কেপলার ওয়েসেলস: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১ নং লাইন:
{{তথ্যছক ক্রিকেটার
{{Infobox cricketer
| name = কেপলার ওয়েসেলস
| image =
১০৯ নং লাইন:
| source = http://www.cricketarchive.com/Archive/Players/1/1692/1692.html ক্রিকেটআর্কাইভ
}}
'''কেপলার ক্রিস্টোফেল ওয়েসেলস''' ({{lang-en|Kepler Wessels}}; [[জন্ম]]: [[১৪ সেপ্টেম্বর]], [[১৯৫৭]]) দক্ষিণ আফ্রিকার অরেঞ্জ ফ্রি স্টেট প্রদেশের ব্লুমফন্টেইনে জন্মগ্রহণকারী সাবেক [[ক্রিকেট|ক্রিকেটার]]। [[অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল|অস্ট্রেলিয়া ক্রিকেট দলের]] হয়ে ২৪ টেস্ট খেলেন। পরবর্তীতে [[দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল|দক্ষিণ আফ্রিকা দলের]] সদস্য হন ও দলের [[অধিনায়ক (ক্রিকেট)|অধিনায়কত্ব করেন]]। তিনিই প্রথম খেলোয়াড় যিনি [[দু’টি আন্তর্জাতিক দলে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা|টেস্ট ক্রিকেটে ও একদিনের আন্তর্জাতিকে দুই দেশের]] হয়ে খেলেছেন।<ref>{{ওয়েব উদ্ধৃতি|urlইউআরএল=http://www.cricinfo.com/db/STATS/ODIS/INDIVIDUAL/PLAYED_FOR_TWO_COUNTRIES.html|titleশিরোনাম=Individuals who played for two countries|publisherপ্রকাশক=Cricinfo|accessdateসংগ্রহের-তারিখ=27 August 2007}}</ref> বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে তিনি মাঠে নামতেন। দক্ষিণ আফ্রিকায় [[প্রথম-শ্রেণীর ক্রিকেট|প্রথম-শ্রেণীর ক্রিকেটে]] [[Orange Free State cricket team|অরেঞ্জ ফ্রি স্টেট]], [[Western Province cricket team (South Africa)|ওয়েস্টার্ন প্রভিন্স]], [[Northerns cricket team|নর্দার্ন ট্রান্সভাল]], [[Eastern Province cricket team|ইস্টার্ন প্রভিন্স]] ও [[Griqualand West cricket team|গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট]]; অস্ট্রেলিয়ায় [[Queensland cricket team|কুইন্সল্যান্ড]] এবং ইংল্যান্ডে [[Sussex County Cricket Club|সাসেক্স দলের]] হয়ে খেলেছেন। ২০০৮ মৌসুমে [[ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ|ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে]] [[চেন্নাই সুপার কিংস|চেন্নাই সুপার কিংসের]] কোচের দায়িত্ব পালন করেন '''কেপলার ওয়েসেলস'''।
 
== প্রারম্ভিক জীবন ==
ছয় বছর বয়সে তাঁর বোনের ছেলেবন্ধু যোহন ভোলসটিটের মাধ্যমে ক্রিকেট খেলার সাথে পরিচিত হন।<ref name=Griffiths>{{বই উদ্ধৃতি|lastশেষাংশ = Griffiths|firstপ্রথমাংশ = E.|yearবছর = 1994|titleশিরোনাম = Kepler: A Biography|locationঅবস্থান = Johannesburg|publisherপ্রকাশক = Pelham Books|isbnআইএসবিএন=0-7207-2045-1}}</ref> ভোলসটিট তাঁকে খেলার মৌলিক ধারণাগুলো শেখান। ওয়েসেলসের বাড়ীতে প্রতি রবিবার নিয়মিতভাবে এসে [[ক্রিকেট]] খেলা শেখাতে আরম্ভ করেন। কয়েক বছর পর ভোলসটিট ব্লুমফন্টেইনের গ্রে কলেজে ক্রিকেট খেলার প্রধান হিসেবে নিযুক্তি পান। বিদ্যালয়ের প্রথম একাদশে থাকাকালীন সময়ে ওয়েসেলসের কোচিংয়ের দায়িত্বে ছিলেন।
 
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনি ১০৯টি [[একদিনের আন্তর্জাতিক|একদিনের আন্তর্জাতিকে]] অংশ নেন। ৫৪টি ছিল অস্ট্রেলিয়ার পক্ষে ও ৫৫টি দক্ষিণ আফ্রিকার পক্ষে। অন্যদিকে [[টেস্ট ক্রিকেট|টেস্ট ক্রিকেটে]] অংশ নিয়েছেন ৪০টি। অস্ট্রেলিয়ার হয়ে ২৪ ও দক্ষিণ আফ্রিকার পক্ষে ১৬ টেস্টে প্রতিনিধিত্ব করেন।
১২২ নং লাইন:
 
== খেলোয়াড়ী জীবন ==
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তনের পর ১৮ এপ্রিল, ১৯৯২ তারিখে ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুষ্ঠিত একমাত্র টেস্টে তাঁর অধিনায়কত্বে [[টার্টিয়াস বস]], [[হানসি ক্রনিয়ে]], [[অ্যালান ডোনাল্ড]], [[অ্যান্ড্রু হাডসন]], [[পিটার কার্স্টেন]], [[অ্যাড্রিয়ান কুইপার]], [[মেরিক প্রিঙ্গল]], [[ডেভ রিচার্ডসন]], [[মার্ক রাশমেয়ার]], [[রিচার্ড স্নেল]] প্রথমবারের মতো টেস্টে অভিষিক্ত হন। ১৯৯১-৯২ মৌসুমে [[ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল|ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের]] বিপক্ষে বার্বাডোসে ব্রিজটাউনের [[কেনসিংটন ওভাল|কেনসিংটন ওভালে]] অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা দলের মধ্যকার উদ্বোধনী ঐ টেস্টে [[রিচি রিচার্ডসন|রিচি রিচার্ডসনের]] প্রথম টেস্ট অধিনায়কত্বে ওয়েস্ট ইন্ডিজ ঐ মাঠে ধারাবাহিকভাবে একাদশবারের ন্যায় দক্ষিণ আফ্রিকা দলকে মাত্র ৫২ রানের ব্যবধানে পরাজিত করেছিল।<ref name="W">{{সংবাদ উদ্ধৃতি|urlইউআরএল= http://www.espncricinfo.com/wisdenalmanack/content/story/153189.html|titleশিরোনাম=West Indies v South Africa 1991-92 |lastশেষাংশ= |firstপ্রথমাংশ= |dateতারিখ= |workকর্ম= espncricinfo|accessdateসংগ্রহের-তারিখ= 4 August 2014}}</ref> ১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৮৫-৮৬ মৌসুম পর্যন্ত ওয়েসেলস অস্ট্রেলিয়ার পক্ষ হয়ে টেস্ট খেলেন। এ টেস্টে অংশগ্রহণের ফলে টেস্ট পর্যায়ে ত্রয়োদশ খেলোয়াড় হিসেবে তিনি দুই দেশের হয়ে মাঠে নামেন।<ref name="W"/> খেলায় তিনি ৫৯ ও ৭৪ রান সংগ্রহ করেছিলেন।
 
== তথ্যসূত্র ==