বিক্রমাদিত্য: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Fayaz Rahman (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
১২ নং লাইন:
| issue = বিক্রমসেন
}}
'''বিক্রমাদিত্য''' ছিলেন প্রাচীন ভারতের একজন রাজা। বিক্রমাদিত্য যিনি শুধু বিক্রম নামেও পরিচিত ছিলেন, ভারতের প্রাচীন রাজাদের মধ্যে একজন আদর্শ, সৎ, ন্যায়বান, বুদ্ধিমান এবং সাহসী হিসেবে পরিচিত ছিলেন। রাজা বিক্রমের কাহিনী প্রাচীন ভারতের অনেক পুরাণের কাহিনীর মধ্যে পাওয়া যায়, এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে [[বেতাল পঁচিশি]]। অনেক ইতিহাসরচয়িতা বিক্রমকে একজন শক্তিশালী শাসক হিসেবে আখ্যা দেন, বিক্রমের অধীনস্ত রাজধানী ছিলো উজ্জয়িনীতে।<ref>{{citeবই bookউদ্ধৃতি |authorলেখক=Ashvini Agrawal |titleশিরোনাম=Rise and Fall of the Imperial Guptas |urlইউআরএল=https://books.google.com/books?id=hRjC5IaJ2zcC&pg=PA39 |yearবছর=1989 |publisherপ্রকাশক=Motilal Banarsidass Publ. |isbnআইএসবিএন=978-81-208-0592-7 |pageপাতা=39 }}</ref><ref>{{citeবই bookউদ্ধৃতি | titleশিরোনাম=Simhāsana Dvātriṃśikā: Thirty-Two Tales of the Throne of Vikramaditya | yearবছর=1998 |authorলেখক=[[A. N. D. Haksar]] | publisherপ্রকাশক=Penguin | isbnআইএসবিএন=978-0-140-45517-5 |pageপাতা=x-xiii }}</ref>
==তামিল কিংবদন্তী==
মধ্যযুগের তামিল কিংবদন্তী রাজা বিক্রমাদিত্যের শরীরে ৩২টি চিহ্ন ছিলো, বিশ্বসম্রাটের প্রতীক হিসেবে। একজন ব্রাহ্মণ তাকে বলেন যে তিনি এইসব চিহ্ন হারাবেন যদি না তিনি কাঞ্চিপুরমের কামঅক্ষি দেবীর কাছে তার মাথাটা কেটে দেন। বিক্রমাদিত্য তার মাথাটা কেটে কামঅক্ষি দেবীকে দিতে চাইলেও দেবী পরে বলেন মাথা কাটা ছাড়াই তিনি বিক্রমাদিত্যকে বিশ্বসম্রাট হওয়ার ক্ষমতা দেবেন।<ref name="AH_2009_Chapter12">{{citeবই bookউদ্ধৃতি |urlইউআরএল=https://books.google.com/books?id=MMFdosx0PokC&pg=PA263 |titleশিরোনাম=Rethinking India's Oral and Classical Epics |authorলেখক=[[Alf Hiltebeitel]] |publisherপ্রকাশক=University of Chicago Press |yearবছর=2009 |isbnআইএসবিএন=9780226340555 |pagesপাতাসমূহ=436–437 }}</ref>
 
আরেকটি তামিল উপাখ্যান অনুযায়ী রাজা বিক্রমাদিত্যকে নবকান্টাম করতে হবে, নবকান্টাম শব্দের অর্থ হচ্ছে শরীরের নয়টি অংশ কেটে দেবদবীদেরকে দিয়ে দেওয়া। বিক্রমাদিত্য তার শরীরে আটটি অংশ কেটে দেবদের এবং একটি অংশ রেখে দেবীকে উৎসর্গ করবেন বলে বলেন, এর বিনিময়ে বিক্রম দেবীর কাছে মানুষ বলিদান বন্ধের আহ্বান জানান।<ref name="AH_2009_Chapter12"/>
 
চলা পুর পটায়ম (প্রাচীন চলা রেকর্ড), অনিশ্চিত তারিখের একটি তামিল পাণ্ডুলিপি, তিনটি তামিল রাজবংশের ঐশ্বরিক উৎপত্তি সম্পর্কে একটি কিংবদন্তী রয়েছে। এই কিংবদন্তিতে শালীবাহান (ভৌজ নামেও পরিচিত) একটি শ্রমণ রাজা। তিনি বিক্রমাদিত্যাকে পরাজিত করেন, এবং শিব ও বিষ্ণুর উপাসনাকারীদের উপর অত্যাচার শুরু করেন। তারপর শিব তাঁকে পরাজিত করার জন্য তিন তামিল রাজাদের সৃষ্টি করেন: ভিরা চোলান, উলা চেরান, এবং ভোজঙ্গা পান্ডিয়ান। রাজাদের শান্তনু থেকে বিক্রমাদিত্য পর্যন্ত হিন্দু রাজাদের ধন-সম্পদ এবং শিলালিপি খুঁজে বের করার সাথে সাথে অনেকগুলি ঘটনা রয়েছে। তারা শেষ পর্যন্ত ১৪৪৩ সালে (কলযুগের শুরু থেকে সম্ভবত অনিশ্চিত দিনপঞ্জি যুগের) শালীবাহানকে পরাজিত করে।<ref name="WCT">{{citeবই bookউদ্ধৃতি |urlইউআরএল=https://books.google.ca/books?id=X4MoAAAAYAAJ&pg=PA49 |titleশিরোনাম=Examination and Analysis of the Mackenzie Manuscripts Deposited in the Madras College Library |authorলেখক=[[William Cooke Taylor]] |publisherপ্রকাশক=Asiatic Society |yearবছর=1838 |pagesপাতাসমূহ=49–55 }}</ref>
 
==তথ্যসূত্র==
৬২ নং লাইন:
| url=https://archive.org/details/kathsaritsga02somauoft
}}
 
[[বিষয়শ্রেণী: ভারতীয় রাজা]]