আর্থার অ্যালবিস্টন: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
আফতাব বট (আলোচনা | অবদান)
বিষয়শ্রেণী সংশোধন
NahidSultanBot (আলোচনা | অবদান)
→‎top: বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৪ নং লাইন:
'''আর্থার রিচার্ড অ্যালবিস্টন''' (জন্ম [[জুলাই ১৪]], [[১৯৫৭]] [[এডিনবরা]]) একজন [[স্কটল্যান্ড|স্কটিশ]] সাবেক [[ফুটবল (সকার)|ফুটবল]] খেলোয়াড়।
 
অ্যালবিস্টন ১৯৭২ সালের জুলাই মাসে [[ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব|ম্যানচেস্টার ইউনাইটেড]] ক্লাবে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন এবং ১৯৭৪ সালে পেশাদার খেলোয়াড় হিসেবে নাম লেখান।<ref name="WhosWho">{{বই উদ্ধৃতি | lastশেষাংশ = Matthews | firstপ্রথমাংশ = Tony | titleশিরোনাম = The Who's Who of West Bromwich Albion | publisherপ্রকাশক = Breedon Books | dateতারিখ = 2005 | pagesপাতাসমূহ = p. 13 | isbnআইএসবিএন = 1-85983-474-4}}</ref> [[১৯৭৪]] সালে স্থানীয় প্রতিপক্ষ [[ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাব|ম্যানচেস্টার সিটির]] বিপক্ষে [[ফুটবল লীগ কাপ|লীগ কাপের]] তৃতীয় রাউন্ডে তার অভিষেক হয়। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে তার ১৪ বছরের খেলোয়াড়ী জীবনে ৩৭৯ টি খেলায় অংশ নিয়েছেন এবং ৬ টি গোল করেছেন। [[১৯৭৭]], [[১৯৮৩]], ও [[১৯৮৫]] সালের [[এফএ কাপ]] বিজয়ে তিনি দলের সাথে ছিলেন। ১৯৮৮ সালের আগস্ট মাসে অ্যালবিস্টন ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে [[ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন ফুটবল ক্লাব|ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন]] ক্লাবে যোগ দেন, যার ম্যানেজার ছিলেন সাবেক রেড ডেভিল ম্যানেজার [[রন অ্যাটকিনসন]]। ১৯৮৮ সালের আগস্টে লিচেস্টার সিটির বিপক্ষে অ্যালবিওনের হয়ে তার অভিষেক ঘটে। তিনি এই ক্লাবে ৪৭ খেলায় ২টি গোল করেছেন। একমৌসুম পরেই তিনি [[ডান্ডি ফুটবল ক্লাব|ডান্ডি]] ক্লাবে যোগ দেন। পরবর্তীতে তিনি [[চেস্টারফিল্ড ফুটবল ক্লাব|চেস্টারফিল্ড]], [[চেস্টার সিটি ফুটবল ক্লাব|চেস্টার সিটি]], [[নরওয়ে|নরওয়ের]] ক্লাব [[মোল্ডে এফ.কে.|মোল্ডে]] ও [[আয়র ইউনাইটেড ফুটবল ক্লাব|আয়র ইউনাইটেড]] ক্লাবে খেলেছেন। তার পেশাদারী জীবনে তিনি ৪৬৪ খেলায় অংশ নিয়ে ৭ গোল করেছেন। এছাড়া তিনি ফুটবল লীগের বাইরের দলেও খেলেছেন।
 
[[স্কটল্যান্ড জাতিয় ফুটবল দল|স্কটল্যান্ড]] দলের পক্ষে তিনি ১৪ টি আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন। [[১৯৮১]] সালের [[১৪ অক্টোবর]] [[নর্দার্ন আয়ারল্যান্ড জাতিয় ফুটবল দল|নর্দার্ন আয়ারল্যান্ড]] দলের বিপক্ষে তার অভিষেক হয়। তিনি মাত্র ১টি [[ফিফা বিশ্বকাপ]] খেলায় অংশ নিয়েছেন। [[১৯৮৬]] সালের [[১৩ জুন]] [[উরুগুয়ে জাতিয় ফুটবল দল|উরুগুয়ের]] বিপক্ষে গ্রুপ ই'র খেলায় তিনি অংশ নেন এবং তার দল ০-০ গোলে ড্র করে।