রয় গিলক্রিস্ট: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
পরিমার্জন
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
৬২ নং লাইন:
গিলক্রিস্টের টেস্ট খেলোয়াড়ী জীবন হয়তোবা আরও দীর্ঘস্থায়ীত্ব পেতো। কিন্তু, ১৯৫৮-৫৯ মৌসুমে ভারত সফরে আসা [[জেরি আলেকজান্ডার|জেরি আলেকজান্ডারের]] নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দলে অধিনায়কের সাথে মতবিরোধের জের ধরে মাঝামাঝি সময়েই তাঁকে দেশে ফিরে আসতে হয়েছিল।
 
ক্রিকইনফোসহ মাঠের বাইরে মতবিরোধের জের ধরে তাঁর ১৮ গজ দূর থেকে [[beamer (cricket)|বিমার]] ছোঁড়ার ঘটনা ব্যাপক প্রচারিত হয়।<ref name="Law">{{ওয়েব উদ্ধৃতি | urlইউআরএল=http://content-uk.cricinfo.com/columns/content/story/266972.html | titleশিরোনাম=I fought the law | accessdateসংগ্রহের-তারিখ=9 November 2006 | authorলেখক=Miller, Andrew |author2লেখক২=Williamson, Martin | dateতারিখ=9 November 2006 | publisherপ্রকাশক=[[Cricinfo]]}}</ref> বোলিং মার্ক থেকে চার গজ সামনে এসে এ বিমার ছুঁড়লে তাঁকে সতর্ক করে দেয়া হয়। নাগপুরে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে ভারতীয় ব্যাটসম্যান [[এ. জি. কৃপাল সিং]] পরপর তিনবার বাউন্ডারি হাঁকালে বোলিং মার্কের ভিতরে প্রবেশ করে বাউন্সার মেরে শিখ ব্যাটসম্যানের মাথায় আঘাত হেনে রক্তাক্ত করেন।
 
উত্তর অঞ্চলের বিপক্ষে পরের খেলায় কেমব্রিজে পরিচিত [[Swaranjit Singh|সরজিৎ সিংকে]] বিমার মারেন। তিনি অধিনায়কের পরামর্শ অগ্রাহ্য করে এ আক্রমণ পরিচালনা করেন। মধ্যাহ্নভোজনের বিরতিতে আলেকজান্ডার তাঁর পরিবর্তে অতিরিক্ত খেলোয়াড়কে মাঠে নামান ও তাঁকে দেশে ফেরার নির্দেশ দেন। দলের বাদ-বাকী সদস্যরা পাকিস্তান সফরের জন্য প্রস্তুতি নেন। দেশে ফেরার বিষয়ে আলেকজান্ডার তাঁকে বলেন যে, পরের বিমানে তুমি বাড়ি ফিরে যাবে। এভাবেই তাঁর টেস্ট খেলোয়াড়ী জীবনের অকাল সমাপ্তি ঘটে। এছাড়াও, আলেকজান্ডারকে লক্ষ্য করে ছুঁড়ি উচিয়ে ধরেছিলেন বলে জানা যায়।<ref>[http://www.telegraph.co.uk/news/obituaries/sport-obituaries/8461627/Gerry-Alexander.html ''Daily Telegraph'' obituary of Alexander] Retrieved 20 April 2011</ref>