আবুল ফজল ইবনে মুবারক: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎আকবরনামা: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
InternetArchiveBot (আলোচনা | অবদান)
1টি উৎস উদ্ধার করা হল ও 0টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল। #IABot (v2.0beta10)
৬ নং লাইন:
আবুল ফজল ছিলেন রেল [[সিন্ধ]] নিবাসী শেখ মুসার অধস্তন পঞ্চম পুরুষ। তাঁর পিতামহ শেখ খিজির [[নাগৌর|নাগৌরে]] বসতি স্থাপন করেন। এখানেই আবুল ফজলের পিতা শেখ মুবারকের জন্ম হয়। প্রথম দিকে শেখ মুবারক নাগৌরে খ্বাজা আহররের নিকট পঠনপাঠন করেন। পরে তিনি আহমদাবাদে গিয়ে শেখ আবুল ফজল, শেখ উমর ও শেখ ইউসুফের কাছে পড়াশোনা করেছিলেন। পরে তিনি [[আগ্রা|আগ্রায়]] বসতি স্থাপন করেন। সেখানেই তাঁর জ্যৈষ্ঠ পুত্র শেখ [[ফৈজি]] ও কনিষ্ঠ পুত্র আবুল ফজলের জন্ম হয়।<ref>Blochmann, H. (tr.) (1927, reprint 1993) ''The Ain-I Akbari by Abu'l-Fazl Allami'', Vol.I, The Asiatic Society, Calcutta, pp.xxv-lix</ref> ১৫৭৫ সালে আবুল ফজল আকবরের রাজসভায় আসেন। ১৫৮০ ও ১৫৯০-এর দশকে আকবরের মতাদর্শে যে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়েছিল, তাঁর পশ্চাতে আবুল ফজলের একটি প্রভাব কার্যকরী ছিল। আবুল ফজল [[দাক্ষিণাত্য|দাক্ষিণাত্যে]] মুঘল সেনাবাহিনীরও নেতৃত্ব দান করেছিলেন।
 
জানা যায়, আবুল ফজল যুবরাজ সেলিমের সিংহাসনে আরোহণের বিরোধিতা করেছিলেন। এই কারণে সেলিমের ষড়যন্ত্রে [[নারওয়ার|নারওয়ারের]] নিকট সরাই বীর ও অন্ত্রীর মধ্যবর্তী কোনো এক স্থানে বীর সিংহ বুন্দেলার হস্তে তিনি নিহত হন।<ref name=abu/><ref>[http://www.collectbritain.co.uk/personalisation/object.cfm?uid=019PHO0000050S2U00134000 Orchha] {{ওয়েব আর্কাইভ|ইউআরএল=https://web.archive.org/web/20090207053923/http://www.collectbritain.co.uk/personalisation/object.cfm?uid=019PHO0000050S2U00134000# |তারিখ=৭ ফেব্রুয়ারি ২০০৯ }} British Library.</ref> তাঁর ছিন্ন মস্তক এলাহাবাদে সেলিমের নিকট পাঠানো হয়েছিল। আবুল ফজলকে অন্ত্রীতে সমাধিস্থ করা হয়।<ref>Majumdar, R.C. (2007). ''The Mughul Empire'', Mumbai: Bharatiya Vidya Bhavan, p.167</ref><ref>Blochmann, H. (tr.) (1927, reprint 1993) ''The Ain-I Akbari by Abu'l-Fazl Allami'', Vol.I, The Asiatic Society, Calcutta, pp.lxviii-lxix</ref> উল্লেখ্য, আবুল ফজলের ঘাতক বীর সিংহ বুন্দেলা পরে [[ওরছা|ওরছার]] শাসক হয়েছিলেন এবং ১৬০২ সালে যুবরাজ সেলিম [[জাহাঙ্গীর|জাহাঙ্গির]] নাম ধারণ করে মুঘল সিংহাসনে আরোহণ করেছিলেন। পরে ১৬০৮ সালে জাহাঙ্গির আবুল ফজলের পুত্র শেখ আবদুর রহমান আফজল খানকে (২৯ ডিসেম্বর, ১৫৭১ – ১৬১৩) বিহারের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন।<ref>Blochmann, H. (tr.) (1927, reprint 1993) ''The Ain-I Akbari by Abu'l-Fazl Allami'', Vol.I, The Asiatic Society, Calcutta, pp.lviii-lix</ref>
 
== রচনাবলি ==