ঝাড়গ্রাম জেলা: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

বিষয়বস্তু বিয়োগ হয়েছে বিষয়বস্তু যোগ হয়েছে
→‎বৃষ্টিপাত: সংশোধন
→‎ভূগোল: তথ্যসূত্র
২৫ নং লাইন:
 
==ভূগোল==
ছোট নাগপুর মালভূমি ধীরে ধীরে ঢালু হয়ে সমভূমির সঙ্গে মিলিত হওয়া সময় ল্যাটেরাইট শিলা / মাটির সাথে একটি ক্ষেত্র তৈরি করে। এই সমগ্র এলাকাটি বিশেষভাবে খরা প্রবণ। [3]<ref name="geography">{{cite web| url = http://wbplan.gov.in/HumanDev/DHDR/DHDR_Paschim%20Medinipur.pdf |title = District Human Development Report: Paschim Medinipur |work= page 4 (About Paschim Medinipur), page 26 (Predominant Soil), pages 265- 268 (Identification of Flood prone areas, Names of drought prone blocks) |publisher= Development and Planning Department, Government of West Bengal, 2011 | accessdate = 2 January 2017}}</ref>
 
ঝাড়গ্রাম জেলা ৩,০৩৭.৬৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জেলাটির মোট জনসংখ্যা ১১,৩৬,৫৪৮ জন। মোট জনসংখ্যার ৯৬.৫২% ছিল গ্রামের এবং ৩.৪৮% শহুরে জনসংখ্যা। মোট জনসংখ্যার ২০.১১% তপশীলি সম্প্রদায়ের অন্তর্গত এবং ২৯.৩৭% তপশীলি উপজাতি জনগোষ্ঠীর অন্তর্গত। [4]<ref name=handbook2014>{{cite web | url = http://www.dospiwb.org.in/site.php | title = District Statistical Handbook 2014 Paschim Medinipur | work = Table 2.2, 2.2(b), 2.9 | publisher = Department of Statistics and Programme Implementation, Government of West Bengal | accessdate = 29 September 2016 | deadurl = yes | archiveurl = https://web.archive.org/web/20170729135056/http://www.dospiwb.org.in/site.php | archivedate = 29 July 2017 | df = }}</ref>
===উচ্চতা সমুদ্রতল থেকে===
জেলাটির ভূমি-ভাগ পূর্ব দিকে মৃদু ঢালু। জেলার উত্তর-পশ্চিম অংশে পাহাড়ী ভূখণ্ড দেখা যায়। ঝাড়গ্রাম জেলার কাক্রাঝরি এলাকাটি প্রায় ৩০০ মিটার উচ্চতায় অবস্থিত এবং গোপিবল্লভপুরের উচ্চতম এলাকা প্রায় ৬৫ মিটার উচ্চতা অবস্থান করছে। [[ ঝাড়গ্রাম]] শহরের উচ্চতা প্রায় ৮০ মিটার। জেলার মধ্যে জমির ঢালের মধ্যে স্থানীয় বৈচিত্র আছে।