ভিক্টোরিয়া ওকাম্পো: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
অনির্ভরযোগ্য উৎস বাতিল
২৫ নং লাইন:
 
== রবীন্দ্রনাথ-ওকাম্পো সম্পর্ক ==
১৯১৩ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে [[নোবেল পুরস্কার]] পাওয়ার পর ১৯১৪ খ্রিস্টাব্দে [[গীতাঞ্জলি]] ফরাসি ভাষায় অনুদিত হয় এবং সেই অনুবাদ পড়েই ভিক্টোরিয়া ওকাম্পো রবীন্দ্রনাথের অনুরাগী হয়ে পড়েন। ১৯২৪ খ্রিস্টাব্দে [[পেরু]] এবং [[মেক্সিকো]] ভ্রমণের পথে অসুস্থ হয়ে পড়লে কবি [[রবীন্দ্রনাথ ঠাকুর]] আর্জেন্টিনায় যাত্রা বিরতি করেন এবং সান ইসিদ্রোতে ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে বিশ্রাম গ্রহণ করেছিলেন। ওকাম্পোর এই বাড়ীতে প্রায় ২ মাস ছিলেন ঠাকুর এবং ৩০টি কবিতা রচনা করেন এ সময়। ঠাকুর তাঁকে "বিজয়া" বলে সম্বোধন করতেন, এবং ১৯২৫ খ্রিস্টাব্দে ''পূরবী'' কাব্যগ্রন্থটি তাঁকে উৎসর্গ করেন।<ref>[http://www.parabaas.com/rabindranath/articles/pKetaki1.html On the Trail of Rabindranath Tagore and Victoria Ocampo; Ketaki Kushari Dyson]</ref>। ওকাম্পোর বাসায় পূরবীর পান্ডুলিপিতে বিচিত্র কাটাকুটিতে উৎসাহ প্রদান এবং সেখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বয়সে 'চিত্রকর রবীন্দ্রনাথ' হয়ে ওঠার পেছনেও ওকাম্পোর বড় ভূমিকা আছে বলে মনে করা হয়<ref>[http://arts.bdnews24.com/?p=6075 ওকাম্পো আর রবীন্দ্রনাথ : কিছু অশ্রুত গুঞ্জন, অভিজিৎ রায়, বিডিআর্টস২৪]</ref>। ১৯৩০ সালে প্যারিসে রবীন্দ্রনাথের প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজনে উদ্যোগী ভুমিকা পালন করেন ভিক্টোরিয়া<ref>[http://mukto-mona.com/bangla_blog/?p=42608 ভিক্টোরিয়া ওকাম্পো: এক রবি-বিদেশিনীর খোঁজে, অভিজিৎ রায়, মুক্তমনা]</ref>।ভিক্টোরিয়া। সেই ছিল তাঁদের দ্বিতীয় ও শেষ দেখা। ১৯৪১ সালে রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন। ওকাম্পো মারা যান ১৯৭৯ সালে। কিন্তু আমৃত্যু তাঁদের দুজনের মধ্যে উষ্ণ, আন্তরিক বন্ধুত্বপূর্ণ সেই সম্পর্কটি ছিল, চলেছে চিঠি চালাচালি। <ref name="archive.prothom-alo.com">[http://archive.prothom-alo.com/detail/date/2011-12-26/news/211723 রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার ‘সম্পর্ক’ নিয়ে চলচ্চিত্র]</ref>
 
=== থিংকিং অব হিম ===