বিল কপসন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Suvray (আলোচনা | অবদান)
সম্প্রসারণ
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = বিল কপসন
| image =
৬ নং লাইন:
| height =
| nickname =
| birth_date = {{Birthজন্ম dateতারিখ|1908|4|27|df=yes}}
| birth_place = [[Stonebroom|স্টোনব্রুম]], [[Derbyshire|ডার্বিশায়ার]], ইংল্যান্ড
| death_date = {{Deathমৃত্যু dateতারিখ and ageবয়স|1971|9|14|1908|4|27|df=yes}}
| death_place = [[Clay Cross|ক্লে ক্রস]], [[ডার্বিশায়ার]], ইংল্যান্ড
| batting = ডানহাতি
৬৭ নং লাইন:
}}
 
'''উইলিয়াম হেনরি কপসন''' ({{lang-en|Bill Copson}}; [[জন্ম]]: [[২৭ এপ্রিল]], [[১৯০৮]] - [[মৃত্যু]]: [[১৪ সেপ্টেম্বর]], [[১৯৭১]]) ডার্বিশায়ারের স্টোনব্রুম এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।<ref name="Cap">{{citeবই bookউদ্ধৃতি |titleশিরোনাম=If The Cap Fits |lastশেষাংশ=Bateman |firstপ্রথমাংশ=Colin |authorlinkলেখক-সংযোগ= |coauthors= |yearবছর=1993 |publisherপ্রকাশক=Tony Williams Publications |locationঅবস্থান= |isbnআইএসবিএন=1-869833-21-X |pageপাতা=43 |pagesপাতাসমূহ= |urlইউআরএল= }}<!--|accessdate=20 April 2011--></ref> ১৯৩৯ থেকে ১৯৪৭ সময়কালে [[ইংল্যান্ড ক্রিকেট দল|ইংল্যান্ড ক্রিকেট দলের]] অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৩২ থেকে ১৯৫০ সময়কালে ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলারের দায়িত্বে ছিলেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন '''বিল কপসন'''।
 
ক্রিকেট সংবাদদাতা কলিন বেটম্যানের মতে, দীর্ঘ চুলের অধিকারী পেস বোলার হিসেবে কপসন খেলায় প্রাণের সূচনা নিয়ে অগ্রসর হতেন। তিনি দূর্ঘটনাবশতঃ ক্রিকেটে জড়িয়ে পড়েন।
৮৩ নং লাইন:
স্কেগনেসে শারীরিক সুস্থতার জন্য চলে যান। ফিরে আসার পর ১৯৩৬ সালে দারুণভাবে ফিরে আসেন। বাজে পিচে শক্তিশালী সারে দলের ব্যাটিংয়ের উপর খড়গ হস্ত চালিয়ে ১২/৫২ লাভ করেন যা তাঁর সেরা বোলিং পরিসংখ্যান হিসেবে রয়ে যায়। কাউন্টি চ্যাম্পিয়নশীপে ১৩-এর কম গড়ে ১৪০ উইকেট পান। ফলশ্রুতিতে মৌসুম শেষে [[দি অ্যাশেজ|অ্যাশেজ সফরের]] জন্য মনোনীত হন। সকল খেলায় শীর্ষস্থানে থাকলেও বেশ শক্ত অস্ট্রেলীয় পিচে অসীম সময়ের খেলার জন্য তাঁর বোলিং উপযুক্ত হিসেবে বিবেচিত হয়নি। ফলে কোন টেস্টে অংশগ্রহণ করেননি তিনি।
 
১৯৩৭ সালে আরও বড় ধরনের আঘাতের কবলে পড়েন তিনি। তবে, ৮/১১ নিয়ে কাউন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলিং করেন। তন্মধ্যে, ধারাবাহিকভাবে ছয় বলে পাঁচটি প্রথম-শ্রেণীর উইকেট পান। ওয়ারউইকশায়ারের বিপক্ষে ঐ পিচে অন্য কোন বোলার তাঁকে কোন সহযোগিতা করতে পারেননি। ব্যাটিং উপযোগী পিচে সাসেক্সের বিপক্ষে ৮/৬৪ পান। পরের বছর আবারো ১০৩ উইকেট পান। তাস্বত্ত্বেও [[কেন ফার্নেস|ফার্নেস]] ও [[Bill Bowes|বোসকে]] টেস্ট দলে অংশগ্রহণ করা থেকে বিরত রাখতে পারেননি।
 
== টেস্ট ক্রিকেট ==
১৯৩৬-৩৭ মৌসুমে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।<ref>{{citeবই bookউদ্ধৃতি |lastশেষাংশ=ACS |firstপ্রথমাংশ= |authorlinkলেখক-সংযোগ=Association of Cricket Statisticians and Historians |titleশিরোনাম=A Guide to First-Class Cricket Matches Played in the British Isles |yearবছর=1982 |publisherপ্রকাশক=ACS |locationঅবস্থান=Nottingham |isbnআইএসবিএন=}}</ref><ref name="CA316">{{citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=https://cricketarchive.com/Archive/Teams/0/206/Players.html |publisherপ্রকাশক=CricketArchive |titleশিরোনাম=Marylebone Cricket Club Players |accessdateসংগ্রহের-তারিখ=2 January 2017}}</ref> এ সময়ে তিনি এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করেন।
 
অবশেষে ১৯৩৯ সালে টেস্ট খেলার সুযোগ হয় তাঁর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে তাঁর অভিষেক হয়। ২৪ জুন, ১৯৩৯ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া কপসন নিরাশ করেননি। নিখুঁত পিচে নয় উইকেট পান। তন্মধ্যে প্রথম ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন।<ref name="espncricinfo">{{Citeওয়েব webউদ্ধৃতি|urlইউআরএল=http://www.espncricinfo.com/ci/engine/match/62658.html |titleশিরোনাম=1st Test: England v West Indies at Lord's, Jun 24-27, 1939 |accessdateসংগ্রহের-তারিখ=2011-12-13 |workকর্ম=espncricinfo}}</ref> ঐ বছর তিনি ১৪৬ উইকেট পান। তবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নিয়মিত টেস্ট বোলার হতে পারেননি।
 
১৯৪৬ সালের মধ্যে পেসে সক্ষমতা হারান। অন্যদের তুলনায় সোজা বোলিং করলেও যুদ্ধের পূর্বেকার বছরগুলোর ন্যায় কার্যকর ছিল না। ১৯৪৭ সালে আরও একটি টেস্টে অংশ নেন; তবে কোন সফলতা পাননি। ১৯৪৯ সালে ৪১ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
 
কপসন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। ১৮.৯৬ গড়ে ১,০৯৪টি প্রথম-শ্রেণীর উইকেট পেয়েছেন। ব্যক্তিগত সেরা বোলিংশৈলী ছিল ৮/১১। টেস্ট ১৫ উইকেট লাভ করেন। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে ২৭৯টি প্রথম-শ্রেণীর খেলায় ৩৫৯ ইনিংসে অংশ নিয়েছেন। ৬.৮১ গড়ে রান তুলেন। ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৪৩।<ref>[http://www.cricketarchive.co.uk/Archive/Players/0/725/725.html Bill Copson at Cricket Archive]</ref>
১১২ নং লাইন:
 
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{পূর্বনির্ধারিতবাছাই:কপসন, বিল}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:কপসন, বিল}}
[[বিষয়শ্রেণী:১৯০৮-এ জন্ম]]
[[বিষয়শ্রেণী:১৯৭১-এ মৃত্যু]]