উইকিপিডিয়া:সম্পাদনা নীতি: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Md Abu Younus (আলোচনা | অবদান)
ক্ষুদে প্রযুক্তিবিদ মোহাম্মদ ইউনুস আলীর জীবনী
ট্যাগ: মোবাইল সম্পাদনা মোবাইল ওয়েব সম্পাদনা
Md Abu Younus-এর সম্পাদিত সংস্করণ হতে এম আবু সাঈদ-এর সম্পাদিত সর্বশেষ সংস্করণে ফেরত
ট্যাগ: পুনর্বহাল
১ নং লাইন:
{{PGen}}
মোহাম্মদ ইউনুস আলী।যিনি একজন ক্ষুদে প্রযুক্তিবিদ। তিনি ছোটকাল থেকেই তথ্য প্রযুক্তির বিষয়ে খুব আগ্রহী ছিলেন। আধুনিক প্রযুক্তিতে যিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
তার জন্ম বাংলাদেশের উওরবঙ্গের ঠাকুরগাঁও জেলার অন্তগত বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বড়গাছিয়া গ্রামের এক দরিদ্র পরিবারে। সে তার জীবনের অধিকাংশ সময় পার করেছে দারিদ্রতার সাথে সংগ্রাম করে। অনেক প্রতিকুল পরিস্থিতির সাথে মোকাবেলা করে।
শিক্ষাজীবন: শিক্ষাজীবনে সে বড় পলাশবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও বড় পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। এবং শহীদ আকবর আলি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন |
 
{{policy|WP:EP|WP:IMPROVE}}
{{Policylist Behavioral}}
 
উইকিপিডিয়া হাজার হাজার সম্পাদকের অবদানের ফসল। প্রত্যেকেই কোনও না কোনও ভাবে অবদান রেখেছেন: কেউ গবেষণা দক্ষতার প্রয়োগ করেছেন, কেউ কারিগরি বিশেষজ্ঞের জ্ঞান প্রদান করেছেন, কেউ হয়ত দক্ষ লেখক, আবার কেউ হয়ত ছোটখাটো তথ্য যোগ করেছেন। সবচেয়ে বড় কথা, সবাই সাহায্য করতে, অবদান রাখার ব্যাপারে, উৎসাহ দেখিয়েছেন। উইকিপিডিয়ার সবচেয়ে ভাল নিবন্ধটিও তাই এক অর্থে এখনও সম্পূর্ণ নয়। প্রত্যেক নতুন সম্পাদক উইকিপিডিয়ার বিষয়বস্তুর মানোন্নয়নে নতুন ধারণা দিতে পারেন।
== উইকিপিডিয়ায় তথ্য সংযোজন ==
সম্পাদনাকারীগণকে নতুন নিবন্ধ তৈরী কিংবা বিদ্যমান নিবন্ধে তথ্য সংযোজন করে উইকিপিডিয়াতে নির্ভয়ে ব্যাপকভাবে তথ্য [[WP:BOLD|boldly]] সংযোজনের প্রতি উৎসাহ প্রদান করা হচ্ছে। তবে উইকিপিডিয়ার নিয়মানুযায়ী উইকিপিডিয়াতে ব্যবহুত তথ্য সমূহ অবশ্যই যাচাইযোগ্য হতে হবে এবং কোন মৌলিক গবেষণা ব্যবহার করা যাবেনা। বিশ্বস্থ্য সূত্র উল্লেখ করে কোন মৌলিক প্রবন্ধ নয় বরং আমরা যথেষ্ট যাচাই যোগ্য তথ্য উপস্থাপন করতে প্রত্যয়ী। সূত্রহীন তথ্য হয়ত প্রশ্নের সম্মুখিন হবে এবং মুছে ফেলা হবে, কারন উইকিপিডিয়ায় একটি ভুল বা মিথ্যা তথ্য থাকার চাইতে তথ্য নাথাকা উত্তম। একটি বিশ্বস্ত বিশ্বকোষ হিসেবে উইকিপিডিয়ার খ্যাতি নির্ভর করে এর নিবন্ধে ব্যবহুত তথ্যের যাচাইযোগ্যতা এবং নির্ভরযোগ্যতার উপর। এরুপ আপত্তি এড়াতে, তথ্য সম্পাদনের ক্ষেত্রে একটি “সংগতিপূর্ণ তথ্যসূত্র” সংযোজন করা উত্তম (এটি কিভাবে করতে হয় তা জানতে দেখুন: [[WP:Citing sources]] অথবা নিবন্ধের আলাপপাতায় সহযোগিতার আবেদন করুন)।