শতভুজ দৈত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{Unreferencedউৎসহীন|date= মার্চ ২০১৬}}
[[গ্রিক পুরাণ|গ্রিক পুরাণে]], তিনজন '''শতভুজ দৈত্য''' ([[গ্রিক বর্ণমালা|প্রাচীন গ্রিক ভাষায়]]: Ἑκατόγχειρες ''হেকাতোংখেইরেস্‌'', [[গ্রিক ভাষা|আধুনিক গ্রিক ভাষায়]]: Εκατόγχειρες ''একাতোংখ়িরেস্‌'') হচ্ছে আদি আকাশ দেবতা [[ইউরেনাস (পৌরাণিক চরিত্র)|ইউরেনাস]] ও ধরিত্রীমাতা [[গেইয়া|গেইয়ার]] সর্বজেষ্ঠ্য সন্তান। তাদের ১০০টি করে বাহু ছিল। তাদের নামগুলো হল-কত্তাস ("হিংস্র"), গিয়েস ("বড় উপাঙ্গ বিশিষ্ট"), ও ব্রিয়ারিয়াস ("বলিষ্ঠ")। তাদের পিতা ইউরেনাস দেখল যে তারা ভয়ানক দানব, তাই ইউরেনাস তাদের তিনজনকে তার্তারাসের অতল গহ্বরে বন্দী করল। এতে ধরিত্রীমাতা গেইয়া ইউরেনাসের ওপর খুব রেগে গেল এবং তার পুত্র [[ক্রোনাস|ক্রোনাসকে]] ইউরেনাসকে সিংহাসনচ্যুত করার জন‌্য প্ররোচনা দিতে লাগল। এর ফলে পরবর্তীতে ইউরেনাস আপন পুত্র ক্রোনাসের হাতে সিংহাসনচ্যুত হয়। ক্রোনাস তার অগ্রজ শতভুজ দৈত্যদের তার্তারাস থেকে মুক্ত করে তাদেরই সাহায্যে ইউরেনাসের [[শিশ্ন]] ছেদন করে ইউরেনাসকে সিংহাসনচ্যুত করে। কিন্তু ক্রোনাস সিংহাসনে বসেই শতভুজ দৈত্যদের আবারও তার্তারাসে বন্দী করে এবং সেখানে ক্রোনাস [[ক্যাম্পে]] নামক এক দানবীকে কারারক্ষী হিসাবে নিযুক্ত করে। পরবর্তীতে [[জিউস]] দানবী ক্যাম্পেকে হত্যা করে তাদেরকে তার্তারাস থেকে মুক্ত করে এবং তাদের সাহায্যে [[টাইটান (পৌরাণিক চরিত্র)|টাইটানদের]] পরাজিত করে ও [[ক্রোনাস|ক্রোনাসকে]] সিংহাসনচ্যুত করে।