জ্ঞানপীঠ পুরস্কার: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
সুখেন (আলোচনা | অবদান)
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৩০ নং লাইন:
১৯৬১ সালে জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়। ১৯৬৫ সালে মালায়লাম লেখক [[জি শঙ্কর কুরুপ]] প্রথম এই পুরস্কার লাভ করেন। যেকোনো ভারতীয় নাগরিক, যিনি ভারতের কোনো একটি সরকারি ভাষায় সাহিত্যচর্চা করেন, তিনিই এই পুরস্কারের যোগ্য বিবেচিত হতে পারেন।
 
১৯৮২ সালের আগে পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট বইয়ের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হত। কিন্তু তার পর থেকে ভারতীয় সাহিত্যে জীবনব্যাপী অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হতে থাকে। Sকন্নড় ও হিন্দিতে মোট সাত জন, বাংলা -এ পাঁচ জন, উর্দুতে চার জন এবং গুজরাতি, ওড়িয়া ও মারাঠিতে তিন জন এই পুরস্কার পেয়েছেন।<ref name=award2008/> ২০০৮ সালে সর্বশেষ এই পুরস্কার দেওয়া হয়। ২০০৫ ও ২০০৬ সালের পুরস্কার ২০০৮ সালের ২২ নভেম্বর ঘোষিত হয়েছিল। ২০০৫ সালে হিন্দি লেখক [[কুঁয়ার নারায়ণ]] এবং ২০০৬ সালে কোঙ্কণি লেখক [[রবীন্দ্র কেলেকর]] ও সংস্কৃত পণ্ডিত [[সত্যব্রত শাস্ত্রী]] যুগ্মভাবে এই পুরস্কার পান।<ref name=award2008>{{সংবাদ উদ্ধৃতি|ইউআরএল=http://www1.timesofindia.indiatimes.com/Delhi/Kunwar_Narayan_to_be_awarded_Jnanpith/articleshow/3752703.cms|শিরোনাম=Kunwar Narayan to be awarded Jnanpith|তারিখ=Nov 24, 2008|প্রকাশক=''Times of India''|সংগ্রহের-তারিখ=2008-11-25}}</ref> সত্যব্রত শাস্ত্রী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার-জয়ী সংস্কৃত লেখক।<ref name=satya/> ২০১৭ সালে সর্বশেষ এই পুরস্কারে সম্মানিত হয়েছেন হিন্দি সাহিত্যের [[কৃষ্ণা সোবতি]]([[Krishna Sobti]])।
 
== জ্ঞানপীঠ প্রাপকগণ ==