অরবিন্দ ঘোষ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Avik Maverick Mukherjee (আলোচনা | অবদান)
NahidSultanBot (আলোচনা | অবদান)
বট নিবন্ধ পরিষ্কার করেছে। কোন সমস্যায় এর পরিচালককে জানান।
২৬ নং লাইন:
}}
 
'''শ্রী অরবিন্দ''' ({{lang-en|Sri Aurobindo}}) (জন্ম '''অরবিন্দ ঘোষ'''; [[১৫ই আগস্ট]], [[১৮৭২]]-[[৫ই ডিসেম্বর]], [[১৯৫০]]) ছিলেন [[বাঙালি]] রাজনৈতিক নেতা, আধ্যাত্মসাধক এবং [[দার্শনিক]]।<ref>{{বই উদ্ধৃতি |lastশেষাংশ = McDermott |firstপ্রথমাংশ = Robert A |authorlinkলেখক-সংযোগ = Robert A. McDermott
|titleশিরোনাম = Essential Aurobindo |publisherপ্রকাশক = SteinerBooks |yearবছর = 1994 |locationঅবস্থান = |pagesপাতাসমূহ = |isbnআইএসবিএন = 0-940262-22-3}}</ref><ref>Ghose A., [[Robert A. McDermott|McDermott, R.A.]] - ''Essential Aurobindo'', SteinerBooks (1994) {{আইএসবিএন|0-940262-22-3}}.</ref><ref>[[Peter Heehs|Heehs, P.]], ''The Lives of Sri Aurobindo'', 2008, New York: Columbia University Press {{আইএসবিএন|978-0-231-14098-0}}</ref> তাঁর পিতা কৃষ্ণধন ঘোষ এবং মাতামহ [[রাজনারায়ণ বসু]]। অরবিন্দ ঘোষ বাল্যকালে [[ইংল্যান্ড|ইংল্যান্ডে]] লেখাপড়ার উদ্দেশ্যে গমন করেন এবং [[কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়]] হতে ট্রাইপস পাস করেন। দেশে ফিরে এসে [[ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন|ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে]] গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার অণুজ [[বারীন্দ্রকুমার ঘোষ|বারীন্দ্রকুমার ঘোষকে]] বিপ্লবী মন্ত্রে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি [[ভারতীয় কংগ্রেস|কংগ্রেসের]] [[কংগ্রেস চরমপন্থী গ্রুপ|চরমপন্থী গ্রুপের]] নেতৃত্বে থাকাকালে [[বঙ্গভঙ্গ আন্দোলন|বঙ্গভঙ্গ আন্দোলনে]] (১৯০৫-১৯১১) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
 
== জীবনী ==
৫০ নং লাইন:
[[File:புதுச்சேரி.jpg|thumbnail|[[পুদুচেরি|পুদুচেরিতে]] [[শ্রী অরবিন্দ আশ্রম]]]]
[[বারোদা|বারোদায়]] অরবিন্দ স্টেস সার্ভিসে যোগদান করেন সার্ভিস এন্ড সেটলমেন্ট বিভাগে, পরে কোষাগার হয়ে অবশেষে সচিবালয়ে গায়কোয়াড়ের জন্য বক্তৃতা লেখার কাজে নিযুক্ত হন।<ref name="societyBio">http://www.sriaurobindosociety.org.in/sriauro/aurolife.htm#1893</ref> বারোদায় অরবিন্দ ভারতীয় সংস্কৃতির উপর গভীর অধ্যয়ন শুরু করেন, নিজ উদ্যোগে সংস্কৃত, হিন্দি এবং বাংলা, বিলেতের শিক্ষায় যেসব থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। অধ্যয়নে বেশি মনোযোগী হওয়ায় অন্যান্য কাজে সময়ানুবর্তীতার অভাব দেখা দেয় এবং ফলস্বরূপ পরবর্তীকালে তাকে বারোদা কলেজে [[ফরাসি ভাষা|ফরাসি ভাষার]] শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। সেখানে অল্পদিনেই তিনি জনপ্রিয়তা পান অপ্রচলিত শিক্ষা পদ্ধতির কারনে। পরবর্তীতে কলেজের উপাধ্যক্ষ্যের পদেও আরোহণ করেন।<ref name="societyBio"/> তিনি বারোদা থেকেই তার প্রথম কাব্য সঙ্কলন "The Rishi" প্রকাশ করেন।<ref>http://intyoga.online.fr/rishi.htm</ref> একই সময়ে তিনি বৃটিশ বিরোধী সক্রিয় রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন। বারোদা স্টেটে অধিকৃত পদের কারনে পর্দার আড়াল থেকেই কাজ করা শুরু করেন। বাংলা ও মধ্য প্রদেশে ভ্রমণ করে বিপ্লবী দলগুলোর সাথে সংযোগ স্থাপন করেন। [[বাল গঙ্গাধর তিলক|লোকমান্য তিলক]] এবং [[ভগিনী নিবেদিতা|ভগিনী নিবেদিতার]] সাথেও যোগাযোগ স্থাপিত হয়। [[বাঘা যতীন]] হিসেবে পরিচিত যতীন্দ্রনাথের জন্য তিনি বারোদার সেনাবিভাগে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেন এবং পরবর্তীতে তাকে বাংলার অন্যান্য বিপ্লবী দলগুলোকে সংগঠিত করার কাজে পাঠান। ১৯০৮ সালে বন্দেমাতরম পত্রিকায় রাজদ্রোহমূলক রচনা এবং আলিপুর বোমা মামলায় জড়িত থাকার জন্যে অভিযুক্ত হন। দেশবন্ধু [[চিত্তরঞ্জন দাশ|চিত্তরঞ্জন দাশে]]<nowiki/>র প্রচেষ্টায় মুক্তিলাভ করেন এবং সশস্ত্র বিপ্লববাদী পথ পরিহার করে সনাতন ধর্ম প্রচার ও জাতীয় দল পূনর্গঠনে মনোযোগী হয়েছিলেন।
 
 
== দর্শনশাস্ত্র ও আধ্যাত্মিক ==
{{Mainমূল নিবন্ধ|শ্রী অরবিন্দের দর্শন ও অধ্যাত্মবাদ}}
{{Quote|text=The one aim of [my] yoga is an inner self-development by which each one who follows it can in time discover the One Self in all and evolve a higher consciousness than the mental, a spiritual and supramental consciousness which will transform and divinize human nature.|sign= [[Aurobindo]] |source=Sri Aurobindo’s Teaching. Written at the third person<ref>url = http://www.auroville.org/thecity/matrimandir/no_religion.htm |accessdate = 27 March 2013</ref>}}
 
১৬৬ ⟶ ১৬৫ নং লাইন:
}}
{{Portalbar|কলকাতা | জীবনী | দর্শনশাস্ত্র | হিন্দুধর্ম | আধ্যাত্মিকতা | ভারতীয় ধর্ম}}
{{কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ}}
{{Authority control}}
 
{{পূর্বনির্ধারিতবাছাই:শ্রী অরবিন্দ}}