সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
Anik Sarker (আলোচনা | অবদান)
স্থানাংক যোগ
১৭ নং লাইন:
|language = বাংলা
|headmaster = মনোরমা বেগম |
students = প্রায় ৯০০১০০০
|campus size =
|educational authority = মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
২৬ নং লাইন:
|campus =
}}
'''সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয়''' (ইংরেজি : Security Printing Corporation High School) [[১৯৯০]] খ্রিস্টাব্দে "[[দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড]]" এর অধীনে প্রতিষ্ঠিত একটি স্বায়ত্তশাসিত মাধ্যমিক বিদ্যালয় যা প্রতিষ্ঠানটির আবাসিক এলাকার পরিধির অভ্যন্তরে অবস্থিত। ২০০৪ সালে বিদ্যালয়টির নিজস্ব ভবন নির্মাণ করা হয় এবং ২০০৮ সালে ভবনটির দ্বিতল করনের কার্যক্রম শুরু হয় যা ২০১০ সালে সম্পন্ন হয় এবং ব্যবহার এর জন্য উন্মুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী ধারণ ক্ষমতা ১৫০০। [[২০১১]] থ্রিস্টাব্দে এই বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষার ফলাফলে গাজীপুরের সেরা দশ বিদ্যালয়ের তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে '''সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয়'''এবং সাম্প্রতিক কালেও এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।<ref>{{সংবাদ উদ্ধৃতি|title=এসএসসি ও সমমানের পরীৰার ফল প্রকাশ|url=http://www.dainikdestiny.com/archive/2011/index.php?archiev=yes&arch_date=13-05-2011&view=details&type=main&cat_id=1&menu_id=65&pub_no=12&news_type_id=1&index=0|accessdate=৩০ ডিসেম্বর ২০১৪|work=[[দৈনিক ডেসটিনি]]|date=১৩ মে ২০১১}}</ref>
 
এছাড়া সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১৪ সালে মাধ্যমিক পরীক্ষার ফলাফলে গাজীপুরের সেরা দশ বিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থান অধিকার করে। <ref>"[http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDVfMThfMTRfMV8xMl8xXzEzMTI3Ng গাজীপুরের সেরা ১০ স্কুল, দৈনিক ইত্তেফাক রিপোর্ট, প্রকাশকাল: রবিবার ১৮ মে ২০১৪, সংগ্রহের তারিখ: ৩০ ডিসেম্বর ২০১৪ খ্রিস্টাব্দ। ]"</ref>
 
== ইতিহাস ==
==তথ্য সূত্র==
সামাজিক চাহিদা এবং রাষ্ট্রীয় দায়বদ্ধতায় তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং দিক নির্দেশনায় নৈর্সগিক প্রকৃতির শীতল ছায়া-ঘেরা, সুনিবীর শাল-গজারী আচ্ছাদিত ‘দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিঃ, গাজীপুর এ কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সন্তান/ পোষ্যদের সু-শিক্ষায় শিক্ষিত করতে ১৯৯০ সালে করপোরেশনের আবাসিক এলাকায় সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন স্কুল স্থাপিত হয়। সিকিউরিটি প্রিন্টিং প্রেস প্রকল্পের উপদেষ্টা পরিষদের ৩০/০১/১৯৮৮ তারিখের ২২ তম সভা; পরবর্তীতে ১৯/০২/১৯৯০ তারিখের ২৯ তম সভার অনুমোদনক্রমে ১৯৯০ সালে কোম্পানীর অর্থানুকুল্যে এবং ব্যবস্থাপনায় বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেসের আবাসিক এলাকায় বি-২ ভবনে প্লে-গ্রুপ; নার্সারী; প্রথম শ্রেণি ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত মোট ০৪ টি শ্রেণিতে গুটি কয়েক শিক্ষার্থী নিয়ে ১৯৯০ সালে সিকিউরিটি প্রিন্টিং প্রেস স্কুল নামে একটি প্রিপারেটরী স্কুল চালু করা হয়। ১৯৯২ সালে স্থান সংকুলান না হওয়ায় আবাসিক এলাকায় ডি-১ ভবণে স্কুলটি স্থানান্তর করা হয়। ০১/০১/১৯৯৬ তারিখে ডিডি প্রাইমারী, ঢাকা কর্তৃক প্রাথমিক শাখা খোলার অনুমতি লাভের পর ডিডি মাধ্য: কর্তৃক ঐ একই তারিখ (০১/০১/১৯৯৬) হতে নিম্ম মাধ্যমিক শাখা (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত) স্থাপনের পূর্বানুমতি লাভ করে। পরবর্তীতে ০১/০১/১৯৯৮ সালে একাডেমিক স্বীকৃতি; ০১/০১/২০০০ সালে ৯ম শ্রেণি খোলার প্রাথমিক অনুমতি এবং ২০০২ সাল হতে এসএসসি পরীক্ষায় প্রথম অংশগ্রহণ করার সুয়োগ লাভ করে। এখানে উল্লেখ্য অত্র বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা ১৯৯৬ সালে সরকারী অনুমতির পর প্রাথমিক ও জুনিয়র বৃত্তি এবং ২০০০ ও ২০০১ সালে পার্শ্ববতী বি.ডি.পি মাধ্যমিক বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
 
১৯৯৬ সালে স্কুলটির কলেবর বৃদ্ধি পেলে স্কুলটিকে মাধ্যমিক শাখায় উন্নীত করণে শিক্ষা বিভাগীয় নির্দেশনা মোতাবেক স্কুল ম্যানেজিং কমিটির সিদ্ধান্তেক্রমে করপোরেশনের সাথে মিল রেখে স্কুলটির নামকরনে আংশিক সংশোধন করে সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয় সংক্ষেপে এসপিসি উচ্চ বিদ্যালয় করা হয়।  বিদ্যালয়টি-গাজীপুর জেলার অন্যন্য ব্যাতিক্রমধর্মী সহ-শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়ের প্রথম স্বীকৃতি/অনুমতি ক) প্রাথমিক ও নিম্ম মাধ্যমিক শাখাঃ ০১/০১/১৯৯৬ খ্রিঃ,  খ) মাধ্যমিক শাখাঃ ০১/০১/২০০০ খ্রিঃ। স্কুলের নিম্ম-মাধ্যমিক বিদ্যালয় স্থাপন/একাডেমিক স্বীকৃতির শর্তানুসারে করপোরেশনের পরিচালনা পর্ষদের গত ১৬/০১/১৯৯৫ খ্রিঃ এর ২০ তম সভার সিদ্ধান্তক্রমে সেসময়ে স্কুল হিসেবে ব্যবহৃত ডি-১ নং ৫ তলা ভবনটি (১১০০০ বর্গফুট জায়গা) এবং তৎসংলগ্ন সর্বমোট ১.৭৩ (এক দশমিক সাত তিন) একর জমি সাময়িকভাবে স্কুলের জন্য বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেন। পরবর্তীতে সূত্র নং এসপিপিবি/১১৪/২৩২১/৪৩-৯৬ তারিখ ঃ ২৯-০৮-৯৬ ইং করপোরেশন কর্তৃপক্ষ সভাপতি, স্কুল পরিচালনা কমিটি, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন স্কুল, গাজীপুর ১৭০৩ কে টাকশাল হোল্ডিং এরিয়ায় প্রতিষ্ঠানের অধিগ্রহণকৃত সর্বমোট ৬৬.৫২ একর জমির মধ্যে একটি ভবণসহ দাগাংকিত ১.৭৩ (এক দশমিক সাত তিন) একর অখন্ড জমি স্কুলের নামে হস্তান্তর করেন।
 
পরবর্তীতে বিদ্যালয়ের কলেবর বৃদ্ধি পাওয়ায় এবং স্থানের সংকুলান না হওয়ায় বিদ্যালয়ের জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হয়। যেহেতু বিদ্যালয়টিতে ভিতরের শিক্ষার্থীরা পাশাপাশি বহিরাগত ছাত্রছাত্রীরা পড়াশুনা করে। বিভিন্ন প্রয়োজনে বহিরাগত শিক্ষার্থীদের অভিভাবকগণ বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। যাতে করপোরেশনের সার্বিক নিরাপত্তা বিঘিœত না হয় ও অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় প্রস্তাবিত ভবনের স্থান করপোরেশনের ৪নং ও ৩নং গেইটের মধ্যবর্তী স্থানে/জায়গায় নির্ধারণ করা হয়। ২০০৫ সনে ভবন নির্মাণ সম্পন্ন হলে বিদ্যালয়টি তার নির্ধারিত ভবনে স্থানান্তরিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০০৯ সনে স্কুল ভবনের ২য় তলার উলম্ব সম্প্রসারণ করতঃ এর পরিধি আরও বৃদ্ধি করা হয়। বর্তমানে বিদ্যালয়ে নার্সারী হতে দশম শ্রেণি পর্যন্ত অর্থ্যাৎ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।[http://www.spcs.edu.bd/Home/History]
 
== ভর্তি প্রক্রিয়া ==
সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। নার্সারি, ৬ষ্ঠ ও ৯ম শ্রেনীর ভর্তি পরীক্ষা সাধারণত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় । ১ম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। আসন খালি থাকা সাপেক্ষে অন্যান্য শ্রেণীতে ও ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়।
 
== শিক্ষা কার্যক্রম ==
সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষাক্রমের অধীনে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরে বাংলা মাধ্যমে শিক্ষাদান করে থাকে। প্রায় ১০০০ জন শিক্ষার্থী এই বিদ্যালয়ে অধ্যয়ন করে থাকে। পাঠদান সময় সকাল ০৮।৩০ হতে ০২:০০ ঘটিকা পর্যন্ত। সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে পাঠাগার এবং উন্নতমানের ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সমৃদ্ধ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও কম্পিউটার পরীক্ষাগার রয়েছে।
 
== শিক্ষাক্রম ==
সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয় জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে থাকে। এছাড়া ইচ্ছা করলে ৬ষ্ঠ-৮ম শ্রেণীর শিক্ষার্থীরা সঙ্গীত শিক্ষা, চারু ও কারুকলা এবং বাদ্যযন্ত্র বাজানো শেখার ক্লাসেও অংশ নিতে পারে।
 
== সহশিক্ষা কার্যক্রম ==
 
* ক্রীড়া প্রতিযোগিতা : প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে।
* সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা : প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আবৃত্তি, গান, তেলাওয়াত, নাচ, উপস্থিত বক্তৃতা- এসকল ক্ষেত্রে মেধাবীদের প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করা হয়।
* বিজ্ঞান উৎসব : প্রতি বছর মে মাসে আন্ত:স্কুল বিজ্ঞান উৎসবের আয়োজন করা হয়।
* বিতর্ক প্রতিযোগিতাঃ স্কুলের বিতর্ক ক্লাব কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের যুক্তি-তর্কের মাধ্যমে মেধাকে শানিত করে।
* আন্ত:স্কুল ইনডোর গেমস : ইনডোর গেমস এর আয়োজন হয়।
* এছাড়াও বিভিন্ন ফুটবল ও ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
 
== কৃতি শিক্ষার্থী ==
সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে বিভিন্ন পাবলিক পরীক্ষায় উর্ত্তীণ হয় ও A+ এবং বৃত্তি অর্জন করে। এছাড়াও সৃজনশীল মেধা অন্বেষণ, জাতীয় চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় এ স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখছে।
 
=== তথ্য সূত্র ===
{{সূত্র তালিকা}}
১.স্কুল ওয়েবসাইট http://www.spcs.edu.bd