উইকিপিডিয়া:সাধারণ দাবিত্যাগ: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

[অপরীক্ষিত সংশোধন][অপরীক্ষিত সংশোধন]
বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
সংশোধন
পুর্ননিরীক্ষণ বানানটি সংশোধন করে পুনঃনিরীক্ষণ লেখা হয়েছে।
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
৭ নং লাইন:
এটা এজন্য বলা হয়নি যে আপনি উইকিপিডিয়াতে মূল্যবান ও নির্ভুল তথ্য পাবেন না; বরং বেশিরভাগ ক্ষেত্রে আপনি তা পাবেন। যদিও, '''উইকিপিডিয়া এখানে থাকা কোনো তথ্যের মেয়াদের নিশ্চয়তা দেয় না।''' কোনো নিবন্ধের বিষয়বস্তু বা এর অংশবিশেষ সাম্প্রতিককালে পরিবর্তন হতে পারে, অথবা ঐ বিষয়ে জ্ঞানের ঘাটতি আছে, বা ঐ তথ্যগুলো রাখতে চান না—এমন কারো দ্বারা ধ্বংস বা মুছে ফেলাও হতে পারে। উল্লেখ্য, অন্যান্য বিশ্বকোষ ও তথ্যসূত্রেরও এই সদৃশ [[উইকিপিডিয়া:উইকিপিডিয়া ব্যতীত দাবিত্যাগ|দাবিত্যাগ]] রয়েছে।
 
=== নিয়মিত পুর্ননিরীক্ষণপুনঃনিরীক্ষণ করা হয় না ===
নিবন্ধের নির্ভরযোগ্য সংস্করণ বের করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। আমাদের সদা সচল সম্পাদক সম্প্রদায় নতুন নিবন্ধ ও নিবন্ধের বিষয়বস্তু পরিবর্তন নজরদারি করার জন্য এর মতো সুবিধাগুলো করেন। যদিও উইকিপিডিয়ায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধ পুর্ননিরীক্ষণেরপু্নঃনিরীক্ষণের কোনো কাজ করে না, কিন্তু পাঠকগণ ভুল সংশোধন ও [[উইকিপিডিয়া:পুর্ননিরীক্ষণ|পুর্ননিরীক্ষণেরপুনঃনিরীক্ষণের]] মতো কাজগুলো অনিয়মিতভাবে চালিয়ে যান। এটা করার জন্য তাঁদের কোনো আইনগত দায়দায়িত্ব নেই। এজন্য নিবন্ধগুলো কোনো উদ্দেশ্যেই আপনাকে মানের ব্যাপারে কোনো নিশ্চয়তা দেবে না। এমন কী যে নিবন্ধগুলো নিয়মিত খুঁটিয়ে দেখা হয় বা অনানুষ্ঠানিকভাবে পুর্ননিরীক্ষণপু্নঃনিরীক্ষণ চলে, অথবা যেগুলো [[উইকিপিডিয়া:উৎকৃষ্ট নিবন্ধ|'''উৎকৃষ্ট নিবন্ধ''']], সেগুলোর ব্যাপারেও কোনো নিশ্চয়তা উইকিপিডিয়া দেয় না, কারণ আপনি দেখার ঠিক আগেই সেগুলো ভুলভাবে সম্পাদিত হতে পারে।
 
'''কোনো অবদানকারী, অর্থযোগানদাতা, প্রশাসক, অথবা উইকিপিডিয়ার সাথে কোনোভাবে সংশ্লিষ্ট অন্য কেউ উইকিপিডিয়ার কোনো ওয়েবপাতায় প্রদর্শিত কোনো তথ্যের জন্য দায়বদ্ধ নন এবং তথ্যসমূহ ব্যবহারের ফলে আপনার ক্ষেত্রে সংঘটিত কোনোকিছুর দায়দায়িত্ব তাঁরা নেবেন না।'''