয় সাম্রাজ্য|স্পেনীয় সাম্রাজ্যের]] অধীনে [[রিও দে লা প্লাতা]] উপরাজ্যটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই উপরাজ্যের উত্তরসূরী রাষ্ট্র হিসেবে আর্জেন্টিনার উত্থান ঘটে।{{sfnm|1a1=Levene|1y=1948|1p=11|1ps=: "[After the Viceroyalty became] a new period that commenced with the revolution of 1810, whose plan consisted in declaring the independence of a nation, thus turning the legal bond of vassalage into one of citizenship as a component of sovereignty and, in addition, organizing the democratic republic."|2a1=Sánchez Viamonte|2y=1948|2pp=196–197|2ps=: "The Argentine nation was a unity in colonial times, during the Viceroyalty, and remained so after the revolution of May 1810. [...] The provinces never acted as independent sovereign states, but as entities created within the nation and as integral parts of it, incidentally affected by internal conflicts."|3a1=Vanossi|3y=1964|3p=11|3ps=: "[The Argentine nationality is a] unique national entity, successor to the Viceroyalty, which, after undergoing a long period of anarchy and disorganization, adopted a decentralized form in 1853–1860 under the Constitution."}} প্রায় তিন শতাব্দী ধরে ঔপনিবেশিক শাসনের পর ১৮১০ সালে আর্জেন্টিনা [[আর্জেন্টিনার স্বাধীনতা ঘোষণা|স্বাধীনতা ঘোষণা]] করে এবং ১৮১৮ সালে স্পেনের বিরুদ্ধে [[আর্জেন্টিনার স্বাধীনতা যুদ্ধ|স্বাধীনতা যুদ্ধবিজয়]] শেষ হয়। আর্জেন্টিনার জাতীয়তাবাদী বিপ্লবীরা দক্ষিণ আমেরিকার অন্যত্রও বিপ্লবে ব্যাপক ভূমিকা রাখে। এরপরে দেশটিতে অনেকগুলি [[আর্জেন্টিনার গৃহযুদ্ধ|গৃহযুদ্ধ]] সংঘটিত হয়। শেষ পর্যন্ত ১৮৬১ সালে অনেকগুলি অঙ্গরাজ্যের একটি ফেডারেশন হিসেবে দেশটি পুনর্গঠিত হয়।হয়, যার রাজধানী নির্ধারিত হয় বুয়েনোস আইরেস। এর পরে দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা ফেরত আসে এবং ইউরোপ থেকে বিপুলসঙ্খ্যকবিপুলসংখ্যক অভিবাসীর আগমন ঘটে, যার ফলে সাংস্কৃতিক ও জনসংখ্যার দৃষ্টিকোণ থেকে দেশটিতে ব্যাপক পরিবর্তন আসে। ১৯শ শতকের শেষ ভাগ থেকে আর্জেন্টিনা প্রচুর পরিমাণে কৃষিদ্রব্য যেমন মাংস, পশম, গম, ইত্যাদি রপ্তানি করা শুরু করে। দক্ষিণ আমেরিকায় আর্জেন্টিনাতেই প্রথম শিল্পায়ন শুরু হয় এবং এটি বহুদিন ধরে এই মহাদেশের সবচেয়ে ধনী দেশ ছিল। সে সময় এখানকার অধিবাসীরা ইউরোপীয় দেশগুলির সমমানের জীবনযাত্রা নির্বাহ করত। ব্যাপক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করে দেশটি বিংশ শতাব্দীর শুরুতে বিশ্বের ৭ম ধনী দেশে পরিণত হয়।{{sfn|Bolt|Van Zanden|2013}}{{sfn|Díaz Alejandro|1970|p=1}} তবে ১৯৪০-এর দশকের পর থেকে আর্জেন্টিনা ভয়াবহ মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব ও বড় আকারের জাতীয় ঋণের সমস্যায় জর্জরিত।
 
আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাস সংঘাতময়। দেশটির সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্ট [[হুয়ান পেরন]] শ্রমিক শ্রেণী ও দরিদ্রদের কাছে খুব জনপ্রিয় ছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন একনায়ক এবং সমস্ত বিরোধিতা কঠোর হাতে দমন করতেন। অর্থনৈতিক মন্দার কারণে ১৯৫৫ সালে পেরনের পতন ঘটে। ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কুখ্যাত সামরিক শাসনের সময় বহু আর্জেন্টিনীয়কে বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৮৩ সালে সেনাবাহিনী ক্ষমতা ছেড়ে দেবার পর আর্জেন্টিনায় আবার গণতন্ত্র স্থাপিত হয় কিন্তু দেশটি অর্থনৈতিক সমস্যায় তখনও হাবুডুবু খেতে থাকে। ২১শ শতকের প্রথম দশকেও আর্জেন্টিনা তার অর্থনীতি পুনরুজ্জীবনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
[[পাম্পাস]] এবং বিস্তীর্ণ ঊষর [[পাতাগোনিয়া|পাতাগোনীয়]] ভূপ্রকৃতির রোমান্টিক হাতছানি সত্ত্বেও আর্জেন্টিনা মূলত একটি নগরকেন্দ্রিক রাষ্ট্র। দেশটির রাজধানী বুয়েনোস আইরেসকে ঘিরে থাকা আধুনিক ও ব্যস্ত শহরতলীগুলি পাম্পাসের পূর্ব অংশে ছড়িয়ে পড়েছে। বুয়েনোস আইরেস দক্ষিণ আমেরিকার সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ ও আন্তর্জাতিক শহরগুলির একটি। উচ্ছ্বল রাত্রিজীবন এবং স্থাপত্যশৈলীর কারণে এটিকে প্রায়ই [[প্যারিস]] ও [[রোম|রোমের]] সাথে তুলনা করা হয়। ১৯শ শতকের শেষভাগে ও ২০শ শতকের শুরুর দিকে [[ইতালি]], [[স্পেন]] ও [[ইউরোপ|ইউরোপের]] অন্যান্য দেশ থেকে লক্ষ লক্ষ অভিবাসী এখানকার শিল্পকারখানাগুলিতে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে দেশান্তরী হন। বৃহত্তর বুয়েনোস আইরেস এলাকাতে আর্জেন্টিনার প্রায় এক-তৃতীয়াংশ জনগণ বাস করে। দেশটির অন্যান্য প্রধান শহরগুলির মধ্যে আছে আটলান্টিক মহাসাগরের উপকূলস্থিত [[মার দেল প্লাতা]], [[লা প্লাতা]] ও [[বাইয়া ব্লাঙ্কা]] এবং দেশের অভ্যন্তরভাগে অবস্থিত [[রোসারিও]], [[সান মিগেল দে তুকুমান]], [[কর্দোবা]] ও [[নেউকেন]]।
 
== রাজনীতি ==