আবদুস সালাম (সাংবাদিক): সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
InternetArchiveBot (আলোচনা | অবদান)
2টি উৎস উদ্ধার করা হল ও 1টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10ehf1)
অনির্ভরযোগ্য উৎস বাতিল
২০ নং লাইন:
== জন্ম ও শিক্ষাজীবন ==
'''আবদুস সালাম'''(জন্ম:[[২ আগস্ট]], [[১৯১০]]- মৃত্যু:[[১৩ ফেব্রুয়ারি]], [[১৯৭৭]]) [[ফেনী]] জেলার [[ছাগলনাইয়া উপজেলা|ছাগলনাইয়া উপজেলার]] দক্ষিণ ধর্মপুর নামে এক অজ পাড়াগাঁয়ে ১৯১০ সালের ২রা আগস্ট আবদুস সালাম জন্মগ্রহণ করেন। আবদুস সালাম ছাত্রজীবনে অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন। [[কলকাতা বিশ্ববিদ্যালয়|কলকাতা বিশ্ববিদ্যালয়ের]] প্রবেশিকা বা ম্যাট্রিক পরীক্ষায় তিনি চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান পান। একই বিশ্ববিদ্যালয়ের আই,এস,সি পরীক্ষায় মুসলিম ছাত্রদের মধ্যে তিনি শীর্ষস্থান লাভ করেন। কোলকাতার [[প্রেসিডেন্সি কলেজ]] থেকে এরপর ইংরেজি সাহিত্যে প্রথম হয়ে ''টনি মেমরিয়াল স্বর্ণপদক'' পান।
 
<ref name="আবদুস সালাম">[http://foraizean.blogspot.com/2012/03/blog-post_10.html/ সাংবাদিক আবদুস সালাম ], news99</ref>
== প্রথম কর্মজীবন ও বিবাহ ==
আবদুস সালাম ইংরেজিতে অল্প কিছুদিন ফেণী কলেজে অধ্যাপনার পরে সরকারী চাকুরীতে যোগ দেন ।ইংরেজ আমলে বেঙ্গল সরকারের আয়কর, সিভিল সাপ্লাইজ, অডিট ইত্যাদি বিভাগে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। তবে দেশ বিভাগের সময় তিনি [[ঢাকা]] চলে আসেন এবং কিছুদিনের মধ্যেই পূর্ব বাংলা সরকারের উপ-মহা হিসাব পরিচালক নিযুক্ত হন।