দ্বিতীয় মুরাদ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
আইএসবিএন টেমপ্লেট যোগ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৫৪ নং লাইন:
''' দ্বিতীয় মুরাদ''' (জুন ১৪০৪ – ৩ ফেব্রুয়ারি ১৪৫১) ([[উসমানীয় তুর্কি ভাষা|উসমানীয় তুর্কি]]: مراد ثانى ''Murād-ı <u>s</u>ānī'', [[তুর্কি ভাষা|তুর্কি]]:''II. Murat'') ছিলেন উসমানীয় সুলতান। তিনি ১৪২১ থেকে ১৪৪৪ সাল এবং ১৪৪৬ থেকে ১৪৫১ সাল পর্যন্ত রাজত্ব করেছেন। মধ্যবর্তী দুই বছর তার ছেলে [[দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান)|দ্বিতীয় মুহাম্মদ]] সিংহাসনে ছিলেন।
 
দ্বিতীয় মুরাদ তার শাসনকালে বলকান এবং তুর্কি বেয়লিকগুলোর সামন্ত নেতাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই করেছেন। এই লড়াই ২৫ বছর টিকে ছিল। তিনি আমাসিয়ায় বড় হয়েছেন। পিতা সুলতান [[প্রথম মুহাম্মদ (উসমানীয় সুলতান)|প্রথম মুহাম্মদের]] মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন।
 
== প্রারম্ভিক জীবন ==
৬০ নং লাইন:
 
==জীবনী==
দ্বিতীয় মুরাদ ১৬ বছর বয়সে সিংহাসনে বসেন। তার সিংহাসনারোহণ শান্তিপূর্ণ ছিল।
 
তবে শীঘ্রই সাম্রাজ্যে গোলযোগ দেখা দেয়। বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় মানুয়েল [[মুস্তাফা চেলেবি|মুস্তাফা চেলেবিকে]] সিংহাসনের বৈধ উত্তরসূরি হিসেবে গ্রহণ করে তাকে সহায়তা করেন। <ref>Finkel, C., ''Osman's Dream:The History of the Ottoman Empire'', Osman 2005, pp.43, Basic Books</ref> মুস্তাফা সফল হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর দ্বিতীয় মানুয়েলকে হস্তান্তর করা হবে এমন চুক্তি হয়। মুস্তাফা বাইজেন্টাইন জাহাজযোগে উসমানীয় সাম্রাজ্যের ইউরোপীয় অংশে আগমন করেন এবং দ্রুত অগ্রসর হন। অনেক তুর্কি সৈনিক তার সাথে যোগ দেয়। মুরাদ তার [[উজিরে আজম]] [[বায়েজীদ পাশা|বায়েজীদ পাশাকে]] সেনাপতি হিসেবে প্রেরণ করেন কিন্তু বায়েজীদ মুস্তাফার কাছে পরাজিত ও নিহত হন। মুস্তাফা বায়েজীদের বাহিনীকে পরাজিত করে নিজেকে এড্রিনোপলের (বর্তমান [[এদির্ন‌]]) সুলতান ঘোষণা করেন। এরপর তিনি [[দারদানেলেস]] অতিক্রম করে এশিয়া আসেন। তবে মুরাদ তাকে পরাস্ত করেন। মুস্তাফা [[গেলিপলি|গেলিপলিতে]] আশ্রয় নেন। মুরাদ এখানে অবরোধ আরোপ করেন। মুস্তাফাকে বন্দী করা হয় এবং মৃত্যুদণ্ড দেয়া হয়। মুরাদ এরপর রোমান সম্রাটের বিরুদ্ধে অস্ত্রধারণ করেন এবং কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে তাকে শাস্তি প্রদানের ঘোষণা দেন।
১০৮ নং লাইন:
{{Sultans of the Ottoman Empire}}
 
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{Authority control}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:মুরাদ}}